চাকরির বর্ণনা :দিশা এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৯ এপ্রিল ২০২৪ তারিখে| আবেদন শুরুর তারিখ ১৯ এপ্রিল ২০২৪ থেকে আবেদনের শেষ তারিখ ৩ মে ২০২৪ তারিখ পর্যন্ত | তিনটি পদে মোট ৪৫ জন নিয়োগ দেওয়া হবে |দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ১৮ ফেব্রুয়ারি ২০২৪ প্রকাশিত হয়েছে। দিশা নিয়োগটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে www.disabd.org প্রকাশিত করেছে। সংস্থাটি ০৪টি পদে মোট ৩৬০ জন লােককে নিয়ােগ দেবে। দিশা এনজিও জব সার্কুলার ২০২৪ আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে/সরাসরি সাক্ষাৎকারে মাধ্যমে আবেদন করতে পারবেন। এই পােস্টের মাধ্যমে দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কে আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি বিস্তারিত জানবাে। Disha NGO Job Circular 2024 – বিস্তারিত জানতে পোস্টটি অবশ্যই ভালোভাবে পড়বেন।
দিশা এনজিও চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষিপ্ত রূপ
প্রতিষ্ঠানের নাম: | দিশা এনজিও |
নিয়োগ প্রকাশের তারিখ: | ১৮ ফেব্রুয়ারি ২০২৪ এবং ১৯ এপ্রিল ২০২৪ |
চাকরির ধরন: | এনজিও চাকরি (বেসরকারি) |
পদের সংখ্যা: | ০৪টি পদে মোট৩৬০ জন ,০৩ টি পদে মোট ৪৫ জন |
বয়সসীমা: | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
অফিসিয়াল ওয়েব সাইট: | www.disabd.org |
আবেদনের শুরু তারিখ: | ১৮ ফেব্রুয়ারি ২০২৪ |
আবেদনের শেষ তারিখ: | ১৪ মার্চ ২০২৪ |
আবেদনের মাধ্যম: | ডাকযোগে/কুরিয়ার/সরাসরি সাক্ষাৎকারে |
দিশা এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ
নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম এবং অন্যান্য অভিজ্ঞতা সমূহ:
দিশা এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে উদ্দীপকের দেওয়া নেনুযায়ী যে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হবে, পদের নামসমূহ,পদের সংখ্যা ,বেতন স্কেল বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো –
০১/ পদের নাম: জোনাল ম্যানেজার (সঞ্চয় ও ঋণ কর্মসূচি )
পদ সংখ্যা: ০৫ টি
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ন্যূনতম স্নাতক পরীক্ষায় পাশ সমমান পরীক্ষায় পাশ|
অভিজ্ঞতা: পিকেএসএফ এর সহযোগী সংস্থায় সমপর্যায়ে পদে কমপক্ষে ০৫ বছর সহ সঞ্চয় ও কর্মসূচিতে ০৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে |
বয়স সীমা :সর্বোচ্চ ৪৫ বছর |
বেতন স্কেল: ৫০০০০/- থেকে ৬৯১০১/- টাকা|
০২/ পদের নাম:এরিয়া ম্যানেজার (সঞ্চয় ও ঋণ কর্মসূচি )
পদ সংখ্যা: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ন্যূনতম স্নাতক পরীক্ষায় পাশ সমমান পরীক্ষায় পাশ|
অভিজ্ঞতা: পিকেএসএফ এর সহযোগী সংস্থায় সমপর্যায়ে পদে কমপক্ষে ০৩ বছর সহ সঞ্চয় ও কর্মসূচিতে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে |
বয়স সীমা :সর্বোচ্চ ৪০ বছর |
বেতন স্কেল:৪০০০০/- থেকে৫৯২৪৫/- টাকা|
০৩/ পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (সঞ্চয় ও ঋণ কর্মসূচি )
পদ সংখ্যা: ৩০টি
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ন্যূনতম স্নাতক পরীক্ষায় পাশ সমমান পরীক্ষায় পাশ|
অভিজ্ঞতা: পিকেএসএফ এর সহযোগী সংস্থায় সমপর্যায়ে পদে কমপক্ষে ০২ বছর সহ সঞ্চয় ও কর্মসূচিতে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে |
বয়স সীমা :সর্বোচ্চ ৩৫ বছর |
বেতন স্কেল: ৩০০০০/- থেকে ৪৪৬৪৩/- টাকা|
দিশা এনজিও নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
যে সকল প্রার্থী দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র (NID) এর ফটোকপি, সদ্য তোলা ০৪ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত আগামী ০৩/০৫/২০২৪ তারিখের মধ্যে উপপরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) দিশা, টাওয়ার, উপজেলা মোড়, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক,কুষ্টিয়াএই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
আবেদনের শুরু সময় :১৯ এপ্রিল ২০২৪ ।
আবেদনের শেষ সময় : ০৩ মে ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে দিশা এনজিওর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :www.disabd.or
দিশা এনজিও নিয়োগ ২০২৪ এর অফিশিয়াল নোটিশ
দিশা এনজিওয় নিয়োগ বিজ্ঞপ্তির পদ সমূহ:
পদের নাম: সিনিয়র ক্রেডিট অফিসার- গ্রেড-০৩
পদ সংখ্যা: ১০০ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
বয়স: ২৪-৩৫ বছর। বেতন :২৬২২০/- টাকা
পদের নাম: ক্রেডিট অফিসার গ্রেড-০১
পদ সংখ্যা: ১০০ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) ডিগ্রী।
বয়স: ২৪-৩৫ বছর।বেতন :২৫৪০০/- টাকা
পদের নাম: ক্রেডিট অফিসার গ্রেড-০২
পদ সংখ্যা: ১০০ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান।
বয়স: ২৪-৩৫ বছর। বেতন :২৪১৪০/- টাকা
পদের নাম: সহকারী শাখা ব্যবস্থাপক-কাম হিসাবরক্ষক (এসসিও)
পদ সংখ্যা: ৬০ জন।
শিক্ষাগত যোগ্যতা: বানিজ্যে স্নাতকোত্তর।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।বেতন :২৭৫০০/- টাকা
দিশা এনজিও নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
যে সকল প্রার্থী দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী তারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র (NID) এর ফটোকপি, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ও মোবাইল নাম্বারসহ দরখাস্ত আগামী ১৪/০৩/২০২৪ তারিখের মধ্যে পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
আবেদনের শুরু সময় :১৮ ফেব্রুয়ারি ২০২৪ ।
আবেদনের শেষ সময় : ১৪ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে দিশা এনজিওর অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :www.disabd.org
দিশা এনজিও চাকরিতে আবেদন করার শর্তবলী:
১/ক্রমিক নং- ১,২ ও৩ এ নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল/ মোটরসাইকেল ব্যবহার করতে হবে|
২/ নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ০১,০২ ও ০৩ নং ক্রমিকে উল্লেখিত প্রার্থীদের ১০০০০ টাকা এবং ৪ নং ক্রমিকের প্রার্থীদের ১৫০০০ টাকা জমা দিতে হবে |
৩/ ক্রমিক নং ০৪ এ নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে নির্বাচিত প্রার্থীদের মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার ৪.০০ টাকা হারে জ্বালানি বিল দেওয়া হবে |
৪/যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন- জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তা কারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়-দায়িত্ব বহন করবেন|
৫/কোন ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই |
বি :দ্র: নিয়োগ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত ও শর্ত পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষণ করে |
দিশা এনজিও নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ
দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদন সফলভাবে হওয়ার পর আবেদন পত্রে প্রার্থীর যে নাম্বার দেওয়া থাকবে বা যে ঠিকানা দেওয়া থাকবে সেখানে দিশা এনজিওর অফিস কর্মকর্তা দ্বারা SMS প্রেরণ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার সময়সূচী এবং স্থান।
তাই দিশা এনজিও চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ -এর জন্য আবেদন করার পরে নিয়মিত আপনার মোবাইল এসএমএস এবং ইমেল ইনবক্স চেক করতে হবে এবং আবেদনপত্র অবশ্যই আপনার একটি সচল নাম্বার দিতে হবে। এছাড়াও ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.disabd.org এ প্রকাশ করা হবে। সুতরাং ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
দিশা এনজিও তে চাকরি গত অবস্থায় যে সকল সুবিধা প্রদান করা হবে:
আপনি যখন দিশা এনজিওর একজন ফর্মুলা তো কর্মী হবেন তখন দিশা এনজিওর থেকে আপনি কিছু নির্দিষ্ট সুবিধা ভোগ করতে পারবেন সে সকল সুবিধা নিম্নে তুলে ধরা হলো :
১/ দিশা এনজিওর কর্মীদের জন্য পিএফ , পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা প্রদান করা হয়ে থাকে |
২/ স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্রাজুয়েটটি প্রদান করা হয়ে থাকে |
৩/ সংস্থার কর্মী যদি নিজ প্রয়োজনে কখনো ছুটি নেওয়ার অনুভব করে তাহলে ২০ দিন স্ব- বেতনে অর্জিত ছুটি ভোগ করতে পারবেন |
৪/ দিশা এনজিওর কর্মরত কর্মীদের চিকিৎসা সুবিধা প্রদান করা হয়ে থাকে |
৫/ দিশা এনজিও কর্মরত অবস্থায় কর্তৃপক্ষের দেওয়া বিশেষ সুবিধা হল বীমা সুবিধা সকল কর্মীদের প্রদান করা হয়ে থাকে |
৬/ দিশা সংস্থার কর্মীদের বছরে দুইটি উৎসব ভাতা প্রদান করা হয় |
৭/ বাংলাদেশের ঐতিহ্যবাহী উৎসব বাংলা নববর্ষ ভাতা প্রদান করা হয়ে থাকে দিশা এনজিওর কর্মীদের|
৮/ সংস্থার কর্মীদের লং সার্ভিস বেনিফিট সুবিধা প্রদান করা হয় |
৯/ তৃষা এনজিও সংস্থার কর্মরত কর্মীদের বিবাহ সময় বিবাহ ভাতা প্রদান করা হয়ে থাকে |
১০/ কর্মীদের দিশা সংস্থার পক্ষ থেকে মোবাইল বিল প্রদান করা হয়ে থাকে |
১১/ যে সকল কর্মীদের বাইসাইকেল বা মোটরসাইকেল রয়েছে তাদের তা মেরামত করার জন্য সুবিধা প্রদান করা দেয়া হয় |
১২/ দিশা এনজিও সংস্থার মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হয় |
১৩/ স্ব- বেতনে মহিলা কর্মীদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটি প্রদান করা হয় |
১৪/ স্ব- বেতনের পুরুষকর্মীদের চিত্রকালীন ৭ দিন ছুটি প্রদান করা হয়|
১৫/দিশা এনজিওর কর্মীদের স্ব- বেতনে বছরে ১২ দিন নৈমিত্তিক ছুটি প্রদান করা হয়ে থাকে |
১৬/ কোন কর্মী যদি অসুস্থ থাকেন তাহলে দিশা এনজিওর পক্ষ থেকে বছরে ১৫ দিন স্ব-বেতনে মেডিকেল ছুটির প্রয়োজন করা হয়ে থাকে |
১৭/ দিশা এনজিওর চাকরি সুত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বদলি করণ করা হয় বদলি করণ অবস্থায় কর্মীকে পরিবারসহ বাসস্থান স্থানান্তর খরচ প্রদান করা হয় |
১৮/ সংস্থার কর্মীদের স্বল্পমূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুবিধা বিদ্যমান যেমন- কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি প্রদান করা হয় |
হেল্পলাইন/যোগাযোগ
দিশা এনজিও নিয়োগে আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল এর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিতে পারবেন।
- হেল্পলাইন নম্বর: +880248036885, +880258052410 এ কল করুন।
- ই-মেইল: info@disabd.org ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.disabd.org
- ঠিকানা: পরিচালক( মানব সম্পদ ও প্রশাসন) দিশা , ই/ ১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে ১১, ঢাকা- ১২১৬
দিশা এনজিওর চাকরির জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
দিশা এনজিও আবেদনের পর প্রার্থীগণের লিখিত এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় যে সকল প্রশ্ন প্রয়োজন তার নিম্নে তুলে ধরা হলো :
১/বাংলাদেশের বর্ধমান হাউস কোন জেলায় অবস্থিত ?
উত্তর: ঢাকা জেলায় |
২/ বিখ্যাত আল আকসা মসজিদ কোন দেশে অবস্থিত ?
উত্তর: ফিলিস্তানে |
৩/ বাংলাদেশের সবচেয়ে বেশি উষ্ণতম জেলা কোনটি?
উত্তর: লালপুর, নাটোর জেলা |
৪/ পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতব বস্তু কোনটি ?
উত্তর: প্লাটিনাম কে সবচেয়ে মূল্যবান ধাতব বস্তু বলা হয় |
৫/হিসাববিজ্ঞানে জাবেদা কাকে বলে ?
উত্তর: হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম স্তর হচ্ছে জাবেদা | হিসাব-নিকাশে বইতে দৈনিক লেনদেনের চিহ্ন করে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তা লিখেন প্রমাণ অনুসারে প্রতিদিন লিপিবদ্ধ করাকে জাবেদা বলে |
দিশা এনজিওর কর্মসূচি
দিশা এনজিও একটি কল্যাণমূলক, অরাজনৈতিক এবং অলাভজনক স্বেচ্ছাসেবী একটি সেবামূলক প্রতিষ্ঠান | দিশা এনজিওর মূল লক্ষ্য বাংলাদেশের জনগণের উৎপাদন মুখী করা এবং বাস্তবমুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে উন্নয়নশীল দেশ গড়ে তোলা | দিশা এনজিও দরিদ্র বিমোচনে বিভিন্ন ধরনের অর্থ সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের সেবা প্রদান করে থাকে| নিম্নে দিশা এনজিওর কর্মসূচি তুলে ধরা হলো –
১/ দিশা এনজিও দেশের জনগণের দারিদ্র বিমোচনের জন্য মানুষকে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলে, মানুষের আয় বৃদ্ধির জন্য স্বকর্ম স্থানের জন্য অর্থনৈতিক সহায়তামূলক কর্মসূচি করে থাকে |
২/ দিশা এনজিও সরকারি বেসরকারি দেশীয় কিংবা বিদেশি দাতা সংস্থা ,বিভিন্ন ব্যাংক হতে তহবিল সংগ্রহ করে ঋণ গ্রহণ করব সরকারের নীতিমালা অনুযায়ী দরিদ্রদের মধ্যে ঋণ প্রদান করে এবং সঞ্চয় সংগ্রহ করে থাকেন |
৩/ এছাড়া বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই অনেক কৃষক আছে অর্থের জন্য উৎপাদনের থেকে পিছিয়ে রয়েছে তাই দিশা এনজিও কৃষকদের মাঝে স্বল্প মূল্যের লাভেরিন প্রদান করে থাকে এতে কৃষকও লাভবান হয় | কৃষককে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা ও প্রদান করে থাকেন এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তার উন্নয়নের জন্য দিশা এনজিও ঋণ প্রদান করে থাকেন এর মধ্যে মৌসুমী ঋণ উল্লেখযোগ্য , কৃষকের দক্ষতার বৃদ্ধির জন্য এবং গ্রামের মহিলাদের মধ্যে কারিগরি শিক্ষার বৃদ্ধির জন্য দিশা এনজিও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সহায়তা করে থাকেন |
৪/ দিশা এনজিও শিক্ষার বিস্তার ঘটানোর জন্য ঋণ গ্রহণকারীর সন্তানদের অষ্টম এবং দশম শ্রেণীতে উৎসাহ মুলক বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে | এতে দরিদ্র ঝরে পড়া শিশুদের মাঝেও শিক্ষার প্রসার ঘটে |
৫/ দিশা এনজিও নাগরিকের মধ্যে বিভিন্ন সচেতন মূলক বার্তা যেমন শিশু শিক্ষা, আইন নাগরিকের দায়িত্ব সম্পর্কে সচেতন এর জন্য বিভিন্ন ধরনের শিক্ষা মূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে | এই লক্ষ্যে দিশা এনজিও একটি প্রতিষ্ঠান পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি হলো- “ দিশা ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ডিআইসিটি” |
৬/ বাংলাদেশের বিভিন্ন দুর্যোগময় সময় দিশা এনজিও মানুষের পাশে দাঁড়িয়েছেন মানুষের মধ্যে ত্রাণ, পূর্ণ নিবাস,চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেছে অবশ্যই তা সরকারের নির্দেশনা অনুযায়ী|
৭/ শারীরিক প্রতিবন্ধী বয়স্ক, মহিলা, মানসিক প্রতিবন্ধী সমাজে তাদের স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং পূর্ণনিবাস কার্যক্রম পরিচালনা করেছেন |
৮/ গবাদি পশু পালন এবং দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে দিশা এনজিও তাদের নিজ উদ্যোগে দিশা ডায়েরি এন্ড লাইভস্টক প্রজেক্ট তৈরি করেছেন |
দিশা এনজিও
দিশা এনজিও সংক্ষিপ্ত পরিচিতিঃ ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা |বিগত ৩০ বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে এই সংস্থা ক্ষুদ্রঋণ প্রদান করে থাকেএবং অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে। বর্তমানে সংস্থাটির দেশের ১৯ টি জেলায় ১০২ টি শাখা রয়েছে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্ষুদ্রঋণ এর পাশাপাশি কমিউনিটি লাইব্রেরি ও জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে ‘আলোঘর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়নে নার্সারি কার্যক্রম, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য ও এ পেশায় নিয়োজিত কৃষক/ব্যবসায়ীদের উন্নয়নে ডেইরি এন্ড লাইভস্টক ডেভেলাপমেন্ট কার্যক্রম, দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন’ দক্ষতা উন্নয়ন মূলক শিক্ষা কার্যক্রম (টেকনিক্যাল ট্রেনিং), নিজস্ব কর্মীদের এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রশিক্ষণের জন্য আবাসনসহ উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা, কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য কর্মসুচী, মাতৃভূমি ফ্যাশন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে” ।
২০২৪ সালের সকল নতুন চাকরির খবর
২০২৪ এর নতুন চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন |চাকরিতে আবেদন করার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন | আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে বিজ্ঞপ্তিতে প্রবেশ করে আবেদনে ক্লিক করে আবেদন করতে পারবেন | তাই ওয়েব সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন-bdjobgovt.com |
Amar bari rajshahi porikha kothai hote pare
apni jobe apply kora thakan apnak shothik shomy sms ar maddhoma jania dawa hoba