পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪||PSF Job Circular  2024

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (PSF) এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে ১৫ই মার্চ তারিখে |পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট- https://www.pallishishu.org/ |পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ একটি বেসরকারি প্রতিষ্ঠান | পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৪ এর আবেদনের শুরুর তারিখ – ১৫ই মার্চ ২০২৪ এবং আবেদন এর শেষ তারিখ ৯ই এপ্রিল ২০২৪ |পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশে একটি পদে মোট ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে| যে সকল প্রার্থী গণ আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য তাদের অবশ্যই পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (PSF) এর ঠিকানায় আবেদন করতে হবে |The Palli Shishu Foundation of Bangladesh (PSF) আবেদনের জন্য যে সকল যোগ্যতার প্রয়োজন এবং আবেদন সম্পর্কিত সকল তথ্য নিম্নে শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে | 

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষিপ্ত রূপ –

প্রতিষ্ঠানের নাম: পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (PSF) 
নিয়োগ প্রকাশের তারিখ: ১৫ মার্চ ২০২৪
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাশ
বয়সসীমা: সর্বোচ্চ ৩৩ বছর
পদের সংখ্যা:   ১টি পদে ৫০ জন
নিয়োগ প্রকাশের সূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন 
চাকরির ধরন: বেসরকারি
আবেদনের  শুরু তারিখ: ১৫ই মার্চ ২০২৪
আবেদনের  শেষ তারিখ: ৯ই এপ্রিল ২০২৪
আবেদনের মাধ্যম: অফিসের ঠিকানায় 
আবেদনের ঠিকানা: বাড়ি- ৬/ এ, বড়বাগ, সেকশন- ২,মিরপুর, ঢাকা -১২১৬
অফিসিয়াল ওয়েব সাইট: https://www.pallishishu.org/

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৪ এর নোটিশ 

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৪ এর নোটিশ

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নিয়োগ এর যোগ্যতা

যে সকল প্রার্থীগণ পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (PSF) এর আবেদনের জন্য আগ্রহী তাদের যে সকল শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং পদের নাম, বেতন, সকল সুবিধা সম্পর্কে নিম্নে উল্লেখ করা হলো –

পদের নামঃক্রেডিট অফিসার
পদ সংখ্যাঃ ০১ টি পদে ৫০ জন।

শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি এবং শিক্ষাজীবনে যে কোন দুইটিতে কমপক্ষে জিপিএ- ২.৫০ থাকতে হবে।
অন্যান্য সুবিধা: ছয় মাস শিক্ষাবিশকাল  শেষে চাকরি স্থায়ী হলে সংস্থার নিয়মিত বেতন কাঠামো নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট, বৎসরে দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, লাঞ্চ ভাতা, একক ফ্রি আবাসন সুবিধা, মোবাইল ভাতা ইত্যাদি প্রদান করা হবে।
মাসিক বেতনঃ ১২০০০-  ২৫০০০/-  টাকা।

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (PSF) আবেদনের  পদ্ধতি:

যে সকল প্রার্থীগণ পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (PSF) ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে  আবেদনের জন্য আগ্রহী তাদেরকে অবশ্যই   কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী স্ব- শরীরে আবেদন করতে হবে |পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েবসাইট হলো –https://www.pallishishu.org/ 

আবেদন করার ঠিকানা

-প্রধান নির্বাহী কর্মকর্তা ,পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (PSF), বাড়ি- ৬/ এ, বড়বাগ, সেকশন- ২,মিরপুর, ঢাকা -১২১৬ |

কর্মস্থল : শাখা অফিস পর্যায়( মাগুরা, মাদারিপুর, মুন্সিগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও রংপুর জেলায় গ্রাম পর্যায় )|

আবেদন শুরুর তারিখ : ১৫ই মার্চ ২০২৪ 

আবেদনের শেষ তারিখ: ৯ই এপ্রিল ২০২৪

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এ নিয়োগের শর্তাবলী

১| দরখাস্তের সাথে মোবাইল নম্বর দিতে হবে |

২|জাতীয় পরিচয় পত্র দরখাস্তের সাথে প্রদর্শন করতে হবে|

৩|দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি ও সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে |

৪| বাইসাইকেল চালানোর মন মানসিকতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে |

৫| দুজন নিকট আত্মীয় রেফারেন্স ও ঠিকানা সহ মোবাইল নম্বর দরখাস্তের মধ্যে উল্লেখ করতে হবে |

৬| খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে |

হেল্পলাইন/যোগাযোগ

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ নিয়োগে Online-এ আবেদনের সময় প্রার্থীগণ যদি কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

  •  হেল্পলাইন নম্বর: +88-02-48040712 কল করুন।
  •  ই-মেইল: info@pallishishu.org ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  •   অফিসিয়াল ওয়েবসাইট: https://www.pallishishu.org/

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সংক্ষিপ্ত পরিচয়

সংক্ষিপ্ত পরিচয় :পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (PSF) একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা | এই সংস্থার মাইক্রোক্রেডিট  রেগুলেটরি অথরিটির সনদ নং ০০২০৮ ০৫১১৫০৩৩১ | পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ দাতা সংস্থার সহযোগিতায় বাস্তবায়িত ঋণ সহায়তা কর্মসূচির পাশাপাশি ১৯৭৬ সাল হতে মা ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, উক্তি বিষয়ক সচেতনতা কার্যক্রম এবং গ্রাম ডাক্তার প্রশিক্ষণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন  করেছেন | এছাড়া এই সমস্যাটি বিভিন্ন কৃষক এবং দরিদ্র পরিবারকে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে ব্যবসায়ী সংস্থা তৈরি করে দেয় |পল্লী শিশু ফাউন্ডেশন একটি সমাজসেবা মূলক প্রতিষ্ঠান |পল্লী ও শিশু ফাউন্ডেশন  একটি বেসরকার কিন্তু তবুও পল্লী ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশের উন্নয়নের জন্য বিশেষ অবদান রাখছে | ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত  পল্লী শিশু ফাউন্ডেশন  বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কর্মসূচি পালন করে আসছে | দেশের উন্নয়নের জন্য অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে কাজ করে আসছেন পল্লী শিশু কন্ডিশন |

পল্লী শিশু ফাউন্ডেশন এর কর্মসূচি : 

পল্লী শিশু ফাউন্ডেশন শিশু এবং অসহায় নারী, গ্রামের দরিদ্র মানুষ, বৃদ্ধদের নিয়ে কাজ করে থাকেন |পল্লী শিশু ফাউন্ডেশন গ্রামের অসহায় শিশুদের বিভিন্ন ধরনের সহায়তা করে থাকেন |গ্রামের অসহায় নারীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সাবলম্বী করে তোলাও পল্লী শিশু ফাউন্ডেশন এর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি | বৃদ্ধদের বিনামূল্যে থাকার ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের ভাতা প্রদান করা পল্লী শিশু ফাউন্ডেশনের কর্মসূচি |  শিশু ফাউন্ডেশন এর মূল লক্ষ্য বাংলাদেশকে উন্নয়নের দিকে অগ্রগতি করা এবং বাংলাদেশের অসহায়  নারী, দরিদ্র শিশু যারা  অর্থের অভাবে নিজেদের মেধা কাজে  লাগাতে পারছে না তাদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদান এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকেন পল্লী শিশু ফাউন্ডেশন |

পল্লী শিশু ফাউন্ডেশন নিয়োগ পরীক্ষার প্রশ্ন:

০১/ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত থাকে?

 উত্তর: সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ ৬০ ডিগ্রি থাকে|

 ০২/ বাংলার নাম জান্নাতাবাদ দেন কোন  মুঘল সম্রাট?

 উত্তর: হুমায়ুন মুঘল সম্রাট জান্নাতাবাদ নাম দেন বাংলার |

 ০৩/ কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ঘটে?

উত্তর: ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ঘটে |

 ০৪/ গুপ্ত যুগে বাংলাদেশে টিনের কোন ভ্রমণকারী  আগমন করেন?

 উত্তর: ফা-  হিয়েন |

 ০৫/ বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করেছেন গণপ্রজাতন্ত্রী সরকার ?

 উত্তর: বাংলাদেশের সংবিধান সর্বমোট ১৭ বার পরিবর্তন করা হয়েছে |

 ০৬/ মোট কতটি অনুচ্ছেদ নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গঠিত ?

 উত্তর: মোট  ১৫৩ অনুচ্ছেদ নিয়ে বাংলাদেশের সংবিধান গঠিত|

০৭/ বর্তমান সময়ে কতজন সদস্য নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছে ?

 উত্তর: মোট ১৯৩ জন সদস্য রয়েছে জাতিসংঘ |

 ০৮/ বাংলাদেশে কাকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন ?

উত্তর: বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দেওয়া হয়েছিল |

০৯/ কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?

 উত্তর: ইউক্রেন|

 ১০/ ২ বিঘা জমির লেখক কে?

 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর দুই বিঘা জমির লেখক|

 ১১/ সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি?

 উত্তর: সূর্য শব্দের সমার্থক শব্দ হলো অর্ক|

২০২৪ সালের আরও চাকরির বিজ্ঞপ্তি

 আপনি যদি চাকরির সন্ধান করে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করবেন | আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়| সরকারি , বেসরকারি ,এনজিও বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো –bdjobgovt.com |চাকরিরবিজ্ঞপ্তি পেতে  এখানে ক্লিক করুন –bdjobgovt.com |এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন | এছাড়া প্রতিটি পোস্টের মধ্যে আবেদন করার মাধ্যম দেওয়া রয়েছে এবং নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল  নোটিশ এর পিডিএফ  দেওয়া রয়েছে তাই অবশ্যই  ওয়েবসাইট টি ভিজিট করবেন |

Leave a Comment