নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪||NPCBL JOB CIRCULAR 2024 

Contents hide
Rate this post

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ  লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে  ০৪ই এপ্রিল ২০২৪ তারিখে | নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি লিমিটেড এর দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে অসংখ্য পদ সংখ্যা রয়েছে | নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির আবেদন শুরুর তারিখ ৮ এপ্রিল ২০২৪ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ  ০৫ মে ২০২৪তারিখ পর্যন্ত| নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে Security and Physical Protection Service Division এর জনবল জরুরী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট লিমিটেডে নিয়োগের জন্য যে সকল প্রয়োজনীয় বিষয়বস্তু রয়েছে, আবেদন করার পদ্ধতি, আবেদনের যোগ্যতা, পদের নাম সমূহ এবং পদ সংখ্যা নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে |

 নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্তরূপ:

প্রতিষ্ঠানের নাম: নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড
নিয়োগ প্রকাশের তারিখ: ০৪ এপ্রিল ২০২৪
পদের সংখ্যা: ১২ টি পদে ৬৫ জন 
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত
শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণীর, এসএসসি, এইচএসসি, স্নাতক
চাকরির ধরন: সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট: www.rooppurnpp.gov.bd  এবং http://npcbl.portal.gov.bd 
আবেদনের শুরু তারিখ: ০৮ এপ্রিল ২০২৪
আবেদনের শেষ তারিখ: ০৫ মে ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ এর অফিসিয়াল নোটিসের ছবি

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ এর অফিসিয়াল নোটিসের ছবি-1

আবেদনের জন্য পদ সমূহের নাম ও শিক্ষাগত যোগ্যতা:

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানির বাংলাদেশ লিমিটেড এর ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন| কর্তৃপক্ষের দেওয়া শূন্য পদের জন্য যে সকল শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন,  পদের বেতন স্কেল, পদ সংখ্যা  নিম্নে তুলে ধরা হলো-

০১/পদের নাম: ট্রেইনি  ইঞ্জিনিয়ার (সিকিউরিটি এন্ড ফিজিক্যাল প্রটেকশন )

 পদ সংখ্যা: ০১ টি |

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেক্ট্রনিক্যাল ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর স্নাতক  ০৪ বছর ডিগ্রী বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে |

 গ্রেড: ৮

বেতন স্কেল: ৩৫৬০০/- থেকে ৬২৪০০/- টাকা

 ০২/পদের নাম: ট্রেইনি  ইঞ্জিনিয়ার (সার্ভার )

 পদ সংখ্যা:  ০৫ টি |

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী কে শূন্য পদের জন্য সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেক্ট্রনিক্যাল ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর স্নাতক  ০৪ বছর ডিগ্রী বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে |

 গ্রেড: ৮

বেতন স্কেল: ৩৫৬০০/- থেকে ৬২৪০০/- টাকা

০৩/পদের নাম: ট্রেইনি  ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স )

 পদ সংখ্যা: ১০ টি |

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স ডিপ্লোমা বা ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেক্ট্রনিক্যাল ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর স্নাতক  ০৪ বছর ডিগ্রী বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে |

 গ্রেড: ৮

বেতন স্কেল: ৩৫৬০০/- থেকে ৬২৪০০/- টাকা

০৪/পদের নাম: ট্রেইনি  ইঞ্জিনিয়ার (সিকিউরিটি এনালাইসিস )

 পদ সংখ্যা: ০৩ টি |

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে |

 গ্রেড: ৮

বেতন স্কেল: ৩৫৬০০/- থেকে ৬২৪০০/- টাকা

০৫/পদের নাম: ট্রেইনি  সাব- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক মেনটেনন্স)

 পদ সংখ্যা:০৩ টি |

শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স টেকনোলজি/ ডাটা টেলি কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং টেকনোলজি/ টেলিকমিউনিকেশন টেকনোলজি/ কম্পিউটার টেকনোলজি/ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি তে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং  থাকতে হবে| 

গ্রেড: ১০

 বেতন স্কেল: ২৭১০০/- টাকা |

 ০৬/পদের নাম: ট্রেইনি  টেকনিক্যাল অ্যাটেনডেন্ট

 পদ সংখ্যা:০২ টি |

শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ( ভোকেশনাল) এবং সংশ্লিষ্ট কাজে ০৫ বছর চাকরির অভিজ্ঞতা ||

গ্রেড: ১৭ 

বেতন স্কেল:১৬৫৫০/- টাকা |

আবেদন করার পদ্ধতি:

কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রার্থীকে অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইটে- http://npcbl.teletalk.com.bd ভিজিট করুন নিচে দেওয়া আবেদন বাটনে ক্লিকিক করে আবেদন করতে পারবেন |

 আবেদন

 আবেদন শুরুর তারিখ:   ৮ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে

 আবেদনের শেষ তারিখ: ৫ই মে ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত |

প্রার্থীর অন্যান্য যোগ্যতা : 

 ০১/ প্রতিটি পাবলিক পরীক্ষায় নূন্যতম জিপিএ/ সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৪.০০ থাকতে হবে এবং যদি জিপিএ বা সিজিপিএ ৪.০০ এর মধ্যে হয় তাহলে ৩.০০থাকতে হবে | সনাতন ফলাফল পদ্ধতি অধীন প্রতিটি পাবলিক পরীক্ষার প্রথম বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন |

০২/ কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন |

 ০৩/ কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এম এস ওয়ার্ড, এম এস এক্সেল ও এম এস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিং করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর মধ্যে |

 ০৪/ মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভাষায় উৎকৃষ্ট যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে |

০৫/ শারীরিক যোগ্যতা/ মাপ: প্রার্থী ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ,প্রার্থীর বুকের মাপ ন্যূনতম স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি থাকতে হবে, প্রার্থীর ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত নূন্যতম পরিমাপের থাকতে হবে |

০৬/ আবেদনের শেষ তারিখ  প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর হতে হবে | তবে মুক্তিযোদ্ধার  কোটায় যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত |

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশ:

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ এর অফিসিয়াল নোটিসের ছবি-2

আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা:

 সকল প্রার্থীগণ  নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তাদের পদ অনুযায়ী কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতার প্রয়োজন হবে এছাড়া পদসমূহের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল নিম্নে তুলে ধরা হলো –

 ০১/পদের নাম:সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার( অপটিক্যাল এন্ড ইলেকট্রনিক অবজারভেশন) 

 পদ সংখ্যা: ০১ টি |

শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারের অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে |

 অভিজ্ঞতা: সরকারি বা বেসরকারি কোন প্রতিষ্ঠানে আইটিভিত্তিক অপটিক্যাল এন্ড ইলেকট্রনিক্স অবজারভেশন সিস্টেম ব্যবস্থাপনা/ মনিটরিং/ সংশ্লিষ্ট ক্ষেত্রে সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব-এসিস্ট্যান্ট ম্যানেজার বা সমমানের পদে ০৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে| 

 গ্রেড: ৯

বেতন স্কেল: ৫২৮০০/- টাকা

বয়স সীমা: সর্বোচ্চ ৩৫ বছর

০২/পদের নাম:সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার( ইলেকট্রনিক মেনটেনেন্স) 

 পদ সংখ্যা: ০১ টি |

শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারের অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক টেকনোলজি| ডাটা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং টেকনোলজি/ এন্ড টেলিকমিনিকেশন টেকনোলজি/ কম্পিউটার টেকনোলজি/ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে |

 অভিজ্ঞতা: কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে নিরাপত্তা সংশ্লিষ্ট ইকুইপেমেন্ট রক্ষণাবেক্ষণ কাজে সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব-এসিস্ট্যান্ট ম্যানেজার বা সমমানের পদে ০৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে| 

 গ্রেড: ৯

বেতন স্কেল: ৫২৮০০/- টাকা

বয়স সীমা: সর্বোচ্চ ৩৫ বছর

০৩/পদের নাম:ইন্সপেক্টর( সিকিউরিটি পাস্ট ইউনিট অপারেটিভ কন্ট্রোল)

 পদ সংখ্যা:০৬ টি |

শিক্ষাগত যোগ্যতা:  যেকোন শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা  সমমান পাস করতে হবে|

 অভিজ্ঞতা: সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে ন্যূনতম ০৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে |

 গ্রেড: ৯

বেতন স্কেল: ৫২৮০০/- টাকা

বয়স সীমা: সর্বোচ্চ ৪০ বছর

০৪/পদের নাম: রেকর্ড কিপার

 পদ সংখ্যা: ০১ টি |

শিক্ষাগত যোগ্যতা:যেকোনো স্বীকৃত বোর্ড হতে সরকারি অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান পাস |

 অভিজ্ঞতা:সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার রেকর্ড কপিং বা ক্লারিকাল  কাজে নূন্যতম ০৬ বছর চাকরির অভিজ্ঞতা | 

 গ্রেড:১৫

বেতন স্কেল:২৪০০০/- টাকা

বয়স সীমা: সর্বোচ্চ  ৪০ বছর

০৫/পদের নাম: ওয়ার হাউস ম্যান 

 পদ সংখ্যা: ০১ টি |

শিক্ষাগত যোগ্যতা:যেকোনো স্বীকৃত বোর্ড হতে সরকারি অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান পাস |

 অভিজ্ঞতা:সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় স্টোর কিপিং কাজে বা স্টোরম্যান হিসেবে নূন্যতম ০৬ বছর চাকরির অভিজ্ঞতা | 

 গ্রেড:১৫

বেতন স্কেল:২৪০০০/- টাকা

বয়স সীমা: সর্বোচ্চ  ৪০ বছর

০৬/পদের নাম:টেকনিশিয়ান/ ফিটার

 পদ সংখ্যা: ২৫ টি |

শিক্ষাগত যোগ্যতা:বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক কন্ট্রোল এন্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক টেকনোলজি/ ইলেকট্রনিক্যাল ওয়ার্কস এন্ড মেন্টেনেন্স/ ইলেকট্রিক্যাল টেকনোলজি/ কম্পিউটার টেকনোলজি/ কম্পিউটার অপারেটর এন্ড উচ্চ মাধ্যমিক( ভোকেশনাল) অথবা উচ্চ মাধ্যমিক ( বিজ্ঞান) সমমানের বিজ্ঞান শিক্ষা |

 অভিজ্ঞতা:কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সংঘিষ্ট কাজে নূন্যতম  ০৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে| 

 গ্রেড:১৫

বেতন স্কেল:২৪০০০/- টাকা

বয়স সীমা: সর্বোচ্চ   ৩২ বছর

আবেদনকারীর অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা:

 ০১/ ক্রমিক নং ০১ হতে শূন্য দুই এর ক্ষেত্রে প্রতিটি পাবলিক পরীক্ষায় নূন্যতম জিপিএ বা সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৩.৫০  অথবা ৪.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে যদি ক সনাতন ফলাফল পদ্ধতির অধি প্রতিটি পাবলিক পরীক্ষায় প্রথম বিভাগ প্রাপ্তবণ আবেদন করতে পারবেন |

০২/ ক্রমিক নং ০৩ হতে ২০৬ এর ক্ষেত্রে প্রতিটি পাবলিক পরীক্ষার নূন্যতম জিপিএ/ থ্রিজিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ অথবা ৪.০০ এর মধ্যে ২.৫০ থাকতে হবে| তবে সনাতন পদ্ধতিতে ফলাফল হলে প্রতিটি বিষয়ে প্রথম বিভাগ থাকতে হবে |

০৩/ প্রার্থীর শারীরিক দেবতার মধ্যে প্রার্থীর উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে, প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে |

 ০৪/ উপরের পদ সমূহের বর্ণিত সর্বোচ্চ বয়সসীমা আবেদনের শেষ তারিখ গণনা করা হবে |

 আবেদন করার পদ্ধতি : 

 যে সকল প্রার্থীগণ উপরোক্ত পদের মধ্যে আবেদন করতে আগ্রহী তাদেরকে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে | কর্তৃপক্ষের দেওয়া এই ওয়েবসাইটের –http://npcbl.teletalk.com.bd  মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন অথবা নিম্নে দেওয়া আবেদন বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন|

 আবেদন

 আবেদন শুরুর তারিখ:  ৮ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে

 আবেদনের শেষ তারিখ: ৫ই মে ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত |

আবেদন  ফি প্রদান করার পদ্ধতি:

যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তার আবেদন নিশ্চিতকরণের জন্য –http://npcbl.teletalk.com.bdওয়েবসাইটে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে যে কোন Teletalk Mobile  Number এ ৫০০/- টাকা পরিশোধ করতে হবে | আবেদন এর জন্য যে ফি জমা দেওয়া হয়েছে তা অফেরত যোগ্য এবং আবেদন ফি দেওয়া  জমা পর এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে |

পরীক্ষা সংক্রান্ত তথ্য : 

প্রার্থীর লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ ,স্থান, বিস্তারিত সকল তথ্য সঠিক সময়ে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে | প্রার্থী লিখিত, ব্যবহারিক, ও মৌখিক পরীক্ষার গ্রহণ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই ও প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে |বিদেশি সনদধারীদের মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষ করতে প্রদত্ত  সমমানের সনদ প্রদর্শন করতে হবে | পরীক্ষায় অংশগ্রহণের জন্য অফিস কর্তৃক কোন প্রকার  টিএ / ডিএ/ ভাতা প্রদান করা হবে না | যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্য বলে গণ্য করা হবে| এনপিসিবিএল কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ছাড়াই  পদ সংখ্যা  কম বা বেশি করতে পারবেন |

সকল প্রকার সুযোগ সুবিধা ও অন্যান্য শর্তাবলী : 

নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এ  নিয়োগ বিজ্ঞপ্তির  শূন্য পদের সুযোগ সুবিধা ও অন্যান্য শর্তাবলী নিম্নে তুলে ধরা হলো-

০১/ প্রথম ০২ বছর  প্রবেশনকাল গণ্য হবে , তবে তা প্রবেশনকালীন প্রশিক্ষণের ফলাফল এবং পারফরম্যান্সের ভিত্তিতে বর্ধিত করা হতে পারে |

০২/ কর্মস্থল হবে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বা এনপিসিবিএল নির্ধারিত কোন সংস্থা তে |

 ০৩/ এনপিসিবিএল নিয়মিত চাকরিতে নিয়োগের পর নির্ধারিত হারে মাসিক মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা(  অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০% থেকে ৬০% হারে বাড়ি ভাড়া ) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০% হারে প্রকল্প ভাতা বা বিদ্যুৎকেন্দ্র ভাতা, অর্জিত ছুটি নবোদয়ন, যৌথ বীমা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড,   অন্যান্য প্রান্তিক সুবিধাদি এনপিসিবিএল  এর বিধিমালা ও নীতিমালা অনুসারে প্রদান করা হবে| এনপিসিবিএল এর বেতন কাঠামো অনুসারে গ্রেড অনুযায়ী প্রদান করা হবে |

০৪/ যোগদানকারীকে তার যোগদানের সময় এ মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে যে, তিনি এনবিসিএল এর যোগদানের তারিখ থেকে কমপক্ষে ১০ বছর চাকরি করবেন এবং যদি এনপিসিবিএল-এ দশ বছর চাকরির সমাপ্তি পূর্বে স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন তবে তিনি এনপিসিএল, সরকার বা অন্য যেকোনো কর্তৃপক্ষ কর্তৃক তার জন্য ব্যয়কৃত সমুদয় অর্থ পরিষদ করতে বাধ্য থাকবেন|

০৫/ এনপিসিবিএল এ যোগদানের সময় যোগদানকারীকে গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত একটি ঘোষণা পত্র দাখিল করতে হবে | এবং ঘোষণা মোতাবেক যোগদানকারীকে কোম্পানি বা রাষ্ট্রের বা সরকারের অথবা কোন এমপিসিএল  নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রতিয়মান হলেন কর্তৃপক্ষ কোন ক্ষতিপূরণ ছাড়াই চাকরির অবসান সহ কোন আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন |

যোগাযোগের মাধ্যম

 প্রার্থীগণ আবেদনের সময় যদি কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে ঠিকানায় যোগাযোগ করতে পারবেন|

  • হেল্পলাইন নম্বর: +৮৮০ ২ ৯৬৬৪৬৩৫এ কল করুন।
  • ই-মেইল: contact@rooppurnpp.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.rooppurnpp.gov.bd  এবং http://npcbl.portal.gov.bd 

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ এর পরিচয়

 সংক্ষিপ্ত পরিচয়: নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানির মূল উদ্দেশ্য বাংলাদেশের শক্তি ও সমৃদ্ধির জন্য পারমাণবিক শক্তি বৃদ্ধি করা | নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর সংক্ষিপ্ত নাম এনপিসিবিএল |নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড গঠিত হয় ২০১৫ সাল থেকে | নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানির সদর দপ্তর ঢাকা বাংলাদেশ অবস্থিত | এই কোম্পানির উদ্দেশ্য বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করা| নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এর ব্যবস্থাপনা পরিচালনা করেন ড. শওকত আকবর| নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ এর প্রধান প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় |

 ২০২৪ সালের চাকরির বিজ্ঞপ্তি 

২০২৪ সালের বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমাদের ওয়েবসাইটের-bdjobgovt.com |এই ওয়েবসাইটে আপনি সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO