বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট  নার্সিং কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-BANC Job Circular 2024 

Contents hide
Rate this post

বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২৮শে ফেব্রুয়ারি  ২০২৪ এ প্রকাশিত হয়েছে |  বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইট www.banc.edu.bd -এ প্রকাশিত হয়েছে |বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ ২০২৪ এর নিয়োগ এ মোট ২ টি পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে |বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ  নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন | ডাকযোগে/ ই-মেইলে মাধ্যমে বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ এর আবেদন করতে হবে | আবেদনের  শুরুর তারিখ  ১মার্চ  ২০২৪ এবং আবেদনের শেষ তারিখ ৩১ শে মার্চ ২০২৪ | বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৪  এ নিয়োগের জন্য যে সকল তথ্যের প্রয়োজন এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কিত সকল তথ্য বিস্তারিত এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন | BANC Job Circular 2024 বিস্তারিত জানতে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে পড়বেন |

বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজনিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৪  এর সংক্ষিপ্ত রূপ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ
নিয়োগ প্রকাশের তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪
চলমান নিয়োগ: ০২ টি পদে
পদের সংখ্যা: অনিদিষ্ট জন
বয়সসীমা: ২২-৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন: প্রাইভেট
অফিসিয়াল ওয়েব সাইট: www.banc.edu.bd
আবেদনের শুরু তারিখ: আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ/সাক্ষাৎকার সময়: ৩১ শে মার্চ ২০২৪
আবেদনের মাধ্যম: ডাকযোগে/ ই-মেইলে
নিয়োগ প্রকাশের সূত্র: আজকের পত্রিকা

বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তির  অফিসিয়াল নোটিশ 

বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তির  অফিসিয়াল নোটিশ 

বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা : 

যে সকল প্রার্থীগণ বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন করার জন্য আগ্রহী তারা ডাকযোগে বা ইমেইল এর মাধ্যমে আবেদন করবেন | আবেদনের জন্য যে সকল যোগ্যতার প্রয়োজন এবং পদের নাম ও পদ সংখ্যা,বেতন, সুবিধা দেওয়া হবে তা নিম্নে বর্ণনা করা হলো : 

পদের নামঃঅধ্যক্ষ
পদ সংখ্যাঃ
নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতাঃ  বিএসসি ইন নার্সিং ,এমএসসি ইন নার্সিং/ এমপিএইচ/  পিএইচডি।একটি অতিরিক্ত স্নাতকোত্তর ডিগ্রী অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে |
অন্যান্য যোগ্যতাঃসংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।                                         

মাসিকবেতনঃ আলোচনা সাপেক্ষে |

পদের নামঃপ্রভাষক
পদ সংখ্যাঃ
নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতাঃ  বিএসসি ইন নার্সিং ,এমএসসি ইন নার্সিং/ এমপিএইচ |
অন্যান্য যোগ্যতাঃসংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।                                                           

মাসিকবেতনঃ আলোচনা সাপেক্ষে |

বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদন করার জন্য একজন আগ্রহী এবং যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে এখনই  ডাকযোগে অথবা ইমেইল এর মাধ্যমে অতি শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলুন | যেকোনো একটি মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন |

ডাকযোগে আবেদন ঠিকানা : বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ চেয়ারম্যান মিশন রোড, ওয়ার্ড নং-৩, গোয়ালবাথান  কালিয়াকৈর, গাজীপুর- ১৭৫০, ঢাকা বাংলাদেশ |

 ই-মেইল :banc.sda2016@gmail.com 

আবেদনের শুরু সময় : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ৩১ শে মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ চাকরিতে আবেদন করার শর্তবলী:

 বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের দেওয়া কিছু শর্তাবলী জানতে হবে।বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ  চাকরিতে আবেদনের করার সকল যোগ্যতার এবং কর্তৃপক্ষের দেওয়া শর্তাবলী বিস্তারিত তথ্য গুলো নীচে উল্লেখ করা হয়েছে।

  • জাতীয়তা:যে সকল প্রার্থীগণ বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ  চাকরিতে আবেদন করবেন তাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • বয়সসীমা:বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর প্রকাশিত কর্তৃপক্ষের দেওয়া নোটিশে উল্লিখিত তারিখ অনুসারে আবেদন কারীর বয়স নির্ধারন করা হবে।
  • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থী নির্বাচিত পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ  চাকরির অফিসিয়াল ইমেজ অনুযায়ী।
  • অন্যান্য যোগ্যতা: কর্তৃপক্ষের দেওয়া যোগ্যতা অনুসারে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • জেলা যোগ্যতা: অফিসিয়াল ইমেজ অনুযায়ীসকল জেলার প্রার্থীগণ সকল পদের জন্য আবেদন করতে পারেন।
  • নিয়োগ পরীক্ষা: সাক্ষাৎকা বা মৌখিক পরীক্ষার সময় সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় কাগজপাতি বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রশংসাপত্রের অনুলিপি সঙ্গে করে নিয়ে আসতে হবে। (প্রকাশিত সার্কুলারের উল্লেখিত তথ্য অনুযায়ী)
  • চাকরির আবেদন:বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ  চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ – এর নির্দেশনা অনুযায়ী নিয়োগে উল্লেখিত ডাকযোগে অথবা email এর মাধ্যমে আগ্রহী প্রার্থীকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে আবেদন করতে পারবেন 

প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজ প্রদর্শন করতে হবে

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র মিথ্যা, ভুয়া ,জাল প্রমাণিত হলে বা পরীক্ষায় নকল বা  অসাধুউপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইন অনুগত ব্যবস্থা নেওয়া হবে| তাই অবশ্যই একজন প্রার্থীর সকল সঠিক কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে | যে সকল কাগজপত্র গুলো নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তা নিম্নের উল্লেখ করা হলো:

ক.আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি |

খ.আবেদন পত্রের সাথে  অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি |

গ.আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত সনদপত্র জমা দিতে হবে |

ঘ.সদ্য তোলা  ০২ কপি  রঙিন ছবি  আবেদন পত্রের সাথে জমা দিতে হবে |

 ঙ.বিদেশি ডিগ্রিধারী ও অভিজ্ঞতার সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন বেশি |

হেল্পলাইন/যোগাযোগ

বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ নিয়োগে আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

  • হেল্পলাইন নম্বর:০১৭৪৪-২০৬০৩০,০১৫৩৮-০৯৭৪৮৩
  • ই-মেইল :banc.sda2016@gmail.com
  • ঠিকানা: এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

নার্সিং কলেজের নিয়োগ পরীক্ষার প্রশ্ন:

০১/ বাংলাদেশের সংবিধান দিবস কবে অনুষ্ঠিত হয় ?

 উত্তর: বাংলাদেশ সংবিধান দিবস ৪ই নভেম্বর উদযাপিত হয় |

 ০২/ রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত হয়েছে ?

 উত্তর: রাষ্ট্র ৪টি উপাদান নিয়ে গঠিত হয়েছে|

০৩/ ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে ?

 উত্তর: ফরাসি বিপ্লব সংগঠিত হয় ১৯৮৯ সালে |

০৪/ সর্বপ্রথম কোন দেশে  শিল্প বিপ্লবের সূত্রপাত ঘটে?

 উত্তর: সর্বপ্রথম ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয় |

 ০৫/ ইউনেস্ক সদর দপ্তর কোথায় অবস্থিত?

 উত্তর :প্যারিস |

০৭/ বাংলাদেশের নারীদের গড় আয়ু কত বছর ?

 উত্তর বাংলাদেশের নারীদের গড় আয়ু ৭০.৮ বছর | 

৮/ একটি মানুষের দেহে  কতটি আবশ্যকীয় ফ্যাটি এসিড থাকে ?

 উত্তর: মানবদেহে আবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড দুইটি থাকে  যথা- ওমেগা- ৩, ওমেগা-৬ |

৯/ বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি ?

উত্তর: বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হলো স্বাধীনতার পদক |

 ১০/ একটি মানুষের দেহের সবচেয়ে বড় অস্থি কোনটি ?

 উত্তর: মানবদেহের সবচেয়ে বড় অস্থি হল   ফিমার  ?

১১/ একজন মানুষের সর্বোচ্চ এবং সর্বনিম্ন রক্তদানের বয়স কত ?

 উত্তর: একজন মানুষের  রক্তদানের সর্বোচ্চ বয়স ৫৭ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর |

বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ সংক্ষিপ্ত পরিচয়

বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে |বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজ  একটি বিখ্যাত বেসরকারি আবাসিক প্রতিষ্ঠান |২০২১ সালে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি  কাউন্সিলর কর্তৃক স্বীকৃত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সাংবিধানিক কলেজ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিভুক্তির সাথে  কলেজে পরিণত হয় |

২০২৪ সালের সকল নতুন চাকরির খবর

২০২৪ এর  চাকরিতে আবেদন করার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন | আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে বিজ্ঞপ্তিতে প্রবেশ করে আবেদনে ক্লিক করে আবেদন করতে পারবেন | তাই ওয়েব সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন-bdjobgovt.com |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock