ব্র্যাক এনজিও ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তি || Brac NGO 2024 Job Circular 

Contents hide
5/5 - (1 vote)

বাংলাদেশের একটি বৃহৎ এনজিও ব্রাক এর  ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৮ই মার্চ ২০২৪ তারিখে | ব্রাক এনজিও একটি বেসরকারি প্রতিষ্ঠান | মোট তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | ব্র্যাক এনজিওর অফিসিয়াল ওয়েবসাইট হল-www.brac.net | ব্র্যাক এনজিও ২০২৪ এ নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী পুরুষ উভয়ের প্রার্থী যোগদান করতে পারবেন না | ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য আছে যে প্রার্থীগণকে অবশ্যই অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য নয় | ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৪৪ এর আবেদন সম্পর্কিত সকল তথ্য এই পোস্টের মাধ্যমে তুলে ধরা হলো |

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সংক্ষিপ্ত রূপ :

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এনজিও 
নিয়োগ প্রকাশের তারিখ: ১৩ই মার্চ ২০২৪
পদের সংখ্যা: ০৩ টি 
বয়সসীমা: ২৫ থেকে ৩৫বছর
শিক্ষাগত যোগ্যতা:  SSC/HSC/ স্নাতক
চাকরির ধরন: বেসরকারি এনজিও
অফিসিয়াল ওয়েব সাইট: www.brac.net
আবেদনের শুরু তারিখ: ১৩ মার্চ ২০২৪
আবেদনের শেষ তারিখ: ২০, ২১ এপ্রিল ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র: অফিসিয়াল নোটিশ

ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা:

১। পদের নামঃ ম্যানেজার, ফিন্যান্স এন্ড এডমিন প্রজেক্ট

পদ সংখ্যাঃ ০১ টি 

বয়সঃ ১৮ থেকে  ৩৫

বেতন স্কেলঃ  সংস্থার নীতিমালা অনুযায়ী 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃফিন্যান্স এর উপর (MBA)এবং ফিন্যান্স এর উপর (BBA)| ন্যূনতম ফিন্যান্স এর উপর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে |

কর্মসংস্থান :ঢাকা |

সুবিধা সমূহ:উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য ও জীবন বীমা ও অন্যান্য | 

নির্ধারিত পদের কাজের বিবরণ : 

১| হিসাব নিকাশের উপর দক্ষতা থাকতে হবে |

২| কাজের উপর কঠোর পরিশ্রমে হতে হবে |

 ৩|  কম্পিউটারের উপর দক্ষতা থাকতে হবে |

 ৪|বাংলা ও ইংরেজি দুইটির মধ্যেই কথা বলার দক্ষতা থাকতে হবে |

 ৫| ব্র্যাক এনজিও সম্পর্কিত তথ্যের উপর জ্ঞান থাকতে হবে |

ব্র্যাক এনজিওতে আবেদন করার পদ্ধতি:

যে সকল প্রার্থীগণ হিসাব কর্মকর্তা পদে আবেদনের জন্য আগ্রহী তাদেরকে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইট https://jobs.bdjobs.com/bn/jobdetailsbn.asp?id=1238040 আবেদন করতে হবে|আবেদন করতে চাইলে  Apply বাটনে ক্লিক করুন |

Apply 

আবেদন শুরুর তারিখ : ১৩ ই মার্চ ২০২৪ 

 আবেদনের শেষ তারিখ : ২৮শে মার্চ ২০২৪ 

প্রার্থীর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্ত:

কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ব্র্যাক এনজিওতে শূন্য পদের কর্মী হওয়ার জন্য কিছু নির্দিষ্ট অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়বস্তু থাকতে হবে | যে সকল বিষয়বস্তু থাকা প্রয়োজন একজন প্রার্থীর তা নিম্নে তুলে ধরা হবে –

০১/ প্রার্থীকে অবশ্যই অর্থ এবং আর্থিক প্রতিবেদনের মূল জ্ঞান থাকতে হবে |

০২/ প্রার্থীর মধ্যে আন্তরিক, ভদ্র, গতিশীল, কঠোর পরিশ্রমী এবং চাপের মধ্যে কাজ করতে ইচ্ছুক এমন মন মানসিকতা থাকতে হবে |

০৩/ এনজিও নিয়ন্ত্রণের জ্ঞান থাকতে হবে প্রার্থীর মধ্যে |

০৪/ প্রার্থীর মধ্যে কম্পিউটারের উচ্চ দক্ষতা থাকতে হবে| বিশেষ করে গুগল, এম এস অফিস, আর্থিক ব্যবস্থা, এবং ক্লাউড কম্পিউটিং চালানোর দক্ষতা থাকতে হবে |

০৫/ প্রার্থীর মধ্যে বাংলা ও ইংরেজি উভয় ভাষার যোগাযোগের দক্ষতা থাকতে হবে |

ব্র্যাক এনজিও (BRAC NGO)  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ

 

ব্র্যাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির পদ সমূহ এবং শিক্ষাগত যোগ্যতা

 যে সকল প্রার্থীগণ ব্রাক এনজিওতে নিয়োগ দিতে আগ্রহী তাদের যে সকল যোগ্যতা প্রয়োজন হবে, শিক্ষাগত যোগ্যতা, বেতন ভাতা এবং আনুষাঙ্গিক বিষয় নিম্নে তুলে ধরা হলো –

১। পদের নামঃ হিসাবকর্মকর্তা

পদ সংখ্যাঃ নির্দিষ্ট নয়

বয়সঃ ১৮ থেকে  ৩৫

বেতন স্কেলঃ  সংস্থার নীতিমালা অনুযায়ী 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ২য় শ্রেণির স্নাতক ডিগ্রী /শ্রেণী অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ থাকতে হবে |

কর্মসংস্থান :ব্রাক মাঠ কার্যালয় |

সুবিধা সমূহ:উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য ও জীবন বীমা ও অন্যান্য | 

নির্ধারিত পদের কাজের বিবরণ : 

১| দৈনিক আর্থিক লেনদেন সম্পূর্ণ করে হিসাব  ভুক্ত করা |

২| নিয়মিত ব্যাংক লেনদেন সম্পূর্ণ করা |

 ৩| ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা |

 ৪|সকল ধরনের রেজিস্টার এবং ফাইল হালনাগাদ ও সংরক্ষণ করা |

 ৫| সংস্থার অর্থ ও হিসাব সংক্রান্ত অন্যান্য কার্যাবলী সম্পূর্ণ করা |

নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পদ্ধতি : 

যে সকল প্রার্থীগণ হিসাব কর্মকর্তা পদে আবেদনের জন্য আগ্রহী তাদেরকে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইট- https://careers.brac.net/  অথবা www.bdjobs.com দুইটির যেকোনো একটি থেকে আবেদন করলেই হবে |

আবেদন শুরুর তারিখ : ১৩ ই মার্চ ২০২৪ 

 আবেদনের শেষ তারিখ : ২১ শে মার্চ ২০২৪ 

আবেদন করতে চাইলে নিম্নে দেওয়া আবেদন বাটনে ক্লিক করুন |

 আবেদন

ব্র্যাক এনজিওর নিয়োগের জন্য প্রয়োজনীয় কাগজপত্র : 

ব্রাক এনজিওর শূন্য পদে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু কাগজের প্রয়োজন হবে | নির্দিষ্ট এই কাগজপত্র  ব্যতীত কোন প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তাই অবশ্যই নিম্নে দেওয়া কাগজপত্র গুলো সংরক্ষণ করবেন- 

ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র কর্তৃপক্ষের নিকট প্রদর্শন করতে হবে এবং প্রতিটির একটি করে কপি অফিসে জমা দিতে হবে |

 খ) প্রার্থী যদি কোন অভিজ্ঞতার অধিকারী হয় তবে সেই অভিজ্ঞতার সনদপত্র কর্তৃপক্ষের নিকট প্রদর্শন করতে হবে |প্রার্থী যে জেলা থেকে আবেদন করেছেন সেই জেলার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর দ্বারা সত্যায়িত একটি অনলিপি প্রয়োজন হবে | আবেদনকারীর চারিত্রিক সনদপত্র প্রয়োজন হবে | 

 গ) আবেদনকারী যদি কোন প্রতিষ্ঠান মতে অভিজ্ঞ বা আগে কর্মরত ছিল তবে সেই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সনদপত্র প্রয়োজন হবে |

 ঘ)প্রার্থীর ছবি, প্রার্থী নিজের স্বাক্ষর, কম্পিউটার দক্ষতার কাগজ, বিগত কোন কলেজে অভিজ্ঞতার সনদপত্র পরীক্ষার দিন কর্তৃপক্ষের নিকট প্রদর্শন করতে হবে |

 পরীক্ষা সংক্রান্ত তথ্য:

 ব্রাক এনজিও তে নিয়োগের জন্য আবেদনকারীর যোগ্যতা যাচাই করার জন্য প্রার্থীর কিছু নির্দিষ্ট পরীক্ষা নেওয়া হবে ব্র্যাক এনজিওর কর্মকর্তা দ্বারা | প্রার্থীর লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, এবং ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে | সকল পরীক্ষায় উত্তীর্ণের পরে একজন প্রার্থীকে যোগ্য বলে বিবেচনা করা হবে এবং ব্র্যাক এনজিও তে চাকরির সুযোগ দেওয়া হবে | ব্র্যাক এনজিওর পরীক্ষার সংক্রান্ত সকল তথ্য যোগ্য প্রার্থীকে সঠিক সময়ে মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে অথবা ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া  |তাই প্রার্থীকে সার্বক্ষণিক সময়ে দৃষ্টি রাখতে হবে ম্যাসেজে এবং ইমেইলের মধ্যে | প্রার্থী যে মোবাইল নম্বর বা ইমেইলটি ব্যবহার করেছেন আবেদনের সময় শুধুমাত্র ওই নম্বরেই আবেদন সংক্রান্ত তথ্য  জানানো হবে |

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিশিয়াল নোটিশ এর ছবি 

ব্র্যাক এনজিও ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিশের ছবি-3

 

যোগাযোগের মাধ্যম

ব্র্যাক এনজিও তে আবেদনের সময় প্রার্থীগণ  যদি কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে নিম্নবর্তী যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করবেন |

  •  হেল্পলাইন নম্বর: +01313407157,+8802222281265এ কল করুন।
  •  ই-মেইল: communications@brac.net ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.brac.net 

ব্র্যাক এনজিওর সংক্ষিপ্ত পরিচয়

ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা | ব্র্যাক সংস্থার প্রতিষ্ঠা ঘটে ১৯৭২ সালে | ব্র্যাক এনজিও আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দরিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে |ব্র্যাক বিশ্বাস করে, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ,সহযোগী সংস্থা সমূহ, নিম কর্মসূচির অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যেকোনো ধরনের ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি ও শোষণবিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে প্রত্যেকেরই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে | ব্রাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত অর্থ সামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকার কে সমর্থন করে | সম-ঝো প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক নারি, লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনে উৎসাহিত করে এবং স্বাগতম জানায়| ব্র্যাক এমন একটি সংস্কৃতির চর্চা করে যেখানে প্রতিটি মানুষই তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে |

২০২৪ সালের চাকরির বিজ্ঞপ্তি

 ২০২৪ সালের চাকরির বিজ্ঞপ্তি দেখতে চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করুন-bdjobgovt.com |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock