বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪|BURO Bangladesh NGO job circular 2024 

Contents hide
5/5 - (1 vote)

চাকরির বর্ণনা :বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি  ০৩ মার্চ ২০২৪ প্রকাশিত হয়েছে।বুরো বাংলাদেশ নিয়োগটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে bdjobs.com প্রকাশিত করেছে।০১টি পদে  অনির্দিষ্ট জন লােককে নিয়ােগ দেবে। বুরো বাংলাদেশ এনজিও জব সার্কুলার ২০২৪ আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই পােস্টের মাধ্যমেবুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  সম্পর্কে আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি বিস্তারিত জানবাে। BURO Bangladesh NGO Job Circular 2024 – বিস্তারিত জানতে পোস্টটি অবশ্যই ভালোভাবে পড়বেন।

বুরো বাংলাদেশ এনজিও চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষিপ্ত রূপ

প্রতিষ্ঠানের নাম: বুরো বাংলাদেশ এনজিও
নিয়োগ প্রকাশের তারিখ: ০৩ মার্চ ২০২৪
পদের সংখ্যা: ০১টি পদে  অনির্দিষ্ট জন
বয়সসীমা: ২৪- ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন: এনজিও চাকরি
অফিসিয়াল ওয়েব সাইট: www.burobd.org
আবেদনের শুরু তারিখ: ০৩ মার্চ ২০২৪
আবেদনের শেষ তারিখ: ২১ মার্চ ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে
নিয়োগ প্রকাশের সূত্র: bdjobs.com

বিস্তারিত জানতে বুরো বাংলাদেশ এনজিওর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :

বুরো বাংলাদেশ এনজিওর অফিসিয়াল বিজ্ঞপ্তি

 

বুরো বাংলাদেশ এনজিওয় নিয়োগ বিজ্ঞপ্তির পদ সমূহ এবং শিক্ষাগত যোগ্যতা:

যে সকল প্রার্থীগণ বুরো বাংলাদেশ এনজিও তে আবেদনের জন্য আগ্রহী তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন| এছাড়া বুরো বাংলাদেশ  আবেদনের জন্য যে সকল শিক্ষাগত যোগ্যতা এবং পদ সমূহ, বেতন ও সুবিধাদি  কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী দেওয়া হবে তা নিম্নে উল্লেখ করা হলো –

পদের নাম: কর্মসূচি সংগঠক  গ্রেড- ১৪
পদ সংখ্যা:  নির্দিষ্ট নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর এবং সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা  তার ঊর্ধ্বে ডিগ্রিধারী হতে হবে।৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ |
বয়স: ২৪-৩৫ বছর। বেতন :৩১০৫০/- টাকা

বুরো বাংলাদেশ এনজিও নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

যে সকল প্রার্থীগণ বুরো বাংলাদেশ এনজিও তে আবেদনের জন্য আগ্রহী  তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে  ০৩ই মার্চ ২০২৪ তারিখ এর মধ্যে আবেদন করতে হবে। আবেদন করতে নিচে দেওয়ার আবেদন বাটনে ক্লিক করবেন | অথবা আবেদনের জন্য এই ওয়েবসাইটের- https://hotjobs.bdjobs.com/jobs/buro/buro52.htm ভিজিট করবেন

আবেদনের শুরু সময় :০৩ মার্চ ২০২৪
আবেদনের শেষ সময় :  ২১ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

আবেদন 

বুরো বাংলাদেশ এনজিওর বিভিন্ন কর্মসূচি 

বুরো বাংলাদেশএনজিও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে এছাড়া ক্ষুদ্র ঋণ এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করে আসছে | এই এনজিও জামানত বা প্রসেসিং ফি ছাড়া ঋণ প্রদান করে থাকে | এছাড়া গ্রামের  কৃষকদের সহজ ব্যবস্থায় ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে এতে কৃষকদের বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ হয় |

বুরো বাংলাদেশ এনজিওর বিভিন্ন সুযোগ সুবিধা

১|এই সংস্থাটি জামানত বা প্রসেসিং ফি ছাড়া সকল মানুষকে ঋণ প্রদান করে থাকে |

২| এছাড়া এই সংস্থাটি ঋণের সাথে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা সহায়তা প্রদান করে থাকে |

 ৩|বুরো বাংলাদেশ ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদী সঞ্চয়সুবিধা ও লোন প্রদান করে থাকে এবং  চাহিবা মাত্র তা উত্তোলন করতে পারবেন |

 ৪| ব্যক্তি যেই সঞ্চয় জমা করেছেন সেই সঞ্চয়ের লাভের উপর নেই কোন চার্জ |

৫|বুরো বাংলাদেশ  এনজিওর সকল শাখা থেকে ২.৫ শতাংশ প্রণদান রেমিটেন্স গ্রহণ করে থাকে |

৬| এছাড়া ঋণদানকারী তার কিস্তি বিকাশ/ নগদের মাধ্যমে প্রদান করতে পারবেন |

৭|বুরো বাংলাদেশ  এনজিও বাংলাদেশের মধ্যে বিগত চার বছর যাবত সেরা করদাতার স্বীকৃতি লাভ করে আসছে |

বুরো বাংলাদেশ আবেদনের ফরম এর পিডিএফ

বুরো বাংলাদেশ আবেদনের ফরম এর পিডিএফ-1

বুরো বাংলাদেশ আবেদনের ফরম এর পিডিএফ-2

বুরো বাংলাদেশ আবেদনের ফরম এর পিডিএফ-3

বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ

বুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদন সফলভাবে হওয়ার পর আবেদন পত্রে প্রার্থীর যে নাম্বার দেওয়া থাকবে বা যে ঠিকানা দেওয়া থাকবে সেখানে দিশা এনজিওর অফিস কর্মকর্তা দ্বারা SMS(burobd/01729024292) প্রেরণ করা হবে এবং SMS এর  মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার সময়সূচী এবং স্থান।

তাই বুরো বাংলাদেশ এনজিও চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ -এর জন্য আবেদন করার পরে নিয়মিত আপনার মোবাইল এসএমএস এবং ইমেল ইনবক্স চেক করতে হবে এবং আবেদনপত্র অবশ্যই আপনার একটি সচল নাম্বার দিতে হবে। এছাড়াও বুরো বাংলাদেশ নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট https://hotjobs.bdjobs.com/jobs/buro/buro52.htm এ প্রকাশ করা হবে। সুতরাং বুরো বাংলাদেশ নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

বুরো বাংলাদেশ চাকরিতে আবেদন করার শর্তবলী:

বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের দেওয়া কিছু শর্তাবলী জানতে হবে।বুরো বাংলাদেশ চাকরিতে আবেদনের করার সকল যোগ্যতার এবং কর্তৃপক্ষের দেওয়া শর্তাবলী বিস্তারিত তথ্য গুলো নীচে উল্লেখ করা হয়েছে।

  • জাতীয়তা:যে সকল প্রার্থীগণ বুরো বাংলাদেশ চাকরিতে আবেদন করবেন তাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • বয়সসীমা:বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর প্রকাশিত কর্তৃপক্ষের দেওয়া নোটিশে উল্লিখিত তারিখ অনুসারে আবেদন কারীর বয়স নির্ধারন করা হবে।
  • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থী নির্বাচিত পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বুরো বাংলাদেশ চাকরির অফিসিয়াল ইমেজ অনুযায়ী।
  • অন্যান্য যোগ্যতা: ফ্রেশার এবং অভিজ্ঞ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • জেলা যোগ্যতা: অফিসিয়াল ইমেজ অনুযায়ীসকল জেলার প্রার্থীগণ সকল পদের জন্য আবেদন করতে পারেন।
  • নিয়োগ পরীক্ষা: সাক্ষাৎকা বা মৌখিক পরীক্ষার সময় সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় কাগজপাতি বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রশংসাপত্রের অনুলিপি সঙ্গে করে নিয়ে আসতে হবে। (প্রকাশিত সার্কুলারের উল্লেখিত তথ্য অনুযায়ী)
  • চাকরির আবেদন: বুরো বাংলাদেশ চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ – এর নির্দেশনা অনুযায়ী নিয়োগে উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে আবেদন করতে পারবেন 

হেল্পলাইন/যোগাযোগ

বুরো বাংলাদেশ এনজিও নিয়োগে আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল এর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিতে পারবেন।

  •  হেল্পলাইন নম্বর: +8802-55059860, +8802-55059861,+8802-55059863এ কল করুন।
  •  ই-মেইল: buro@burobd.org ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  •  অফিসিয়াল ওয়েবসাইট:www.burobd.org 

বুরো বাংলাদেশ এ ঋণসমূহের নাম 

বুরো বাংলাদেশ এনজিও বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামাজিক ,অর্থনৈতিক, মানবিক এবং পরিবেশগত টেকসই উন্নয়নে একসাথে কাজ করে যাচ্ছে | বুরো বাংলাদেশ এনজিও দেশের উন্নয়নের জন্য যে সকল ঋণ প্রদান করেছেন তা তুলে ধরা হলো-

 ১| সাধারণ ঋণ |

 ২| কৃষি ঋণ |

 ৩|ক্ষুদ্র ও মাঝারি (SME) ঋণ প্রদান করে থাকে |

 ৪| পানি ও পয়:নিষ্কাশন ঋণ প্রদান করে থাকে প্রদান করে থাকে |

৫| দুর্যোগ ঋণ সহ দরিদ্র ও দুস্থ মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন সময় ঋণ প্রদান করে থাকে বিভিন্ন শর্ত প্রযোজ্য |

৬|বিভিন্ন মৌসুমে মৌসুমী ঋণ প্রদান করে থাকে |

৭ | বিভিন্ন জরুরি পর্যায়ে প্রয়োজন বোধে জরুরী ঋণ ও প্রদান করে থাকে বুরো বাংলাদেশ এনজিও |

বুরো বাংলাদেশ এনজিও  ঋণ পাওয়ার কিছু শর্তাবলী :

১| ঋণ নেওয়ার জন্য কেন্দ্রে যোগদানের বয়স কমপক্ষে দুই সপ্তাহ হতে হবে |

 ২| ঋণ তারিখে অবশ্যই নিয়মিত সঞ্চয় জমা দান করতে হবে |

 ৩| যে  কেন্দ্রে ভর্তি থাকবে সেখানে নিয়মিত  কেন্দ্রেদের সবাই উপস্থিত থাকতে হবে |

৪| বুরো বাংলাদেশসংস্থা নিয়মে আস্থা রেখে সদস্যদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য মেনে চলতে হবে এবং সচেতন থাকতে হবে |

৫| যে ব্যক্তি ঋণ গ্রহণ করবে তাকে অবশ্যই কর্মক্ষম হতে হবে অথবা কোন কাজে নিয়োজিত থাকতে হবে |

বুরো বাংলাদেশ এনজিও সংক্ষিপ্ত পরিচিতিঃ

বুরো বাংলাদেশ এনজিও সংক্ষিপ্ত পরিচিতিঃ বুরো বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে  |বুরো বাংলাদেশ এনজিও একটি জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা | বুরো বাংলাদেশ এনজিও একটি সেবামূলক সংস্থা  এই সংস্থা দেশের দারিদ্র্য ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তার মাধ্যমে সেবা প্রদান করে থাকে এছাড়া বিভিন্ন ধরনের হস্তশিল্প নিয়ে কাজ করে থাকে  |BURU এর পূর্ণরূপ-Basic Unit for Resource and Opportunities |বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন | বুরো বাংলাদেশ মোর ২৪৯৮টি এনজিও আছে | এর মধ্যে ২৪০ টি বৈদেশিক সংস্থা পরিচালনা করে |

২০২৪ সালের নতুন চাকরির খবর

২০২৪ সালের সকল নতুন চাকরির খবর এই ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পারবেন| ওয়েব সাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন-www.bdjobgovt.com | এই ওয়েবসাইটের মাধ্যমে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের ক্যাটাগরির চাকরির সন্ধান পাবেন এবং এই পোষ্টের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন |

4 Comments

  1. Ami BuRo Bangladesh NGO ta job korta issuk but ami HSC pass.. Ai jonno apply korta parcina… Jodi HSC pass lok nan plz amaka Hellp korban ami bortoman akta ngo ta lion come gurd post a aci

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock