দারাজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-Daraz Job Circular 2024 

Rate this post

দারাজ বাংলাদেশ লিমিটেড  এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ  ০১টি পদে মোট  অসংখ্য জন প্রার্থী নিয়োগ প্রদান করা হবে|  দারাজ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৬ শে আগস্ট ২০২৪ তারিখে| বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে  নারী পুরুষ উভয় প্রার্থী গন  দারাজ  এ যোগদান করতে পারবেন| দারাজ বাংলাদেশ লিমিটেড  এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরুর তারিখ  ২৬ শে আগস্ট ২০২৪ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ২৬ শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত|যে সকল প্রার্থীগণ  দারাজ (Daraz Job Circular 2024) নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তারা আবেদন সংক্রান্ত সকল তথ্য জানতে আমাদের পোস্টটির শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন | এই পোস্টের মাধ্যমে আপনি আবেদন সংক্রান্ত সকল তথ্য, আবেদন করার নিয়মাবলী, আবেদন ফি প্রদানের পদ্ধতি, পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য, পদের নাম সমূহ, শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন |

 দারাজ এর নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত রূপ-

প্রতিষ্ঠানের নাম:  দারাজ বাংলাদেশ লিমিটেড
নিয়োগ প্রকাশের তারিখ: ২৭ শে আগস্ট ২০২৪ 
পদের সংখ্যা: অসংখ্য প্রার্থী
বয়সসীমা: সর্বনিম্ন ২২ বছর থেকে তার অধিক
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
চাকরির ধরন: বেসরকারি
অফিসিয়াল ওয়েব সাইট: www.daraz.com.bd
আবেদনের শুরু তারিখ: ২৭ শে আগস্ট ২০২৪ 
আবেদনের শেষ তারিখ: ২৬ শে সেপ্টেম্বর ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে 
আবেদনের ঠিকানা: https://jobs.bdjobs.com/

দারাজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ:

 দারাজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিশিয়াল নোটিশ এর মাধ্যমে আপনি সকল প্রকার তথ্য জানতে পারবেন| এই নোটিশের মধ্যে  এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য  দারাজ যে সকল শর্ত এবং যোগ্যতার প্রয়োজন আবেদন করার পদ্ধতি, শূন্য পদ সমূহের নাম , বিস্তারিত সকল তথ্য উল্লেখ্য করা আছে নিম্নের নোটিশটির ছবি তুলে ধরা হলো-

 দারাজ এর অফিসিয়াল PDF-https://jobs.bdjobs.com/

দারাজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ-1 দারাজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ-2

 দারাজ নিয়োগ বিজ্ঞপ্তিতে পদসমূহের নাম এবং শিক্ষাগত যোগ্যতা:

যে সকল প্রার্থীগণ দারাজ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রেক্ষিতে আবেদন করতে হবে | এছাড়া ভিন্ন ভিন্ন পদসমূহের বেতন স্কেল, গ্রেট, পদ সংখ্যা, পদের নাম  ও অন্যান্য সুবিধা সমূহ নিম্নে বিস্তারিত ব্যাখ্যা করা হলো-

পদের নাম: ইন্টার্ন।

পদসংখ্যা: ২০০ জন।

বিভাগের নাম :হিউমান রিসোর্সেস

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

যোগ্যতা: অবশ্যই জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন থাকতে হবে| 

চাকরির ধরন: ফুলটাইম (চুক্তিভিত্তিক)।

প্রার্থীর ধরন: নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র: অফিসে।

বয়সসীমা: সর্বনিম্ন ২২ বছর।

কর্মস্থল: ঢাকা।

মাসিক বেতন: মাসিক ৮০০০ – ১০০০০ টাকা।

অন্যান্য সুবিধা: পার্সেল প্রতি কমিশন, উৎসব ভাতা, ফুয়েল বিল দৈনিক ১০০ টাকা (মোটর সাইকেলের জন্য প্রযোজ্য), দুর্ঘটনা জনিত চিকিৎসা সুবিধা, জীবন বীমা সুবিধা।

নিয়োগ প্রকাশ তারিখ: ২৭ শে আগস্ট ২০২৪৷

আবেদনের শেষ সময়:২৬ শে আগস্ট ২০২৪৷

দারাজ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পদ্ধতি:

 দারাজ ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীগণ আবেদন করতে আগ্রহী তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে | অনলাইনে কর্তৃপক্ষের নির্ধারিত এই https://jobs.bdjobs.com/ ওয়েবসাইটের  মাধ্যমে আবেদনপত্র পূরণ করে Submit  করতে হবে | অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণযোগ্য হবে না অথবা নিম্নে দেওয়া আবেদনকরুন বাটনে ক্লিক করো আবেদন করতে পারবেন|

আবেদনকরুন

 আবেদন শুরুর তারিখ: ২৭শে আগস্ট ২০২৪ 

 আবেদনের শেষ তারিখ: ২৬ শে সেপ্টেম্বর ২০২৪ 

নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ

দারাজ নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS এর মাধ্যমে কর্তৃপক্ষ দ্বারা সঠিক সময়ে জানানাে হবে। এছাড়াও দারাজ ওয়েবসাইট www.daraz.com.bd এ প্রকাশ করা হবে।সুতরাং দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার সঠিক নিয়ম ধাপে ধাপে দেওয়া হল –

  1. প্রথমে,আবেদন করার জন্য এই ওয়েবসাইটে- https://jobs.bdjobs.com/ ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করুন।
  2. তারপর,“Application Form” অপশনে ক্লিক করুন।
  3. আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  4. এরপর,“Next” বোতামে ক্লিক করুন।
  5. চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
  6. সঠিক তথ্য দিয়ে  চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
  7. আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
  8. ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
  9. অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।

যোগাযোগের মাধ্যম

দারাজ বাংলাদেশ লিমিটেড  এ আবেদনের সময় প্রার্থী যদি কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে এই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন |

  • হেল্পলাইন নম্বর: ১৬৪৯২, +৮৮০৯৬১০০৯৬১১ এ কল করুন।
  • ই-মেইল: bd@care.daraz.com ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট:www.daraz.com.bd 

দারাজ বাংলাদেশ লিমিটেডের সংক্ষিপ্ত  পরিচয়:

 সংক্ষিপ্ত পরিচয়: দারাজ হলো একটি অনলাইনে কেনাকাটার  মাধ্যম বা অ্যাপস| দারাস দক্ষিণ এশিয়া বা পূর্ব এশিয়ার সক্রিয় একটি সরবরাহ প্রতিষ্টান ও অনলাইন দোকান| ২০১২ সালে প্রথম পাকিস্তানের দারাজ এর প্রতিষ্ঠা ঘটে| রকেট  ইন্টারনেটের  উদ্যোগে মুনির ময়ূর দারাজের প্রতিষ্ঠা করে| দারাজের বাণিজ্য অঞ্চলগুলো হলো- বাংলাদেশ, পাকিস্তান ,নেপাল, মিয়ানমার, শ্রীলংকা| দারাজ এর মাধ্যমে মানুষ ঘরে বসে অনলাইনে বিভিন্ন ধরনের কোন সামগ্রী বিক্রয় এবং ক্রয় উভয় করতে পারেন| 

সকল নতুন চাকরির খবর 

আপনি যদি চাকরির সন্ধান করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি- bdjobgovt.com ভিজিট করবেন |আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে বিজ্ঞপ্তিতে প্রবেশ করে আবেদনে ক্লিক করে আবেদন করতে পারবেন | তাই ওয়েব সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন-bdjobgovt.com |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock