ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ||Islami Bank Job Circular 2024

4/5 - (1 vote)

ইসলামী ব্যাংক লিমিটেড তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন|ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ০১ মে ২০২৪ তারিখে |গাড়ি চালক পদে অসংখ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করবে ইসলামী ব্যাংক |ইসলামী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরুর তারিখ ০১মে ২০২৪ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ২০মে ২০২৪ তারিখ পর্যন্ত| ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান তবে এই প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের নিকট সর্বোচ্চ আস্থাবাজক একটি প্রতিষ্ঠান |ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য যে সকল যোগ্যতার প্রয়োজন, পদের নাম, আবেদনের শর্তাবলী, আবেদন করার পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ,অফিশিয়াল নোটিশ এর ছবি , আবেদন সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে | তাই প্রার্থীদের নিকট অনুরোধ রইল পোস্টটির শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে আবেদন করবেন|

ইসলামী ব্যাংক  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সংক্ষিপ্ত রূপ –

প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক 
নিয়োগ প্রকাশের তারিখ: ০১ মে ২০২৪ 
পদের সংখ্যা: নির্দিষ্ট নয় 
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর 
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম,এসএসসি
চাকরির ধরন: বেসরকারি 
অফিসিয়াল ওয়েব সাইট: https://career.islamibankbd.com/
আবেদনের শুরু তারিখ: ০২ মে ২০২৪
আবেদনের শেষ তারিখ: ২০ মে ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনে/ডাকযোগে 
আবেদনের ঠিকানা https://career.islamibankbd.com/ 

 ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিশিয়াল নোটিশ-

ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিশিয়াল নোটিশ-

ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিশিয়াল নোটিশ এর মাধ্যমে আপনি সকল প্রকার তথ্য জানতে পারবেন| এই নোটিশের মধ্যে ইসলামী ব্যাংক এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে সকল শর্ত এবং যোগ্যতার প্রয়োজন আবেদন করার পদ্ধতি, শূন্য পদ সমূহের নাম , বিস্তারিত সকল তথ্য উল্লেখ্য করা আছে নিম্নের নোটিশটির ছবি তুলে ধরা হলো-

ইসলামী ব্যাংক পদসমূহের নাম এবং শিক্ষাগত যোগ্যতা:

যে সকল প্রার্থীগণ ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রেক্ষিতে আবেদন করতে হবে | এছাড়া ভিন্ন ভিন্ন পদসমূহের বেতন স্কেল, গ্রেট, পদ সংখ্যা, পদের নাম  ও অন্যান্য সুবিধা সমূহ নিম্নে বিস্তারিত ব্যাখ্যা করা হলো-

০১/পদের নাম:গাড়ি চালক  | 

পদ সংখ্যা :  নির্দিষ্ট নয় |

 শিক্ষাগত যোগ্যতা :প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে | 

অন্যান্য যোগ্যতা : গাড়ি চালক হিসেবে কমপক্ষে ০৫ বছরের অভিজ্ঞতা

 বেতন স্কেল :ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী|

ইসলামী ব্যাংকে আবেদন করার পদ্ধতি : 

ইসলামী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ শে আবেদনের জন্য কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে ,সরাসরি এবং ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে| অনলাইনে এই-https://career.islamibankbd.com/ ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্য বিস্তারিত আপলোড করতে হবে|অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে সময়সীমা অতিক্রম হয়ে গেলে সে সকল আবেদন পত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না|আবেদন করতে নিচে দেওয়া আবেদন করুন বাটনে ক্লিক করতে পারেন |

আবেদন করুন

আবেদনের ঠিকানা- https://career.islamibankbd.com/

আবেদন শুরুর তারিখ: ০১ মে ২০২৪ তারিখ থেকে

আবেদনের শেষ তারিখ: ২০মে ২০২৪ তারিখ পর্যন্ত |

আবেদনের যে সকল বিষয়বস্তু সংযুক্ত করতে হবে : 

০১/ সদ্য তোলা (০৩ মাসের মধ্যে )পাসপোর্ট সাইজের রঙিন ছবি (JPG,size 100 KB ) |

০২/ প্রার্থীর স্বাক্ষর (JPG  ,size 50 KB) আপলোড করতে হবে|

০৩/প্রার্থীর নাম ঠিকানা, পিতা-মাতার নাম , বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ইত্যাদি আপলোড করতে হবে|

 আবেদন ফি প্রদান করার পদ্ধতি:

প্রার্থীকে অবশ্যইঅনলাইন আবেদন পত্রের প্রিন্টেড কপি শিক্ষাগত যোগ্যতা সনদ,অভিজ্ঞতার সনদ, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ ( 03)কপিপাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৩০ মে ২০২৪ তারিখের মধ্যে আবদ্ধ হামে ব্যাংকের প্রধান কার্যালয় ( ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিএইচআরও ,হিউম্যান রিসোর্সেস,ইসলামী ব্যাংক টাওয়ার,৪০ দিলকুশা বা/ এ , ঢাকা- ১০০০) পাঠাতে হবে| সরাসরি হাতে হাতে কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না|

অন্যান্য শর্তাবলী:

ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃক তার থেকে কিছু শর্তাবলী পালন করতে হবে সে সকল শর্তাবলী ব্যতীত কোন প্রার্থী আবেদনের জন্য যোগ্য বলে গ্রহণ হবে না| ইসলামী ব্যাংকের অন্যান্য শর্তাবলী গুলো নিম্নে তুলে ধরা হলো-

০১/ প্রার্থীকে অবশ্যই  কার/মাইক্রোবাস /জীপ/ ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স ধারী হতে হবে|

 ০২/ চাকরি রত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে|

 ০৩/ ফিল্ড/ প্রাকটিকাল/ মৌখিক পরীক্ষার জন্য কোন ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না|

 ০৪/ এ পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে না| মহিলারা গ্রহণযোগ্য নয়|

 ০৫/ নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে|

০৬/ নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের যেকোনো অফিস/ শাখা চাকরি করার মানসিকতা থাকতে হবে|

 ইসলামী ব্যাংকের নিয়োগ পদ্ধতি:

০১/ প্রার্থী গনের মধ্যে থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে|

০২/ সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থী গণ কে ফিল্ড /প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে|

 ০৩/ ফিল্ড/ প্রাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী গণ কে মৌখিক পরীক্ষায় ডাকা হবে|

 ০৪/ নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে|

০৫/কর্তৃপক্ষ কোনো কারণ ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ/ বাতিল করা এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি/ প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন|

 ০৬/ অসম্পূর্ণ/ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে|

নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের শর্তবলীঃ

ইসলামী ব্যাংক নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা কয়েকটি ধাপের মাধ্যমে হবে ধাপগুলো হলােঃ

১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।

ইসলামী ব্যাংক চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।

  • সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
  • নাগরিকত্বের সনদপত্র।
  • শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
  • মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
  • চারিত্রিক সনদপত্র।
  • ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
  • Applicant’s Copy/আবেদনের কপি।

[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]

নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ

ইসলামী ব্যাংক নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS এর মাধ্যমে কর্তৃপক্ষ দ্বারা সঠিক সময়ে জানানাে হবে। এছাড়াও ইসলামী ব্যাংক এর ওয়েবসাইট https://career.islamibankbd.com/ এ প্রকাশ করা হবে।সুতরাং  ইসলামী ব্যাংক নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।  নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার সঠিক নিয়ম ধাপে ধাপে দেওয়া হল –

  1. প্রথমে,আবেদন করার জন্য এই ওয়েবসাইটে https://career.islamibankbd.com/ ভিজিট করুন।
  2. তারপর,“Application Form” অপশনে ক্লিক করুন।
  3. আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  4. এরপর,“Next” বোতামে ক্লিক করুন।
  5. চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
  6. সঠিক তথ্য দিয়ে  চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
  7. আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
  8. ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
  9. অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।

যোগাযোগের মাধ্যম

 প্রার্থী যদি আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে এই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন |

  • হেল্পলাইন নম্বর: +৮৮০২৪৭১২০৭৯৪ ,+৮৮০২৪৭১২০৬২৫এ কল করুন।
  • ই-মেইল:info@ibcmlbd.com  ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট:https://career.islamibankbd.com/ 

ইসলামী ব্যাংকের সংক্ষিপ্ত পরিচয়:

 সংক্ষিপ্ত পরিচয়: ইসলামী ব্যাংক একটি বেসরকারি প্রতিষ্ঠানে |ইসলামী ব্যাংক মূলত শরীয়ত মোতাবেক পরিচালিত হয়| ব্যাংকটি ১৯৮৩ সালের ১৩ই মার্চ কোম্পানি আইন, ১৯১৩ এর অধীনে একটি পাবলিক লিঃ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়| ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য হলো ব্যাংকিং সেবা প্রধান এবং অর্থনৈতিক সেবা প্রদান করা| ইসলামী ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ৪০, দিলকুশা, ঢাকা বাংলাদেশে| ইসলামী ব্যাংকের পরিমাণ 88.74 বিলিয়ন| ইসলামী ব্যাংক দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত হওয়া একটি প্রতিষ্ঠান| দীর্ঘ বছর ধরে সরকারি আইন মোতাবেক মানুষের নিকট তাদের সেবা প্রদান করে আসছে| 

সকল নতুন চাকরির খবর

আপনি যদি চাকরির সন্ধান করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি- bdjobgovt.com ভিজিট করবেন | আমাদের ওয়েবসাইটে সরকারি  ও বেসরকারি বিভিন্ন ক্যাটাগরির চাকরির ব্যবস্থা রয়েছে আপনি ওয়েবসাইট থেকে ভিজিট করে বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারেন হতাশা গ্রস্থ না হয়ে অবশ্যই বিভিন্ন ধরনের চাকরিতে আবেদন করবেন  |চাকরিতে আবেদন করার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন | আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে বিজ্ঞপ্তিতে প্রবেশ করে আবেদনে ক্লিক করে আবেদন করতে পারবেন | তাই ওয়েব সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন-bdjobgovt.com |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO