টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২০২৪ সালে | টিএমএসএস একটি বেসরকারি উন্নয়নমূলক এনজিও | টিএমএসএস এনজিও তে ০২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | নারী ও পুরুষ আগ্রহী উভয় প্রার্থীগণ টি এম এস এস এনজিও তে আবেদন করতে পারবেন | আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে- www.tmss-bd.org ভিজিট করতে হবে | আবেদনের শুরুর তারিখ ২২শে মার্চ ২০১৪ থেকে আবেদনের শেষ তারিখ১৫,১৬ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত | টিএমএসএস এনজিও তে আবেদনের জন্য যে সকল গুরুত্বপূর্ণ বিষয় বস্তু এবং যোগ্যতা থাকা প্রয়োজন, অনলাইনে আবেদন করার পদ্ধতি, আবেদন সম্পর্কিত সম্পর্ক তথ্য এবং আবেদনের লিংক নিম্নে প্রকাশ করা হলো|
টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সংক্ষিপ্ত রূপ
প্রতিষ্ঠানের নাম: | টিএমএসএস এনজিও |
নিয়োগ প্রকাশের তারিখ: | ২০শে মার্চ ২০২৪ |
পদের সংখ্যা: | ২ টি নিয়োগ বিজ্ঞপ্তিতে ৫৩ জন |
বয়সসীমা: | ১৮ থেকে ৩৫ বছর |
শিক্ষাগত যোগ্যতা: | SSC/HSC/ স্নাতক |
চাকরির ধরন: | বেসরকারি |
অফিসিয়াল ওয়েব সাইট: | https://tmss-bd.org/ |
আবেদনের শুরু তারিখ: | ২২ মার্চ ২০২৪ |
আবেদনের শেষ তারিখ: | ১৫, ১৬ এপ্রিল ২০২৪ |
আবেদনের মাধ্যম: | অনলাইনে |
নিয়োগ প্রকাশের সূত্র: | https://tmss-bd.org/ এবং https://hotjobs.bdjobs.com/ |
TMSS নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশের ছবি:
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা :
টিএমএসএস জাতীয়পর্যায়ের একটি বৃহৎ অলাভজনক ও কল্যাণমূলক বেসরকারি উন্নয়ন সংস্থা | এই সংস্থায় কর্তৃক বাস্তবায়নধীন “ প্রাইমার্ক সাসটেইনেবল কটন প্রোগ্রাম ( পিএসসিপি)”প্রকল্পে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদের দরখাস্ত করার জন্য আহ্বান করা হচ্ছে | টিএমএসএস এনজিওর পদের নাম, বয়সসীমা, বেতন ভাতা, যোগ্যতা, সুযোগ-সুবিধা সকল কিছু নিম্নে তুলে ধরা হলো:
পদের নাম : ফিল্ড এক্সিকিউটিভ |
পদের সংখ্যা : ৫০ জন |
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন এগ্রিকালচার/ কৃষিভিত্তিক কাজে অভিজ্ঞতা সহজ স্নাতক পাস হতে হবে |
অভিজ্ঞতা :কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়নে বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে | এছাড়া অভিজ্ঞতা ছাড়া ব্যক্তিরা আবেদন করতে পারবেন |
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর |
চাকরির ধরন : প্রকল্প মেয়াদী |
যোগ্যতা সমূহ: মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে |
বেতন:২১৬৫০/- টাকা |
অন্যান্য সুবিধা: যাতায়াত ও মোবাইল ভাতা সহ, বিভিন্ন উৎসবের ভাতা দেওয়া হবে |
কর্মস্থল : খুলনা,রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চল |
টিএমএসএস এনজিও ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পদ্ধতি :
যে সকল প্রার্থীগণ টিএমএসএস এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী এবং সকল যোগ্যতার সম্পন্ন রয়েছেন তারা কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করবেন | অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য আপনাদের এই ওয়েবসাইটে- https://hotjobs.bdjobs.com/jobs/tmss/tmss26.htm ভিজিট করতে হবে অথবা নিম্নে দেওয়া আবেদন বাটনের ক্লিক করে আবেদন করতে পারবেন |
আবেদন
আবেদনের শুরুর তারিখ : আবেদন শুরু হয়ে গেছে |
আবেদনের শেষ তারিখ : ১৫ই এপ্রিল ২০২৪ |
TMSS এনজিওর শূন্য পদের দায়িত্বসমূহ :
১| মাসিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন |
২| প্রকল্প কর্তৃক নির্ধারিত জেলা এবং উপজেলায় প্রকল্পের নিয়ম অনুযায়ী তুলা চাষির দল গঠন |
৩| তুলা চাষীদের প্রশিক্ষণ প্রদান, দলীয় সভা, মনিটরিং এবং সুপারভিশন |
৪| কৃষকদের তুলা চাষে উৎসাহিত করা এবং সচেতন মূলক কার্যক্রম বাস্তবায়ন করে|
৫| সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় করা|
৬| সংস্থা কর্তৃক নির্দেশিত কাজ বাস্তবায়ন করা|
TMSS নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশের ছবি :
টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪এ আবেদনের যোগ্যতা :
যে সকল প্রার্থীগণ টিএমএসএস এনজিও তে আবেদনের জন্য আগ্রহী তাদের কর্তৃপক্ষ দেওয়া নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকা প্রয়োজন এবং বেতন, ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা এমনি তুলে ধরা হলো-
পদের নাম :লাইন ম্যানেজার P-1
পদ সংখ্যা: ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর/ সমমান ডিগ্রী |
অভিজ্ঞতা: দাতা সহায়তাপুষ্ট WASH বিষয়ক প্রকল্প বাস্তবায়নের ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে |
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর |
বেতন: ২৯৭০০/- টাকা( শিক্ষানবিশকাল ০৬ মাস) পরবর্তী সময়ে ৩৯৬০০/- টাকা |
অন্যান্য সুবিধা: সংস্থার বিধি অনুসারে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন |
TMSS এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪এ আবেদন করার পদ্ধতি :
নারী-পুরুষ উভয় প্রার্থীগণ টি এম এস এনজিও তে আবেদন করতে পারবেন| আবেদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে| আবেদনের জন্য এই ওয়েবসাইটের- https://hotjobs.bdjobs.com/jobs/tmss/tmss27.htm ভিজিট করতে হবে অথবা নিচে আবেদন দেওয়া বাটনে ক্লিক করল আবেদন করতে পারবেন |
আবেদন
আবেদন শুরুর তারিখ: ২২শে মার্চ ২০২৪|
আবেদনের শেষ তারিখ : ১৬ই এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত |
টিএমএসএস এনজিও শূন্য পদের দায়িত্বসমূহ :
১/ WASH, Climate ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে |
২/ প্রকল্পের কাজ সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করনের অভিজ্ঞতা থাকতে হবে |
৩/Budget প্রণয়ন,Budget বিশ্লেষণ সহ Financial Management এ অভিজ্ঞতা থাকতে হবে |
৪/ ইংরেজিতে ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে |
টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি:
টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তির পদ সমূহ ও শিক্ষাগত যোগ্যতা :
যে সকল প্রার্থীগণ টিএম এস এস এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী তাদেরকে করতে পক্ষের দেওয়া কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে | আবেদনকারীদের যে সকল শিক্ষাগত যোগ্যতা, বেতন, সুবিধা, অভিজ্ঞতার প্রয়োজন হবে তা নিম্নে তুলে ধরা হলো –
পদের নাম- মাইক্রোফাইন্যান্স
পদ সংখ্যা- ০৬ টি |
শিক্ষাগত যোগ্যতা :সরকারি বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর বা সমমান |
অভিজ্ঞতা : ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট ২০০ থেকে ২৫০ টি শাখা পরিচালনা করার দক্ষতা সহ অন্যতম ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে |
দক্ষতা : ঋণ কর্মসূচি Quality Control সহ ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে এবং Software Bostware Report করার দক্ষতা সম্পন্ন হতে হবে |
বয়স সর্বোচ্চ ৫০ বছর |
বেতন : ১০৪৯২০/- টাকা |
পদের নাম- ব্রাঞ্চ ম্যানেজার
পদ সংখ্যা- ১৫০ টি |
শিক্ষাগত যোগ্যতা :যে কোন বিষয়ে স্নাতকোত্তর বা সমমান |পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাসকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে |
অভিজ্ঞতা : সু প্রতিষ্ঠিত কোন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও আবেদন করতে পারবেন ||
দক্ষতা : মোটরসাইকেল চলাচল করার সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে|
বয়স সর্বোচ্চ: ১৮ থেকে ৩৫ বছর |
বেতন : ৪১৭১৫/- টাকা |
পদের নাম- শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর |
পদ সংখ্যা- ৪০০ টি |
শিক্ষাগত যোগ্যতা :বাণিজ্যের স্নাতক তবে বিবিএ ( ফিন্যান্স/ একাউন্টিং) সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে |
অভিজ্ঞতা : কম্পিউটার চালনায় MS Office ও Internet Browsing কাজে দক্ষতা সহ টাইপিং স্পিড ইংরেজিতে ৪০ এবং বাংলায় ত্রিশ থাকতে হবে|
বয়স সর্বোচ্চ: ১৮ থেকে ৩৫ বছর |
বেতন : ৩২৮৮০/- টাকা |
পদের নাম- ফিল্ড সুপারভাইজার |
পদ সংখ্যা- ৮০০ টি |
শিক্ষাগত যোগ্যতা :প্রার্থীকে এইচএসসি/ সমমান পাশের অধিকারী হতে হবে |
অভিজ্ঞতা : ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল/ মোটরসাইকেল চালিয়ে দিন বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে |
বয়স সর্বোচ্চ: ১৮ থেকে ৩৫ বছর | তবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে ঋণ বিতরণ ও আদায় কাজে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে তাদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৪০ বছর
বেতন : ৩২ ৪৪৫/- টাকা |
বি:দ্র: সরকার অনুমোদিত ৩/ ৬ মাসে মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রোফিনান্স কোর্স সম্পূর্ণ ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোন জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন |
টিএমএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শর্তাবলী:
১/ আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ০৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করতে হবে |
২/সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনলিপি, মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক ( এইচআর-এম এন্ড এডমিন) বরাবর আবেদন করতে হবে |
৩/খামের উপরে আবেদনকারীর নাম এবং পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করবো আবেদনপত্র ১০ /২ /২০২৪ তারিখের মধ্যে আবেদনের ঠিকানায় সরাসরি, ডাকযোগে/ কুরিয়ার এর মাধ্যমে পৌঁছাতে হবে তবে ক্রমিক নং ০১ এর আবেদন পত্র প্রধান কার্যালয় ও ফাউন্ডেশন অফিসের ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো |
৪/ নিয়োগ পরীক্ষায় ফি বাবদ সকল পদের জন্য 200/- টাকা মানি রশিদ/ পে- অর্ডার(অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে | সংস্থার যে কোন শাখা, অঞ্চল, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে ১০/- টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রশির সংগ্রহ করতে হবে অথবা যে কোন তফসিল ভুক্ত ব্যাংক হতে শুধু মাত্র TMSS শিরোনামে পে- অর্ডার করতে হবে | অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য করা হবে |
৫/ নিয়োগ প্রাপ্ত কর্মী/ কর্মকর্তাদের শিক্ষানবিশকাল শেষে কর্ম মূল্যায়ন এর ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণ সময় থেকে সংস্থার বিধি অনুসারে ০৩ টি উৎসব ভাতা, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, চাকরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সফট লোন সুবিধা ও জ্বালানি বিল, জীবন বীমা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে এ ছাড়া ক্রেডিট অ্যালাউন্স, লোড অ্যালাউন, ব্যাংকার অ্যালাউন্স, হাই পারফরম্যান্স বোনাস সহ স্টাফ প্রিভিলেস প্রতিপালন করা হবে |
