এসকেএস ফাউন্ডেশন  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ || SKS Foundation Job Circular 2024

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে| এসকেএস ফাউন্ডেশন (SKS Foundation  Job Circular 2024)  এর নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী-পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন| এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে|এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরুর তারিখ  ১৭ ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ  ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত|  এসকেএস ফাউন্ডেশন এর নিয়োগ বিজ্ঞপ্তিতে  ০৫টি পদে   ১৮৫ জন কর্মীকে নিয়োগ দেওয়া হবে|বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীগণ আবেদন করতে আগ্রহী তারা আবেদনের সকল তথ্য বিস্তারিত জানার জন্য আমাদের এই পোস্টটি ভালো করে পড়বেন| আবেদনের জন্য যে সকল প্রার্থীগণ আগ্রহী তাদেরকে অবশ্যই  কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এছাড়া আবেদনের শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম, পদ সংখ্যা, পদের বেতন সমূহ ও অন্যান্য সুবিধা, কিভাবে এসএমএস প্রেরণ করতে হবে, আবেদন ফি জমা প্রদান ইত্যাদি বিস্তারিত সকল তথ্য সমূহ নিম্নে ব্যাখ্যা করা হলো| তাই যে সকল প্রার্থীগণ SKS Foundation Job Circular 2024 আবেদনের জন্য আগ্রহী তাদেরকে এই পোস্টটির শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে পড়ার অনুরোধ রইল|

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সংক্ষিপ্ত রূপ:

প্রতিষ্ঠানের নাম: এসকেএস ফাউন্ডেশন
নিয়োগ প্রকাশের তারিখ: ১৭ ই সেপ্টেম্বর ২০২৪ 
পদের সংখ্যা: ০৫টি পদে   ১৮৫ জন 
বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর 
শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম,এসএসসি , এইচএসসি ,স্নাতক 
চাকরির ধরন: বেসরকারি সংস্থা
অফিসিয়াল ওয়েব সাইট: https://www.sks-bd.org/index.php/career
আবেদনের শুরু তারিখ: ২২ ই সেপ্টেম্বর ২০২৪ 
আবেদনের শেষ তারিখ:   ৩০ সেপ্টেম্বর ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনে /সরাসরি/ ডাকযোগে/ কুরিয়ারে 
আবেদনের ঠিকানা: https://www.sks-bd.org/index.php/career

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ:

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিশিয়াল নোটিশ এর মাধ্যমে আপনি সকল প্রকার তথ্য জানতে পারবেন| এই নোটিশের মধ্যে  এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য এসকেএস ফাউন্ডেশন যে সকল শর্ত এবং যোগ্যতার প্রয়োজন আবেদন করার পদ্ধতি, শূন্য পদ সমূহের নাম , বিস্তারিত সকল তথ্য উল্লেখ্য করা আছে নিম্নের নোটিশটির ছবি তুলে ধরা হলো-

এসকেএস ফাউন্ডেশন এর অফিসিয়াল PDF-https://www.sks-bd.org/index.php/career

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ:

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পদ্ধতি:

এসকেএস ফাউন্ডেশন ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীগণ আবেদন করতে আগ্রহী তাদেরকে সরাসরি বা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা অনলাইনে কর্তৃপক্ষের নির্ধারিত এই ওয়েবসাইট-https://cv.sks-bd.org/  এর  মাধ্যমে আবেদনপত্র পূরণ করে Submit  করতে হবে | অথবা নিচে দেওয়া আবেদন বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণযোগ্য হবে না|

আবেদন করুন

সরাসরি/ কুরিয়ার/ ডাকযোগের ঠিকানা- আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ এর মধ্যে অফিস ঠিকানায় এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা- ৫৭০০ ঠিকানায় ডাক/ কুরিয়ার/ সরাসরি প্রেরণের আহবান করা যাচ্ছে|

 আবেদন শুরুর তারিখ: ১৭ ই সেপ্টেম্বর ২০২৪  সকাল ১০টা  থেকে

 আবেদনের শেষ তারিখ:৩০ শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ৫ টা পর্যন্ত

প্রবেশপত্র ডাউনলোড

 প্রার্থী তার প্রবেশপত্র এই –https://www.sks-bd.org/index.php/career ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন অথবা প্রার্থীর মোবাইল ফোন এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীগণের নিকট  সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে| Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক  সচল রাখা এবং SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয় |SMS-এ প্রেরিত User ID এবং Password  ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ও পরীক্ষার কেন্দ্রের  নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করবেন | কারন প্রবেশপত্রটি প্রার্থী লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই প্রদর্শন করতে হবে|

আবেদনের জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে : 

১/বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) -এ যাদের CV  রয়েছে, তারা তাদের উক্ত CV এর মাধ্যমে আবেদন করবেন|

২/ প্রার্থীর নাম এবং পিতা ও মাতার নাম SSC/  সমমান সনদে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদনপত্রে হুবহু সেভাবে লিখবেন |

৩/নাম , পিতা ও মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্য প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন  CV তৈরি করবেন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর ও বর্তমানে তোলা Formal রঙিন ছবি আপলোড করবেন |

৪/স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে অবশ্যই স্বাক্ষর এবং ছবি আপলোডে ত্রুটি/ বিচ্যুতির বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো |  আবেদনপত্র   ভুল তথ্য থাকলে সংশোধনের সুযোগ থাকবে না এবং কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকেই প্রার্থিতা  বাতিল করা হবে | 

৫/প্রার্থী যে ইউনিয়ন/ পৌরসভা/  ওয়ার্ডের বাসিন্দা  সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;

৬ / কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/ প্রমাণপত্রের সত্যায়িত ছায়া লিপি  প্রদর্শন করতে হবে |

৭/জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদের  সত্যায়িত অনলিপি |

৮/ Onlineপুরনকৃত আবেদন  পত্রের কপি (Applicant’s Copy) পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে |

৯/ প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা  বা  ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে | ভুয়া তথ্য/ জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন |

নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের শর্তবলীঃ

এসকেএস ফাউন্ডেশন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা কয়েকটি ধাপের মাধ্যমে হবে ধাপগুলো হলােঃ

১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।

এসকেএস ফাউন্ডেশন চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।

  • সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
  • নাগরিকত্বের সনদপত্র।
  • শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
  • মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
  • চারিত্রিক সনদপত্র।
  • ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
  • Applicant’s Copy/আবেদনের কপি।

[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]

নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ

এসকেএস ফাউন্ডেশন নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS এর মাধ্যমে কর্তৃপক্ষ দ্বারা সঠিক সময়ে জানানাে হবে। এছাড়াও এসকেএস ফাউন্ডেশন ওয়েবসাইট https://www.sks-bd.org/index.php/career এ প্রকাশ করা হবে।সুতরাং  এসকেএস ফাউন্ডেশন নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার সঠিক নিয়ম ধাপে ধাপে দেওয়া হল –

  1. প্রথমে,আবেদন করার জন্য এই ওয়েবসাইটে https://cv.sks-bd.org/ ভিজিট করুন।
  2. তারপর,“Application Form” অপশনে ক্লিক করুন।
  3. আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  4. এরপর,“Next” বোতামে ক্লিক করুন।
  5. চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
  6. সঠিক তথ্য দিয়ে  চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
  7. আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
  8. ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
  9. অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।

এসকেএস ফাউন্ডেশন এর সুবিধা:

 উৎসব বোনাস, কনট্রিবিউটরি, প্রভিডেন্ট ফান্ড, গ্রেচুয়িটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃকালীন অথবা পিতৃকালীন ছুটি প্রদান, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং অন্যান্য নীতি অনুযায়ী সুবিধা প্রদান করা হবে|

চাকরির প্রয়োজনীয় দক্ষতা:

 ০১/ ফিল্ড অপারেশন এবং সহযোগিতা কৌশলের অভিজ্ঞতা থাকতে হবে|

০২/ বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কার্যকর ভাবে জড়িত থাকার জন্য ভালো যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক  দক্ষতা থাকতে হবে|

০৩/ একটি ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার প্রমাণিত ক্ষমতা যা সহযোগিতা, সৃজনশীলতা এবং ক্রমাগত শিক্ষাকে উৎসাহিত করে|

 ০৪/ প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং টিম ম্যানেজমেন্ট ক্ষমতার অভিজ্ঞতা থাকতে হবে|

চাকরির মূল দায়িত্ব:

০১/ বৃত্তি উদ্যোগের সাধারণ প্রশাসনের দায়িত্বে থাকা সমস্ত ব্যবস্থাপকারী কার্যসম্পাদন করা এবং মেধাবিকাশ প্রোগ্রামের তদারকি প্রদান করা|

 ০২/ মেধাবীকাস উদ্যোগ কার্যক্রমের পরিকল্পনা পরিক ক্রিয়ার তত্ত্বাবধান ও তত্ত্বাবধান করুন যার মাধ্যমে রয়েছেন নির্ধারিত যোগ্যতার মাপকাঠির সাথে সঙ্গীত পূর্ণ ছাত্র নির্বাচন প্রক্রিয়া এবং মাধ্যমিক স্তরে স্কুলের ব্যবস্থা করা|

 ০৩/ প্রোগ্রাম বাজেট এর বিধানের সাথে সঙ্গতিপূর্ণ সমস্ত পরিকল্পিত প্রক্রিয়া কলাপের জন্য স্কলারশিপ প্রোগ্রাম বাজেটিং প্রক্রিয়ার তত্ত্বাবধান করা এছাড়াও কার্যকারিতা, আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা এবং সমস্ত প্রোগ্রাম কার্যক্রম বাস্তবায়নের জবাবদিহিতা নিশ্চিত করে|

 ০৪/ বিস্তৃত ছাত্র সহায়তা পরিষেবা এবং ছাত্রদের নির্বাচন নিয়োগ, শিক্ষাগত সহায়তা( ছাত্রের খরচ), এবং একটি সক্রিয় প্রাক্তন ছাত্র নেটওয়ার্ক তৈরিতে সমর্থন সহ সমস্ত বৃত্তি কার্যক্রম সমন্বয়ে ও সংগঠিত করা|

 ০৫/ মাসিক এবং বার্ষিক স্কলারশিপ প্রোগ্রাম এর কার্যকলাপ কাজের পরিকল্পনার সাথে তাল মিলিয়ে প্রোগ্রাম অর্গানাইজার এর সমস্ত কার্যক্রম বাস্তবায়নের তত্ত্বাবধানে দায়িত্বে| মাঠ পর্যায়ে ক্রিয়া-কলাপ পর্যবেক্ষণ, বৃত্তি বিতরণ, এবং এর ট্রেনিং সহ সকল দায়িত্ব|

 ০৬/ সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক প্রতিবেদন তৈরি করা এবং সমস্ত স্কলারশিপ প্রোগ্রাম এর কার্যক্রম এবং অন্যান্য সম্পর্কিত প্রোগ্রাম বাস্তবায়ন সংক্রান্ত প্রোগ্রামের উদ্যোগ এবং অন্যান্য বিষয়গুলির বিশ্লেষণ করা| নিশ্চিত করা যে মাসিক রিপোর্টিং ইতি মধ্যেই ঢাকা রিপোর্টিং নির্দেশিকা মেনে চলে| প্রক্রিয়ার সমন্বয় সাধন করে এবং আঞ্চলিক সমন্বয়কারী এবং সংশ্লিষ্ট স্কুল প্রদানন্দের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে সমন্বয় ও পন্ডিতদের নিয়োগের তত্ত্বাবধান করুন যেখানে উপযুক্ত সব স্কুল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ কাজের সম্পর্ক গড়ে তোলা ও বজায় রাখা|

০৭/ দায়বদ্ধতা রক্ষা করা প্রোগ্রাম অংশগ্রহণকারীদের নিরাপত্তা প্রদান করা, এছাড়া সংগঠনের সাথে যোগাযোগ রাখা এবং দলের সদস্যদের যে কোন ক্ষতি, অপব্যবহার, অবহেলা এবং হয়রানি, যৌন শোষণ সহ সকল প্রকার অপব্যয় ব্যবহারের বাস্তবায়নের লক্ষ্য অর্জনের জন্য সুরক্ষা নিশ্চিত করা| একটি নিরাপদ কাজের পরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষা সংক্রান্ত প্রদান, নির্দেশিকা এবং দক্ষতার মূল উৎস হিসেবে কাজ করে|

০৮/ যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে সেফ গার্ডেনিং রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করুন এবং অন্যদের তা উৎসাহিত করুন|

যোগাযোগের মাধ্যম

 প্রার্থী যদি এসকেএস ফাউন্ডেশন আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে এই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন |

  • হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে 01713484430 এ কল করুন।
  • ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট:https://www.sks-bd.org/index.php/career

