মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Moulvibazar DC Office Job Circular 2024) ০১ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। মৌলভীবাজার আর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে https://moulvibazar.gov.bd/ প্রকাশিত করেছে । মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে ০২ টি পদে মােট ০৯ জন লােক নিয়ােগ দেওয়া হবে। মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় সার্কুলার ২০২৪ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন| আবেদন শুরু তারিখ ১০ মার্চ ২০২৪ তারিখ হতে ১০ এপ্রিল পর্যন্ত।যে সকল প্রার্থীগণ District Commissioner Office Job Circular 2024 –আবেদন করতে চান তারা পোস্টটি ভালো করে দেখবেন।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় চাকরির বিজ্ঞপ্তি ২০২৪ সংক্ষিপ্ত রূপ
প্রতিষ্ঠানের নাম: | মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় |
নিয়োগ প্রকাশের তারিখ: | ০১ মার্চ ২০২৪ |
পদের সংখ্যা: | ০২ টি পদে মােট ০৯ জন |
বয়সসীমা: | ১৮-৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স ১৮ থেকে ৩২) |
শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
চাকরির ধরন: | সরকারি |
অফিসিয়াল ওয়েব সাইট: | https://moulvibazar.gov.bd/ |
আবেদনের শুরু তারিখ: | ১০ মার্চ ২০২৪ |
আবেদনের শেষ তারিখ: | ১০ এপ্রিল ২০২৪ |
আবেদনের মাধ্যম: | অনলাইনে |
নিয়োগ প্রকাশের সূত্র: | https://moulvibazar.gov.bd/ |
আবেদনের ঠিকানা: | http://dcmbr.teletalk.com.bd/ |
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় ২০২৪ সার্কুলার পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে। যে সকল প্রার্থী মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় চাকরির বিজ্ঞপ্তিটি আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পরবেন। মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ এবং শিক্ষাগত যোগ্যতা ,বেতন অন্যান্য সুবিধা সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতনঃ ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০) টাকা।
পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতনঃ ৮২৫০-২০,০১০/- (গ্রেড-২০) টাকা।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
যে সকল প্রার্থীগণ মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী তারা খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://dcmbr.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।
আবেদনের শুরু সময় :১০ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় :১০ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।
আবেদন করুন
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে আবেদন ফি১০০/- টাকা teletalk এর ফি বাবদ ১২/- টাকা মোট ১১২/- টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
প্রথম SMS :DCMBR <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে |
Reply : Applicant’s Name, TK-223 will be charged as application fee . Your PIN is 12345678 .To pay fee Type DCMBR<space>YES<space>PIN লিখে SEND করতে হবে16222 নম্বরে |
দ্বিতীয় SMS :DCMBR <space>YES <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে
Example: DCMBR YES 12345678
Reply : Congratulations Applicant’s Name, payment completed successfully for xxxx Application for xxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) .
SMS পুনরুদ্ধার করার পদ্ধতি :
শুধুমাত্র টেলিটক প্রি- পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ,Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন ( প্রযোজ্য ক্ষেত্রে) |
প্রথমে,User ID জানা থাকলেDCMBR<space>Help <space>User <space> User ID & Send to 16222
Example: DCMBR HELP ABCDEF & send to 16222
PIN Number জানা থাকলে: DCMBR<space>Help <space>PIN <space> PIN no & send to 16222.
Example: DCMBR HELP PIN 12345678 & send to 16222.
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://moulvibazar.gov.bd/ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
প্রবেশপত্র ডাউনলোড
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
যে সকল ব্যক্তি মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে চান তাদেরকে অবশ্যই Online এর মাধ্যমে আবেদন করতে হবে | মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় আবেদনের জন্য আপনাকে এই ওয়েবসাইটটিতে-http://dcmbr.teletalk.com.bd/ ভিজিট করতে হবে | আবেদন করার নিয়ম তুলে ধরা হলো-
- প্রথমে আপনি কে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এই ওয়েবসাইটটি- http://dcmbr.teletalk.com.bd/ ভিসিট করতে হবে |
- ওয়েবসাইটে ভিজিটের পর Application form চলে আসবে |
- Application form এ দেওয়া নির্দেশনা অনুযায়ী সকল কিছু পূরণ করতে হবে |
- সকল তথ্য পূরণের পর submit বাটনে ক্লিক করতে হবে |
- অনলাইনে আবেদন পত্র পূরণ ও আবেদন জমা শুরুর তারিখ : ১০/৩/২০২৪ সকাল ৯ ঘটিকা থেকে |অনলাইনে আবেদন পত্র প্রার্থী তার রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০ xপ্রস্থ ৩০০ )pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে
- অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন পত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন|
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় আবেদনের গুরুত্বপূর্ণ কাগজপত্র
ক.আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে |সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিয়ে উপস্থিত হতে হবে |
খ.মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা মেয়র/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ |
গ.জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধনের আবেদনের জন্য প্রয়োজন হবে |
ঘ.জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধনের আবেদনের জন্য প্রয়োজন হবে |
ঙ.আবেদন কাদের পাসপোর্ট সাইজের রঙিন ০৩ কপি সত্যায়িত ছবি |
চ. বীর মুক্তিযোদ্ধার কোটা আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র |
ছ.নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্ব প্রার্থীর চারিত্রিক প্রতিপাদক করা হবে |প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিল কৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নক করবা অসাধু উপায় অবলম্বন করলে আবেদন/ নিয়ম বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে |
হেল্পলাইন/যোগাযোগ
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগে Online-এ আবেদনের সময় আবেদনকারী গণ যদি কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
- হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
- ই-মেইল: alljobs.query@teletalk.com.bd / dcmoulvibazar@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
- ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.moulvibazar.gov.bd
জেলা প্রশাসকের কার্যালয়ের সংক্ষিপ্ত পরিচয়
জেলা প্রশাসকের ব্রিটিশ আমলে প্রথম পত্রের নাম ছিল ডিস্ট্রিক কালেক্টর | তাই এখনো পরবর্তী সময় থেকে জেলা প্রশাসকের কার্যালয় কে ঐতিহ্যগতভাবে কালেক্টরেট হিসেবে অব্যাহিত করা হয় | জেলা প্রশাসনের কাজ হল নিয়ন্ত্রণ ,ব্যবস্থাপনা, পরিচালনা , তত্ত্বাবধ্বন নীতিমালা, বাস্তবায়ন ইত্যাদি |জেলা প্রশাসক সরকারের একজন গুরুত্বপূর্ণ আমলা | জেলা প্রশাসক বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে | জেলা প্রশাসক একই সাথে ডেপুটি কমিশনার, জেলা কালেক্টর এবং জেলা ম্যাজিস্ট্রেট | তাই জেলা প্রশাসক একসাথে অনেকগুলো কর্মসূচি পালন করে থাকে যেমন: দুর্যোগ ব্যবস্থাপনা ,আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় সাধন করা, ভূমি ব্যবস্থা পরিচালনা, সাধারণ ও অস্থায়ী নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার হিসেবে কাজ করে থাকেন ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক| জেলা প্রশাসক মূলত মন্ত্রী পরিষদ বিভাগের একজন প্রতিনিধি | জেলা প্রশাসককে সংক্ষেপে ডিসি বলা হয় | জেলা প্রশাসক মন্ত্রী পরিষদ বিভাগের কাছে জবাবদিহি করেন | জেলা প্রশাসকের নিয়োগ কর্তা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয় | জেলা প্রশাসন প্রথম গঠিত হয় ১৭৭২ সালে |
২০২৪ সালের নতুন চাকরির খবর
২০২৪ সালের নতুন চাকরির খবর এই ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পারবেন| ওয়েব সাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন-www.bdjobgovt.com |
জেলা প্রশাসকের দায়িত্ব ও কর্তব্য:
০১/ জেলা প্রশাসক নির্দিষ্ট জেলা রাজস্ব অফিস সমূহের কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করে এবং তত্ত্বাবধান ও পরীক্ষণ করে থাকে|
০২/ জেলা প্রশাসক দায়িত্ব জেলার ভূমি রেকর্ড রক্ষণাবেক্ষণ এবং হালনাগাদ করন করে থাকেন |
০৩/ জেলা প্রশাসক নির্দিষ্ট জেলার কৃষি ও কৃষি খাস জমি এবং অন্যান্য সরকারি সম্পত্তির বন্দোবস্ত করেন এবং কর্মসূচি পালন করে থাকেন |
০৪/ জেলা প্রশাসন নির্দিষ্ট জেলার সরকারি কর বহির্ভূত রাজস্ব আদায় এবং রাজস্ব সংক্রান্ত হিসাব বিবরণে সরকারের কাছে প্রেরণ করেন |
০৫/ এ ছাড়া জেলা প্রশাসন রাজস্ব মামলায় আপিল শুনানি দেন, রাজস্ব সংক্রান্ত অভিযোগ তদন্ত করেন, হাট বাজার ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য কর্মসূচি পালন করেন, নতুন হাট বাজার স্থাপন করেন এছাড়া হাট বাজার এর পেরিফেরি নির্ধারণ করেন |
০৬/ জেলা প্রশাসন সরকারের রেকর্ড রুম ব্যবস্থাপনা এবং সরকারি দলিল পত্রাদীর নকল সরবরাহ করেন |
০৭/ জেলা প্রশাসন সরকারের অর্পিত, জমি, খাস জমি, পরিত্যক্ত সম্পত্তি এবং বিনিময়ে সম্পত্তির ব্যবস্থাপনা করে থাকেন |