মানবিক সাহায্য সংস্থা (MSS) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২১ এপ্রিল ২০২৪ তারিখে| মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তিতে ১ টি পদে মোট ১০০ জন নিয়োগ প্রদান করা হবে| মানবিক সাহায্য সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদন শুরুর তারিখ ২১ এপ্রিল ২০২৪ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ২০ মে ২০২৪ তারিখ পর্যন্ত|বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীগণ আবেদনের জন্য আগ্রহী তাদেরকে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী ই-মেইল অথবাঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন | মানবিক সাহায্য সংস্থান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদনের জন্য যে সকল যোগ্যতার প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদ সংখ্যা,বেতন স্কেল, কর্মস্থল বিস্তারিত সকল তথ্য নিম্নে তুলে ধরা হলো |
মানবিক সাহায্য-সংস্থান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সংক্ষিপ্ত রূপ-
প্রতিষ্ঠানের নাম: | মানবিক সাহায্য ও সংস্থা |
নিয়োগ প্রকাশের তারিখ: | ২১ এপ্রিল ২০২৪ |
নিয়োগ বিজ্ঞপ্তি সংখ্যা: | ০১ টি পদে ১০০ জন |
বয়সসীমা: | সর্বোচ্চ ৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা: | স্নাতকোত্তর ডিগ্রী |
চাকরির ধরন: | এনজিও |
অফিসিয়াল ওয়েব সাইট: | http://mssbd.org |
আবেদনের শুরু তারিখ: | ১৭ এপ্রিল ২০২৪ |
আবেদনের শেষ তারিখ: | ১৬ মে ২০২৪ |
আবেদনের মাধ্যম: | অনলাইনে |
নিয়োগ প্রকাশের সূত্র: | https://hotjobs.bdjobs.com |
মানবিক সাহায্য সংস্থা (MSS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল নোটিশ:
মানবিক সাহায্য সংস্থা আবেদনের যোগ্যতা:
মানবিক সাহায্য সংস্থা এনজিও তে আবেদনের জন্য প্রার্থীর কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার প্রয়োজন রয়েছে| এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে সকল অভিজ্ঞতা এবং বেতন স্কেল, পদের নাম, পদ সংখ্যা, বয়স সীমা, অন্যান্য সুবিধা বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো-
পদের নাম : প্রশিক্ষনার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও) |
পদের সংখ্যা : ১০০ জন |
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই যে কোন বিষয়ে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর সমমান পাস করতে হবে
বয়স : সর্বোচ্চ ৩২ বছর |
চাকরির ধরন : প্রকল্প মেয়াদী |
বেতন:১৬০০০/-থেকে ১৭০০০/- টাকা |
অন্যান্য সুবিধা: যাতায়াত ও মোবাইল ভাতা সহ, বিভিন্ন উৎসবের ভাতা দেওয়া হবে |
কর্মস্থল : সংস্কার যেকোনো শাখা অফিস |
আবেদন করার পদ্ধতি:
যে সকল প্রার্থীগণ মানবিক সাজু সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদনের জন্য আগ্রহী তাদেরকে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী দুইটি পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন | আবেদনের জন্য কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী এই ওয়েবসাইট-https://hotjobs.bdjobs.com/jobs/mss/mss92.htm এর মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা ই-মেইল- hr@mssbd.org এর মাধ্যমেও আবেদন করতে পারবেন| নিম্নে দেওয়া আবেদন বাটনে ক্লিক করেও প্রার্থীগণ আবেদন করতে পারবেন|
আবেদন করুন
আবেদন শুরুর তারিখ: ২১ এপ্রিল ২০২৪ তারিখ থেকে
আবেদনের শেষ তারিখ: ২০ মে ২০২৪ তারিখ পর্যন্ত|
প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা ও শর্তাবলী:
মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদনের জন্য প্রার্থীর কিছু অতিরিক্ত যোগ্যতা ও শর্তাবলী অনুসরণ করতে হবে| ওই শর্তাবলী ও যোগ্যতার পরিপ্রেক্ষিতে প্রার্থীকে চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত করা হবে | সুতরাং সেই সকল যোগ্যতা ও শর্তাবলী নিম্নে তুলে ধরা হলো-
০১/ প্রার্থীর বয়স অবশ্যই সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত হতে হবে|
০২/ শিক্ষানবিশ কাল ০৬ মাস, তবে কর্ম ক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশ কাল কম বা বৃদ্ধি করা হবে|
০৩/ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয় তবে অভিজ্ঞ প্রার্থীদের অধিক অগ্রাধিকার দেয়া হবে |
০৪/ সংস্থার যে কোন কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে|
০৫/ যোগদানের সময় মা/ বাবা/ আপন ভাই/ বোন/ নিকটতমকে (০২ জন) জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে |
০৬/ যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ১০,০০০ /-টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যার সংস্থা ত্যাগ কালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে |
০৭/ সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যেকোনো কর্ম এলাকায় প্রার্থীকে বদলি করা হতে পারে |
সংস্থায় নিয়োগের পর প্রার্থীর দায়িত্ব ও কার্যাবলী:
মানবিক সাহায্য-সংস্থান নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পর প্রার্থী যখন যোগদান করবেন তখন কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী কিছু নির্দিষ্ট দায়িত্ব ও কার্যাবলী পালন করতে হবে| প্রার্থীর সেই নির্দিষ্ট কার্যাবলী ও দায়িত্ব নিম্নে তুলে ধরা হলো-
কেন্দ্র বা গ্রুপ তৈরি :
০১/প্রাথমিক জরিপ কার্যসম্পাদন করা, নির্ধারিত এলাকার মধ্যে কেন্দ্র তৈরি করা, উপযুক্ত সদস্য কেন্দ্রে ভর্তি করা মূল দায়িত্ব ও কার্যাবলী |
০২/ সপ্তাহের নির্দিষ্ট দিনে ও সময়ে নিয়মিতভাবে কেন্দ্র মিটিং পরিচালনা করা, কেন্দ্রের প্রতিটি সদস্য সচেতনতা বৃদ্ধিসহ তাদেরকে কেন্দ্রের উপস্থিতির জন্য উৎসাহিত করা |
সদস্য ভর্তি:
০৩/ সার্ভে ফরমেট এ Target people চিহ্নিত করা, ভর্তি ফরম সঠিকভাবে পূরণ করা এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি করা |
কেন্দ্র মিটিং :
০৪/ নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নিয়মিত কেন্দ্র মিটিং পরিচালনা করা এবং দলে বা গ্রুপে বসানো, হাজিরা ডাকা,ঋণ ও সঞ্চয় আদায় করা|
০৫/ আদায়ের সাথে সাথে Pass book ও Collection Sheet এ সঞ্চয় ও কিস্তি Posting দেয়া, মিটিং শেষে অফিসে ফিরে Accounts এ টাকা জমা দেওয়া |
সাধারণ জমা আদায় ও ফেরত :
০৬/ সকল সদস্যের নিকট থেকে সাধারণ জমা আদায় নিশ্চিত করা এবং পাশ বইয়ে এন্ট্রি নিশ্চিত করা|
০৭/ তিন মাস পর পর ফ্রেন্ডের পাস বই কালেকশন সিট ও সহকারী খতিয়ানের ব্যালান্সিং করা|
ঋণ প্রস্তাবানা ও অনুমোদন
০৮/ কেন্দ্রের মিটিং এ ঋণের আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে সদস্য, সদস্যদের অভিভাবক, গ্রুপ চেয়ারম্যান ও কেন্দ্র প্রদানের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে ঋণ প্রস্তাব গ্রহণ করা |
ঋণ বিতরণ বিষয়ক:
০৯/ঋণ প্রদানের পর সদস্যদেরঋণের যথাযথ ব্যবহার তদারকি ও নিশ্চিত করা|
১০/ ঋণ বিতরণের পূর্বের দিন ঋণ সংক্রান্ত সকল কাগজপত্র প্রস্তুত করে হিসাব রক্ষকের নিকট বুঝিয়ে দেওয়া|
ঋণ আদায় :
১১/কেন্দ্রের মিটিংয়ে শৃঙ্খলা বজায় এর মাধ্যমে ঋণ ও সঞ্চয় পাসবই ও কালেকশন সিটে এন্ট্রিসহ কিস্তি ও সঞ্চয় আদায় করা এবং তা আদায় বিবরণীশিটে নিভুর্তভাবে এন্ট্রি দেওয়া|
আদায় সিট সংক্রান্ত:
১২/ সাপ্তাহিক/ মাসিক ভিত্তিতে ঋণ, সঞ্চয় এবং বিভিন্ন ফান্ড ও তহবিলের ব্যালেন্স মিলিয়ে নেওয়া |
প্রার্থীকে যে সকল বেতন ভাতা অসুবিধা প্রদান করা হবে:
০১/ প্রার্থীর মাসিক বেতন হবে শিক্ষানবিশকালে ১৬০০০/- টাকা থেকে ১৭০০০/- টাকা পর্যন্তএবং স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত করা হবে|
০২/ উৎসব ভাতা, মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে |
০৩/ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কর্মী নিরাপিল প্রদান করা হবে|
০৪/ মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ( প্রযোজ্য ক্ষেত্রে) ভ্রমণ ভাতা প্রদান করা হবে|
০৫/ চিকিৎসা অনুদান, মৃত্যু বা দুর্ঘটনা জনিত ( বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হবে|
যোগাযোগের মাধ্যম
মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগাযোগের জন্য নিম্নে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারবেন-
- হেল্পলাইন নম্বর: ০২৪৮১১৩১৬৫,০২৪৮১১৬৩০৫ এ কল করুন।
- ই-মেইল: info@mssbd.org ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
- অফিসিয়াল ওয়েবসাইট: http://mssbd.org
মানবিক সাহায্য সংস্থার পরিচয়
সংক্ষিপ্ত পরিচয়: মানবিক সাহায্য সংস্থা(MSS) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা | মানবিক সাহায্য সংস্থা গঠিত হয় ১৯৭৪ সাল থেকে| সাহায্য সংস্থা দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে| বর্তমান সংস্থার প্রায় ১৬২ টি শাখার মধ্যে ক্ষুদ্র ঋণ ও মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তার ঋণ কার্যক্রম চলমান রয়েছে|
নতুন সকল চাকরি
নতুন সকল ধরনের সরকারি, বেসরকারি , এনজিও, ব্যাংক, ডিফেন্স চাকরির খবর আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে | আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির চাকরির সন্ধান পাবেন আমাদের ওয়েবসাইট এ তাই ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করবেন ওয়েবসাইটের নাম-bdjobgovt.com |