এসকেএস ফাউন্ডেশন এর পরিচয়

এসকেএস ফাউন্ডেশন কর্মসূচি: এসকেএস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য এবং দরিদ্রদের সাথে বসবাসকারী ১০০ মিলিয়নেরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাব্যতা উপলব্ধি করার টেকসই সুযোগ তৈরি করা যায়| কাজ করা অন্য কাজের মত নয়| এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি এমন লোকদের জন্য সত্যিকারের পরিবর্তন আনতে পারবেন যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন| এসকেএস ফাউন্ডেশন এর স্বপ্ন উন্নত বিশ্ব গড়ে তোলা|

সকল নতুন চাকরির খবর 

আপনি যদি চাকরির সন্ধান করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি- bdjobgovt.com ভিজিট করবেন | আমাদের ওয়েবসাইটে সরকারি  ও বেসরকারি বিভিন্ন ক্যাটাগরির চাকরির ব্যবস্থা রয়েছে আপনি ওয়েবসাইট থেকে ভিজিট করে বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারেন হতাশা গ্রস্থ না হয়ে অবশ্যই বিভিন্ন ধরনের চাকরিতে আবেদন করবেন  |চাকরিতে আবেদন করার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন | আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে বিজ্ঞপ্তিতে প্রবেশ করে আবেদনে ক্লিক করে আবেদন করতে পারবেন | তাই ওয়েব সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন-bdjobgovt.com |

Leave a Comment

SKS Foundation Job Circular 2024

Job Description: SKS Foundation Job Circular 2024 has been published on the official website www.sks-bd.org and bdjobs site. A total of Numerous people will be hired for different posts through this SKS NGO circular 2024. Both male and female candidates can apply Online/Through post office. Application has started.

Through this post we are going to know details about SKS NGO Job Circular 2024, application eligibility, online application form filling rules, recruitment exam, exam date, result and admit card download. Then let’s know the details in the basis of SKS Foundation Job Circular 2024.

Are you trying to find SKS Foundation NGO job circular ? You have come to the right website. Current Bangladesh All Job Circular 2024 is continuously updated on this website. SKS Foundation job circular 2024 is one of the best NGO job circular 2024 in Bangladesh. SKS NGO has announced this new job circular for NGO Development/Private job candidates. Here, you can know all job news at once. To get all Job exam schedule, Job exam result, all job updates regularly visit: BD Jobs Notice.

SKS Foundation Latest Job Circular 2024

If you want to apply for the SKS Foundation Job Circular 2024, you need to know the SKS Job Circular 2024 Requirements, below we have added all of the Requirements as well as Job Posting Date, Post Name, Post Position, Type of Jobs, Job Category, Job Level, Educational Requirements, How to Apply, Experience Requirements, Additional Job Requirements, Salary, Age limit, Application Deadline, Web Address, Jobs Source and many more. Check more information below and choose the right job post to apply for SKS Foundation Job.

All Information Related to SKS Foundation Job Circular 2024
Organization Name:SKS Foundation
Circular Published Date:————–
Running Circular:———
Total Vacancies:Numerous People
Age Limitation:18-30 years
Educational Qualifications:Class Eight pass, SSC pass, HSC pass, Honours Degree pass
Gender:Both males and females are allowed to apply.
Job Category:NGO Jobs
Organization Official Website:www.sks-bd.org
Application Start Date:Application has started
Application Last Date:—————
Application Method:Online/Through post office
Application Address:—————-
Source:Official Website / bdjobs.com

SKS Foundation job circular 2024 has created a great career opportunity for unemployed people who are interested in group of company jobs in Bangladesh. If you are interested to join NGO Jobs in 2024, then SKS Foundation NGO Job Circular 2024 is published for you. Undoubtedly, this is a very good job opportunity for SKS Foundation job seekers. Let’s know more details according to SKS NGO job circular 2024.

SKS Foundation Recruitment 2024 Circular

On our website, we publish all of the government and private job news in Bangladesh and go into great detail about every kind of job news. Through this post I have discussed in detail about the SKS Foundation Job circular. If you are interested to know detailed information about SKS NGO job circular then you can read the post carefully from start to end. All the information related to the vacancies mentioned in the SKS Foundation job circular is mentioned below :

SKS Foundation Job Circular 2024 has been published on —– by the authority. The last date to submit the job application is —–. SKS Foundation NGO will appoint a total of — people for the — job posts. Good news for SKS NGO job candidates they can apply Online/Through post office for this NGO job circular.

SKS NGO Job Circular 2024 At a Glance

Let’s take a look at the important information about SKS Foundation Job Circular 2024. Such as total vacancy, vacant post name, salary, application deadline, how to apply etc.

SKS Foundation Job Vacancy Details
Total Post CategoryTotal Man Vacancy
—-—-

Post Name: ——
Post Vacancies:
——.
Educational Qualification: ——-.
Others Qualification:
Monthly Salary: —- TK.

SKS Foundation New Job Circular 2024
Procedure to Apply for SKS NGO Job Circular:

If you are an eligible and interested candidate to apply in the SKS Foundation Job circular then without delay apply online through bdjobs.com as per the instructions given by the authorities within the specified time the application link is given below click on the apply button there.

SKS Foundation Jobs Important Date and Time:

Job Publish Date: ————
Application Start Date: Application process has started.
Application Deadline: ———-.

Click the button below to apply.

Check the official circular for details:

SKS Foundation Job Circular 2024 PDF / Image

SKS Foundation job circular 2024 PDF has been released officially. We have attached the SKS NGO job circular 2024 image for you. Let’s check the SKS Foundation job circular 2024 picture and read the full information from it.

(Source: bdjobs.com/ Official Website)

SKS Job Circular 2024 PDF Download

If you want to see a pdf file of SKS Foundation Job Circular 2024, then you have entered the right job post. The SKS job circular 2024 PDF has been published on the official website. For your convenience, we have downloaded the PDF file and attached the SKS Foundation circular 2024 PDF download link here. If you want to see the SKS NGO job circular 2024 more clearly than the JPEG image, then check the PDF file.

You can read the published job circulars!
SKS NGO Job Application Procedure:

Do you want to apply for the SKS Foundation job circular 2024? We have discussed here how to submit the SKS NGO job application or CV. If you are an eligible candidate for the SKS Foundation NGO job circular 2024, who is confident to work under pressure, self-motivated, dynamic & energetic, you can submit your job application or CV as per the instructions mentioned in the circular.

Before applying for the job at SKS NGO, it is important to know the job application eligibility and application process well. SKS Foundation job circular 2024 application eligibility details are given below.

SKS Foundation Job Application Eligibility:
  • Candidate must be a citizen of Bangladesh to apply for SKS Foundation Jobs.
  • Must be at least 18 years old as of the date mentioned in the SKS NGO Job Circular 2024 image.
  • You should have educational qualifications and experience as per the SKS Foundation NGO Job Circular 2024 Official image.
  • Candidates are required to produce copies of all educational qualifications and experience certificates at the time of the interview.
  • You must submit application as per instructions of SKS job circular 2024.
SKS Foundation Job Apply Process:

So if you are interested to join the most popular and best NGO company jobs in Bangladesh, then you can apply as per the rules mentioned in SKS NGO Job Circular 2024. SKS Foundation Job Circular 2024 application process steps are given below.

  • First, read the SKS Foundation NGO Job Circular 2024 application process carefully from the circular image.
  • Then, visit the website link mentioned in the SKS NGO job circular 2024 image.
  • Submit your job application as per SKS Job Circular 2024 image instructions.
  • Finally attend the job interview.
SKS NGO Job Interview and Exam Information:

After successfully applying for SKS Foundation job vacancy, you will be called for an interview or examination. SKS Foundation NGO job interview test date, and schedule, center will be informed through mobile number or email given in your SKS NGO job application and CV. So check your mobile messages and email inbox regularly after applying for SKS Job circular 2024.

Helpline/Contact

Use the phone number or email shown below to contact the proper authority if you run into any difficulties when submitting your Online/Postal/Direct Interview application for a SKS Foundation job.

  • Helpline Number: Call +88-02588877630, +88-02588877632.
  • E-mail: sksfoundation@sks-bd.org can be contacted by e-mail.
  • Official Website: www.sks-bd.org
Some Important Words:

If you want to apply for the job at SKS Foundation, then please read the full article before submitting your job application. You can get a SKS job by applying the right way if you have qualified. To get update news of SKS Foundation Job Circular 2024, then visit our website.

SKS Foundation Job 2024

SKS Foundation Brief introduction : SKS Foundation is a recognized non-governmental development organization of national level, which has been implementing activities aimed at improving the quality of life of poor people since 1987. The organization is certified by multiple institutions including the Microcredit Regulatory Authority (MRA) certificate (MRA-01621-00534-00045). (Source: Official Website)

Leave a Comment