TMSS এনজিওতে আবেদনের পূর্বে নিম্নে দেওয়া কিছু শর্তগুলি পড়ুক :
১/ নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে প্রার্থীর মোবাইল ফোনে অথবা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে|
২/ প্রার্থীকে যোগদানের সময় সংস্থার কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানো প্রদান করতে হবে , অবশ্যই তা পরবর্তী সময়ে লভ্যাংশ সহ ফেরত দেওয়া হবে |
৩/ আবেদন করার পর প্রার্থীগণ যখন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবে তখন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র নিয়ে প্রবেশ করতে হবে |
৪/ পূর্বে যারা টিএমএসএস এর চাকরি হতে অব্যাহত দিয়েছেন বা অবসরপ্রাপ্ত তাদেরকে অবশ্যই আবেদন করার ক্ষেত্রে TMSS কর্মের অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিযুক্ত কর্মীর আবেদন করার আবশ্যকতা নেই |
৫/ শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে |
৬/ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না |
৭/কর্তৃপক্ষ কোন কারণ বা ব্যাখ্যা ব্যতিরেকে আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে |
যোগাযোগের মাধ্যম
প্রার্থীগণ আবেদনের সময় যদি কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে নিম্নোত্তম যোগাযোগের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন |
- হেল্পলাইন নম্বর: +88-02-55073530 ,55073586 ,9013659 এ কল করুন।
- ই-মেইল: info@tmss-bd.org ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.tmss-bd.com
টিএমএসএস এনজিওর পরিচয়
সংক্ষিপ্ত পরিচয়: টিএমএসএস এর পূর্ণরূপ হল- ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ | ঠ্যংগামারা মহিলা সবুজ সংঘ বাংলাদেশের একটি ক্ষুদ্র ঋণ ভিত্তিক এনজিও | টি এম এস এস ১৯৮০ সালে অশোক ফেলো, প্রফেসর ড: হোসেন আরা বেগম বাংলাদেশের বগুড়ায় প্রতিষ্ঠিত করেন | এম এস এস একটি নারীভিত্তিক প্রতিষ্ঠান যা বাংলাদেশের নারীদের স্বাবলম্বীর জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে , এছাড়া দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে কাজ করে থাকেন |
টিএমএসএস এর বিগত পরীক্ষার প্রশ্ন
প্রফেসর ড: হোসেনে আরা বেগুন, টিএমএসএস এনজিও প্রতিষ্ঠা করে | একটা অচেনা মানুষ আমার কাছে এসে ঋণ চাইলে আমি সর্বপ্রথম মানুষটার সম্পর্কে জানার চেষ্টা করব | সেই মানুষটা কোন পেশার সাথে জড়িত এবং তার অতীত অন্য কোন এনজিও প্রতিষ্ঠানের ঋণ বিষয়ে কোন ঝামেলা আছে কিনা এবং সে মানুষটার ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে কিনা | এই বিষয়গুলো আমি জেনে শিওর হওয়ার পরে আমি সেই মানুষটাকে আমাদের প্রতিষ্ঠান থেকে ঋণ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবো টিএমএসএস এনজিও প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতার নাম কি?
অচেনা মানুষকে ঋণ দেওয়ার আগে আপনি সেই মানুষটির সম্পর্কে কিভাবে যাচাই বাছাই করবেন ?
২০২৪ সালের চাকরি
২০২৪ সালের সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির খবর আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে | আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির চাকরির সন্ধান পাবেন আমাদের ওয়েবসাইট এ তাই ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করবেন ওয়েবসাইটের নাম-bdjobgovt.com |