মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ||Manabik Shahajya Sangstha (MSS) Job Circular 2024 

5/5 - (1 vote)

মানবিক সাহায্য সংস্থা (MSS) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে  ২১ এপ্রিল ২০২৪ তারিখে| মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তিতে ১ টি পদে মোট ১০০ জন নিয়োগ প্রদান করা হবে| মানবিক সাহায্য সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদন শুরুর তারিখ ২১ এপ্রিল ২০২৪ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ২০ মে ২০২৪ তারিখ পর্যন্ত|বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীগণ আবেদনের জন্য আগ্রহী তাদেরকে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী ই-মেইল অথবাঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন | মানবিক সাহায্য সংস্থান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদনের জন্য যে সকল যোগ্যতার প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদ সংখ্যা,বেতন স্কেল, কর্মস্থল বিস্তারিত সকল তথ্য নিম্নে তুলে ধরা হলো |

মানবিক সাহায্য-সংস্থান নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সংক্ষিপ্ত রূপ-

প্রতিষ্ঠানের নাম: মানবিক সাহায্য ও সংস্থা 
নিয়োগ প্রকাশের তারিখ: ২১  এপ্রিল ২০২৪
নিয়োগ বিজ্ঞপ্তি সংখ্যা: ০১ টি পদে ১০০  জন
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা:  স্নাতকোত্তর ডিগ্রী 
চাকরির ধরন: এনজিও 
অফিসিয়াল ওয়েব সাইট: http://mssbd.org
আবেদনের শুরু তারিখ: ১৭ এপ্রিল ২০২৪
আবেদনের শেষ তারিখ: ১৬ মে ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনে 
নিয়োগ প্রকাশের সূত্র: https://hotjobs.bdjobs.com

মানবিক সাহায্য সংস্থা (MSS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল নোটিশ:

মানবিক সাহায্য সংস্থা (MSS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল নোটিশ-1 মানবিক সাহায্য সংস্থা (MSS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল নোটিশ-2

মানবিক সাহায্য সংস্থা  আবেদনের যোগ্যতা:

 মানবিক সাহায্য সংস্থা এনজিও তে আবেদনের জন্য প্রার্থীর কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার প্রয়োজন রয়েছে| এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে সকল অভিজ্ঞতা  এবং বেতন স্কেল, পদের নাম, পদ সংখ্যা, বয়স সীমা, অন্যান্য সুবিধা বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো-

পদের নাম : প্রশিক্ষনার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (টিসিডিও) |

 পদের সংখ্যা : ১০০  জন |

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই  যে কোন বিষয়ে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর সমমান পাস করতে হবে

 বয়স : সর্বোচ্চ ৩২ বছর |

 চাকরির ধরন : প্রকল্প মেয়াদী |

 বেতন:১৬০০০/-থেকে ১৭০০০/- টাকা |

অন্যান্য সুবিধা: যাতায়াত ও মোবাইল ভাতা সহ, বিভিন্ন উৎসবের ভাতা দেওয়া হবে |

 কর্মস্থল : সংস্কার যেকোনো শাখা অফিস |

আবেদন করার পদ্ধতি:

যে সকল প্রার্থীগণ মানবিক সাজু সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদনের জন্য আগ্রহী তাদেরকে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী দুইটি পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন | আবেদনের জন্য কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী এই ওয়েবসাইট-https://hotjobs.bdjobs.com/jobs/mss/mss92.htm এর মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা ই-মেইল- hr@mssbd.org  এর মাধ্যমেও আবেদন করতে পারবেন| নিম্নে দেওয়া আবেদন বাটনে ক্লিক করেও প্রার্থীগণ আবেদন করতে পারবেন|

আবেদন করুন

আবেদন শুরুর তারিখ: ২১ এপ্রিল ২০২৪ তারিখ থেকে

আবেদনের শেষ তারিখ: ২০ মে ২০২৪ তারিখ পর্যন্ত|

প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা ও  শর্তাবলী:

মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদনের জন্য প্রার্থীর কিছু অতিরিক্ত যোগ্যতা ও শর্তাবলী অনুসরণ করতে হবে| ওই শর্তাবলী ও যোগ্যতার পরিপ্রেক্ষিতে প্রার্থীকে চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত করা হবে | সুতরাং সেই সকল যোগ্যতা ও শর্তাবলী নিম্নে তুলে ধরা হলো-

০১/ প্রার্থীর বয়স অবশ্যই সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত হতে হবে|

০২/ শিক্ষানবিশ কাল ০৬ মাস, তবে কর্ম ক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশ কাল কম বা বৃদ্ধি করা হবে|

 ০৩/ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয় তবে অভিজ্ঞ প্রার্থীদের অধিক অগ্রাধিকার দেয়া হবে |

০৪/ সংস্থার যে কোন কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে|

 ০৫/ যোগদানের সময়  মা/ বাবা/ আপন ভাই/ বোন/ নিকটতমকে (০২ জন) জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে |

০৬/ যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী ১০,০০০ /-টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যার সংস্থা ত্যাগ কালে সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে |

০৭/ সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যেকোনো কর্ম এলাকায় প্রার্থীকে বদলি করা হতে পারে |

সংস্থায় নিয়োগের পর প্রার্থীর দায়িত্ব ও কার্যাবলী:

মানবিক সাহায্য-সংস্থান নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পর প্রার্থী যখন যোগদান করবেন তখন কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী কিছু নির্দিষ্ট দায়িত্ব ও কার্যাবলী পালন করতে হবে| প্রার্থীর সেই নির্দিষ্ট কার্যাবলী ও দায়িত্ব নিম্নে তুলে ধরা হলো-

কেন্দ্র বা গ্রুপ তৈরি :

০১/প্রাথমিক জরিপ কার্যসম্পাদন করা, নির্ধারিত এলাকার মধ্যে কেন্দ্র তৈরি করা, উপযুক্ত সদস্য কেন্দ্রে ভর্তি করা  মূল দায়িত্ব ও কার্যাবলী |

০২/ সপ্তাহের নির্দিষ্ট দিনে ও সময়ে নিয়মিতভাবে কেন্দ্র মিটিং পরিচালনা করা, কেন্দ্রের প্রতিটি সদস্য সচেতনতা বৃদ্ধিসহ তাদেরকে কেন্দ্রের উপস্থিতির জন্য উৎসাহিত করা |

সদস্য ভর্তি: 

০৩/ সার্ভে ফরমেট এ Target people চিহ্নিত করা, ভর্তি ফরম সঠিকভাবে পূরণ করা এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি করা |

কেন্দ্র মিটিং :

০৪/ নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নিয়মিত কেন্দ্র মিটিং পরিচালনা করা এবং দলে বা গ্রুপে বসানো, হাজিরা  ডাকা,ঋণ ও সঞ্চয় আদায় করা|

০৫/ আদায়ের সাথে সাথে Pass book ও Collection Sheet এ সঞ্চয় ও কিস্তি Posting দেয়া, মিটিং শেষে অফিসে ফিরে Accounts এ টাকা জমা দেওয়া | 

সাধারণ জমা আদায় ও ফেরত :

০৬/ সকল সদস্যের নিকট থেকে সাধারণ জমা আদায় নিশ্চিত করা এবং পাশ বইয়ে এন্ট্রি নিশ্চিত করা|

০৭/ তিন মাস পর পর ফ্রেন্ডের পাস বই কালেকশন সিট ও সহকারী  খতিয়ানের ব্যালান্সিং করা|

ঋণ প্রস্তাবানা ও অনুমোদন

০৮/ কেন্দ্রের মিটিং এ ঋণের আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে সদস্য, সদস্যদের অভিভাবক, গ্রুপ চেয়ারম্যান ও কেন্দ্র প্রদানের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে ঋণ প্রস্তাব গ্রহণ করা |

 ঋণ বিতরণ বিষয়ক: 

০৯/ঋণ প্রদানের পর সদস্যদেরঋণের যথাযথ ব্যবহার তদারকি ও নিশ্চিত করা|

 ১০/ ঋণ বিতরণের পূর্বের দিন ঋণ সংক্রান্ত সকল কাগজপত্র প্রস্তুত করে হিসাব রক্ষকের নিকট বুঝিয়ে দেওয়া|

ঋণ আদায় :

 ১১/কেন্দ্রের মিটিংয়ে শৃঙ্খলা বজায় এর মাধ্যমে ঋণ ও সঞ্চয় পাসবই ও কালেকশন সিটে এন্ট্রিসহ কিস্তি ও সঞ্চয় আদায় করা এবং তা আদায় বিবরণীশিটে নিভুর্তভাবে এন্ট্রি দেওয়া|

আদায় সিট সংক্রান্ত:

১২/ সাপ্তাহিক/ মাসিক ভিত্তিতে ঋণ, সঞ্চয় এবং বিভিন্ন ফান্ড ও তহবিলের ব্যালেন্স মিলিয়ে নেওয়া |

প্রার্থীকে যে সকল বেতন ভাতা অসুবিধা প্রদান করা হবে:

০১/ প্রার্থীর মাসিক বেতন হবে শিক্ষানবিশকালে ১৬০০০/- টাকা থেকে ১৭০০০/- টাকা পর্যন্তএবং স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত করা হবে|

 ০২/ উৎসব ভাতা, মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে |

 ০৩/ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কর্মী নিরাপিল প্রদান করা হবে|

 ০৪/ মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ( প্রযোজ্য ক্ষেত্রে) ভ্রমণ ভাতা প্রদান করা হবে|

০৫/ চিকিৎসা অনুদান, মৃত্যু বা দুর্ঘটনা জনিত (  বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হবে|

যোগাযোগের মাধ্যম

 মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগাযোগের জন্য নিম্নে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারবেন-

  • হেল্পলাইন নম্বর: ০২৪৮১১৩১৬৫,০২৪৮১১৬৩০৫ এ কল করুন।
  •  ই-মেইল: info@mssbd.org ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  •   অফিসিয়াল ওয়েবসাইট: http://mssbd.org 

মানবিক সাহায্য সংস্থার পরিচয়

 সংক্ষিপ্ত পরিচয়: মানবিক সাহায্য সংস্থা(MSS) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা | মানবিক সাহায্য সংস্থা গঠিত হয় ১৯৭৪ সাল থেকে| সাহায্য সংস্থা দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে| বর্তমান সংস্থার প্রায় ১৬২ টি শাখার মধ্যে ক্ষুদ্র ঋণ ও মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তার ঋণ কার্যক্রম চলমান রয়েছে| 

নতুন সকল চাকরি

 নতুন সকল ধরনের সরকারি, বেসরকারি , এনজিও, ব্যাংক, ডিফেন্স চাকরির খবর আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে | আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির চাকরির সন্ধান পাবেন আমাদের ওয়েবসাইট এ তাই ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করবেন ওয়েবসাইটের নাম-bdjobgovt.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock