জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – NATA Job Circular 2024

Contents hide
Rate this post

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (NATA Job Circular 2024) ১৫মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী নাটক নিয়োগটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে http://www.nata.gov.bd/ প্রকাশিত করেছে । পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তিতে  ৪ টি পদে মােট ৯জন  লােক নিয়ােগ দেওয়া হবে।জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন করার জন্য আবেদন এর নিয়মাবলী নিম্নে তুলে ধরা হলো –

 জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী নাটা চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষিপ্ত রূপ

প্রতিষ্ঠানের নাম: জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা 
নিয়োগ প্রকাশের তারিখ: ১৫ মার্চ ২০২৪
পদের সংখ্যা: ৪টি পদে মোট ৯ জন
বয়সসীমা: ১৮-৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স ১৮ থেকে ৩২)
শিক্ষাগত যোগ্যতা: ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন: সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট: http://www.nata.gov.bd/
আবেদনের শুরু তারিখ: ২০ মার্চ ২০২৪
আবেদনের শেষ তারিখ: ২০ এপ্রিল ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র: http://www.nata.gov.bd/
আবেদনের ঠিকানা: http://nata.teletalk.com.bd

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী  নাটা নিয়োগ  ২০২৪ এর অফিশিয়াল নোটিশ

 

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী  নাটা নিয়োগ  ২০২৪ এর অফিশিয়াল নোটিশ-1

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী  নাটা নিয়োগ  ২০২৪ এর অফিশিয়াল নোটিশ-2 জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী  নাটা নিয়োগ  ২০২৪ এর অফিশিয়াল নোটিশ-3 জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী  নাটা নিয়োগ  ২০২৪ এর অফিশিয়াল নোটিশ-4

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি  নাটা নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আবেদন করতে চাইলে করতে অফিস কর্তৃপক্ষ দ্বারা দেওয়ার নির্দেশনা অনুযায়ী http://nata.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় :২০ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ২০ এপ্রিল ২০২৪  তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

আবেদন করুন

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী ২০২৪  নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা 

 জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে। যে সকল প্রার্থী পরিকল্পনা মন্ত্রণালয় চাকরির বিজ্ঞপ্তিটি আবেদন করতে আগ্রহী  তারা অবশ্যই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে   পরবেন।  জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি ২০২৪ চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ এবং শিক্ষাগত যোগ্যতা ,বেতন অন্যান্য সুবিধা সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নামঃ ক্যাটালগার
পদ সংখ্যাঃ ০১ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রীসহ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
মাসিক বেতনঃ ১১৩০০- ২৭৩০০/- টাকা।

পদের নামঃ ফটোগ্রাফার
পদ সংখ্যাঃ ০১ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ- তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ফটোগ্রাফি বিষয়ে অন্যূন ১ (এক) বৎসর মেয়াদি সার্টিফিকেট কোর্স ও কম্পিউটারে এডোবি ফটোশপসহ সংশ্লিষ্ট সফট্ওয়্যার এর উপর বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
মাসিক বেতনঃ ১১০০০- ২৬৫৯০/-  টাকা।

পদের নামঃ গাড়ীচালক
পদ সংখ্যাঃ ০২ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞ সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবে এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন |
মাসিক বেতনঃ ৯৩০০- ২২৪৯০/- টাকা।

পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৫ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
মাসিক বেতনঃ ৮২৫০- ২০০১০/- টাকা।

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ

 জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী  নাটা নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে  ০১ ক্রমিক  পদের জন্য আবেদন ফি ৩০০/- টাকা teletalk এর ফি বাবদ  ৩৫/- টাকা মোট  ৩৩৫/- টাকা ,০২ও০৩ ক্রমিক  পদের জন্য আবেদন ফি ২০০/- টাকা teletalk এর ফি বাবদ ২৩/- টাকা মোট ২২৩/- টাকাএবং ০৪ ক্রমিক পদের জন্য আবেদন ফি১০০/- টাকা teletalk এর ফি বাবদ ১২/- টাকা মোট ১১২/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।

নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি নিয়োগ বিজ্ঞপ্তি 2024 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।

প্রথম SMS :NATA <space> User ID লিখে Send  করতে হবে 16222  নম্বরে | 

Reply : Applicant’s Name, TK-223 will be charged as application fee . Your PIN is 12345678 .To pay fee  Type NATA <space>YES<space>PIN লিখে SEND  করতে হবে16222  নম্বরে |

দ্বিতীয় SMS : NATA<space>YES <space>PIN লিখে Send  করতে হবে 16222  নম্বরে                                                                                                          

Example: NATA YES 12345678                                                                              

Reply : Congratulations Applicant’s Name ,payment completed successfully for xxxx Application for xxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) .

SMS পুনরুদ্ধার করার পদ্ধতি :

শুধুমাত্র টেলিটক প্রি- পেইড  মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী SMS  পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ,Serial এবং PIN  পুনরুদ্ধার করতে পারবেন ( প্রযোজ্য ক্ষেত্রে) |

প্রথমে,User ID  জানা থাকলেNATA<space>Help <space>User <space> User ID & Send to 16222                                                                                                     

Example: NATA HELP  ABCDEF & send to 16222

PIN Number জানা থাকলে:NATA<space>Help <space>PIN <space> PIN no & send to 16222.                                                                                        

Example: NATA HELP PIN 12345678 & send to 16222. 

 জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী   নাটা নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ

যে সকল প্রার্থীগণ  জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী  নাটা  নিয়োগে যোগ্য প্রার্থী বলে উত্তীর্ণ হবে তাদেরকেSMS  এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য জানিয়ে দেওয়া হবে অথবা অফিসিয়াল ওয়েবসাইটে বা ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন এসএমএস পাবেন না।

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী নাটা নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://nata.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।

প্রবেশপত্র ডাউনলোড

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী নাটা নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ

যে সকল প্রার্থীগণ জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা  নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী তারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন | আবেদন করার জন্য এই ওয়েবসাইটটিতে ভিজিট করুন| নিম্নে আবেদন করার প্রক্রিয়া তুলে ধরা হলো –

  1. কৃষি প্রশিক্ষণ একাডেমির অফিস কর্তৃক নির্ধারিত এই ওয়েবসাইটে –http://nata.teletalk.com.bd প্রথমে ভিজিট করবেন |
  2. তারপর ওয়েবসাইটে দেওয়া APPLICATION FORM এই ক্লিক করবেন |
  3. আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  4. এরপর,“Next” বোতামে ক্লিক করুন।
  5. জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
  6. সঠিক তথ্য দিয়ে  জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
  7. আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
  8. ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।

আবেদনের জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে : 

১/আবেদনকারীর  পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার সনদপত্র|

২/আবেদনকারীর অনুমোদিত চারিত্রিক সনদপত্র |

৩/প্রার্থী যদি এতিম, শারীরিক- প্রতিবন্ধী ,ক্ষুদ্র- নৃগোষ্ঠী  হয়ে থাকে তার সনদপত্র |

৪/প্রার্থী সদ্য তোলা  ০৩ কপি ছবি যা সম্পূর্ণ পরিষ্কার এবং স্পষ্ট হতে হবে | ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে 

৫/আবেদনকারী যদি কোন কোটায় আবেদন করে থাকে তাহলে অবশ্যই সেই  কোটার প্রমাণস্বরূপ  নিজ এলাকার মেয়র/ কাউন্সিলর/ চেয়ারম্যান দ্বারা সত্যায়িত সনদপত্র|

৬ /আবেদনকালের বয়স সীমা ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে | তবে মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা ১৮ থেকে ৩২ বছর বিবেচিত হবে |

৭/বয়স প্রমাণের ক্ষেত্রে পরীক্ষার সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন গ্রহণযোগ্য হবে |

৮/প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে |

৯/প্রার্থীর কোন তথ্য ভুয়া বা মিথ্যা বলে বিবেচিত হলে আবেদন বাতিল করা হবে এবং অযোগ্য হলে বিবেচিত হবে এছাড়া প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে |  

হেল্পলাইন/যোগাযোগ

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নিয়োগে Online-এ আবেদনের সময় প্রার্থীগণ যদি কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

  •  হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
  •  ই-মেইল: alljobs.query@teletalk.com.bd / dgnata14@gmial.com ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  •  ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
  •  অফিসিয়াল ওয়েবসাইট: www.nata.gov.bd

জাতীয় কৃষি প্রশিক্ষণ  একাডেমির সংক্ষিপ্ত পরিচয়

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী নাটা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় | কৃষি প্রশিক্ষণ একাডেমী  এর সদর দপ্তর জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ | এর মূল লক্ষ্য হল কৃষি সম্প্রসারণ করা এবং মানুষের মধ্যে সঠিক নিয়মে কৃষি উৎপাদনের পদ্ধতি সম্প্রসারণ করা | এবং বাংলাদেশে কৃষি সমাজকে আরো উন্নয়ন করা |কৃষি সম্প্রসারণ ইনস্টিটিউট সর্বপ্রথম পাকিস্তান থেকে জাপান এই প্রোগ্রামটি শুরু হয়েছিল ১৯৬০ সালে | ১৯৬০ সালে কৃষি ইনস্টিটিউটের নামকরণ ছিল মেকানিকেশন প্রশিক্ষণ ইনস্টিটিউট পরে তা পরিবর্তন করে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট করা হয় |জাতীয় কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নাটা বাংলাদেশের কৃষকদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন | জাতীয় কৃষি প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশের কৃষকদের সঠিক নিয়মে প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করছেন এবং কৃষকদের স্বনির্ভর করে তুলছেন | কৃষি বাংলাদেশের উন্নয়নের একটি সম্ভাব্য বিষয় বস্তু |জাতীয় কৃষি প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশের বিভিন্ন যুবকদের কৃষি প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল এবং বেকারত্ব দূর করছেন এতে দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে | 

 

নিয়োগ পরীক্ষার প্রশ্ন

 ০১/ বর্তমানে বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর বিভাগের সংখ্যা কতটি?

 উত্তর: বাংলাদেশের বর্তমানে প্রশাসনিক কাঠামোর বিভাগের সংখ্যা আটটি |

 ০২/ বাংলাদেশে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে করেছিলেন ?

 উত্তর: কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি করেছিলেন হামিদুর রহমান |

০৩/ ঐতিহাসিক ছয় দফা আন্দোলন ঘোষণা করেন কে ?

 উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |

 ০৪/ ২১শে ফেব্রুয়ারির বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো কে রচয়িতা করেছিলেন?

 উত্তর: আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি আব্দুল গাফফার চৌধুরী রচয়িতা করেছিলেন |

০৫/ ১৯৭১ সালের মুক্তিযোদ্ধার সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল ? 

উত্তর: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল |

 ০৬/ মালয়েশিয়ায় টাকাকে কি বলে?

 উত্তর: মালোশিয়ায় টাকাকে রিঙ্গিত বলে |

 ০৭/ জাপানের রাজধানীর নাম কি?

 উত্তর: জাপানের রাজধানীর নাম টোকিও|

 ০৮/পৃথিবীর সবচেয়ে গভীর ও বৃহত্তম সাগরের নাম কি ?

 উত্তর: পৃথিবীর সবচেয়ে গভীর ও বৃহত্তম সাগরের নাম হল প্রশান্ত মহাসাগর |

 ০৯/ জাতিসংঘের সদর দপ্তর কোন রাষ্ট্রে অবস্থিত ?

 উত্তর: জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত |

 ১০/ জলে ও স্থলে উভয় জায়গায় থাকে তাকে কি বলে ?

 উত্তর: উভচর |

২০২৪ সালের নতুন চাকরির খবর

সকল ধরনের চাকরির খবর পেতে ওয়েব সাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন-www.bdjobgovt.com | এই ওয়েবসাইটের মাধ্যমে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের ক্যাটাগরির চাকরির সন্ধান পাবেন এবং এই পোষ্টের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock