অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৭ মার্চ ২০২৪ তারিখে| নারী-পুরুষ উভয় প্রার্থী অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন | অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরুর তারিখ ১৭ এপ্রিল ২০২৪ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ১৬ মে ২০২৪ তারিখ পর্যন্ত |অর্থ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদনের জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে |অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে এবং পদের নাম ,পদের সংখ্যা,বেতন স্কেল এবং অন্যান্য সুবিধা বিস্তারিত এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন |Ministry of Finance Job Circular 2024বিস্তারিত সকল তথ্য নিম্নে তুলে ধরা হলো |
অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সংক্ষিপ্ত রূপ –
প্রতিষ্ঠানের নাম: | অর্থ মন্ত্রণালয় |
নিয়োগ প্রকাশের তারিখ: | ২৭ মার্চ ২০২৪ |
নিয়োগ বিজ্ঞপ্তি সংখ্যা: | ০৬ টি পদে ৪৮ জন |
বয়সসীমা: | ১৮ থেকে ৩০ বছর ( মুক্তিযোদ্ধা কোটায় ১৮ থেকে ৩২ বছর) |
শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি, এইচএসসি এবং স্নাতকোত্তর ডিগ্রী |
চাকরির ধরন: | সরকারি |
অফিসিয়াল ওয়েব সাইট: | www.mof.gov.bd |
আবেদনের শুরু তারিখ: | ১৭ এপ্রিল ২০২৪ |
আবেদনের শেষ তারিখ: | ১৬ মে ২০২৪ |
আবেদনের মাধ্যম: | অনলাইনে |
নিয়োগ প্রকাশের সূত্র: | www.mof.gov.bd |
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিশিয়াল নোটিশ –
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কিছু পদের নিয়োগ প্রকাশিত হয়েছে| সেই সকল পদের জন্য আবার নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে| তাই শূন্য পদ সমূহের নাম এবং পদের সংখ্যা, বেতন স্কেল, গ্রেড, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সকল তথ্য বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো:
০১/ পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা:০৮ টি
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যইকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি অধিকারী হতে হবে|
অভিজ্ঞতা: কম্পিউটার মুদ্রাক্ষাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ টাইপিং এর দক্ষতা থাকতে হবে | সংশ্লিষ্ট বিষয়ে-Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে|
বেতন স্কেল:১১০০০/- থেকে ২৬৫৯০/- টাকা|
গ্রেড:১৩|
০২/ পদের নাম:সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১৩ টি
শিক্ষাগত যোগ্যতা:প্রার্থীকে অবশ্যইকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি|
অভিজ্ঞতা:কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল,ফ্যাক্স মেশিনইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে |সাঁটলিপিতে সর্বনিম্ন গতি( প্রতি মিনিটে) ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপিং এর দক্ষতা থাকতে হবে |
বেতন স্কেল: ১১০০০/- থেকে ২৬৫৯০/- টাকা|
গ্রেড:১৩|
০৩/ পদের নাম:অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১৪টি
শিক্ষাগত যোগ্যতা:প্রার্থীকে অবশ্যইকোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে|
অভিজ্ঞতা:প্রার্থীর মধ্যে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তের দক্ষতা থাকতে হবে |কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল,ফ্যাক্স মেশিনইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে |কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতিতে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ টাইপিং এর দক্ষতা থাকতে হবে |
বেতন স্কেল: ৯৩০০/- থেকে ২২৪৯০/- টাকা|
গ্রেড:১৬|
০৪/ পদের নাম:ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর|
পদ সংখ্যা:০১ টি
শিক্ষাগত যোগ্যতা:কোন শীঘ্রই তো বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে|
অভিজ্ঞতা:কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতিতে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ টাইপিং এর দক্ষতা থাকতে হবে |সংশ্লিষ্ট বিষয়ে-Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে|
বেতন স্কেল: ৯৩০০/- থেকে ২২৪৯০/- টাকা|
গ্রেড:১৬|
০৫/ পদের নাম: অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা:০২ টি
শিক্ষাগত যোগ্যতা: :প্রার্থীকে অবশ্যইকোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে|
অভিজ্ঞতা: প্রার্থীর কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ টাইপিং এর দক্ষতা থাকতে হবে |কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল,ফ্যাক্স মেশিনইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে |
বেতন স্কেল: ৯৩০০/- থেকে ২২৪৯০/- টাকা|
গ্রেড:১৬|
০৬/ পদের নাম:অফিস সহায়ক|
পদ সংখ্যা:১০টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |
অভিজ্ঞতা:নির্দিষ্ট কোন দক্ষতার প্রয়োজন নেই|
বেতন স্কেল:৮২৫০/- থেকে ২০০১০/- টাকা|
গ্রেড:২০|
আবেদন করার পদ্ধতি:
যে সকল প্রার্থীগণ অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তাদেরকে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে| কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী অবশ্যই অনলাইন এর মাধ্যমে আবেদনের নির্দেশ প্রদান করা হয়েছে| অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইট- http://mof.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে হবে| যদি কোন প্রার্থী সরাসরি অথবা ডাকযোগে আবেদন করেন তাহলে তা অযোগ্য বলে গণ্য হবে এবং তা গ্রহণ করা হবে না|আবেদনের জন্য নিচে দেওয়া আবেদন বাটনে ক্লিক করেও আবেদন করতে পারবেন|
আবেদন করুন
আবেদন শুরুর তারিখ: ১৭ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে
আবেদনের শেষ তারিখ:১৬ মে ২০২৪ তারিখ রাত ১২ টা পর্যন্ত |
অনলাইনে আবেদন পত্র প্রার্থী তার স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০X প্রস্থ ৮০ Pixel ) ও রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০ Pixel ) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে | ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে |
প্রার্থী অনলাইনে পুরোনো কিছু আবেদন পত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করে রাখবেন |
আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি :
Online এ আবেদনপত্র (Application Form ) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদন পত্র submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে | নির্ভুলভাবে আবেদন পত্র submit সম্পূর্ণ করা হলে প্রার্থী একটি User ID ,ছবি এবং সাক্ষ্য যুক্ত একটি Application’s Copy পাবেন | আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Application’s Copy তে তার সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর যুক্ত থাকা এবং এর সঠিক কথার বিষয়টি নিশ্চিত করে PDF Copy Download ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন |Application copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User id নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন teletalk pre- paid মোবাইল ফোন নম্বরের মাধ্যমে 02 টি SMS করে |ক্রমিক নং ০১ থেকে ০৫ বর্ণিত পদ সমূহের আবেদন ফি অফেরতযোগ্য ২০০/- টাকাও টেলিটক সার্ভিস বাবদ ২৩ টাকা মোট ২২৩/- টাকা, ক্রমিক নং ০৬ এ বর্ণিত পদ সমূহের আবেদন ফি অফেরতযোগ্য ১০০/- টাকা টেলিটক সার্ভিস বাবদ ১২/- টাকা মোট ১১২/- টাকা,Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন| এখানে বিশেষ উল্লেখযোগ্য যে Online -এ আবেদন পত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলে পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদন পত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না |
SMS প্রেরণের নিয়মাবলী :
প্রথম SMS :MOF <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে |
Example: MOF ABCDEF & Send to 16222
Reply : Applicant’s Name,TK (Application fee ) will be charged as application fee . Your PIN is 12345678 .To pay fee Type MOF<space>YES<space>PIN লিখে SEND করতে হবে16222 নম্বরে |
দ্বিতীয় SMS :MOF <space>YES <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে
Example:MOF YES 12345678
Reply : Congratulations Applicant’s Name,payment completed successfully for xxxx Application for xxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) .
SMS পুনরুদ্ধার করার পদ্ধতি :
শুধুমাত্র টেলিটক প্রি- পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ,Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন ( প্রযোজ্য ক্ষেত্রে) |
প্রথমে,User ID জানা থাকলে MOF<space>Help <space>User <space> User ID & Send to 16222
Example:MOF HELP ABCDEF & send to 16222
PIN Number জানা থাকলে:MOF<space>Help <space>PIN <space> PIN no & send to 16222.
Example:MOF HELP PIN 12345678 & send to 16222.
প্রবেশপত্র ডাউনলোড
প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে- (http://mof.teletalk.com.bd/ ) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ( শুধুমাত্র যোগ্য প্রার্থীকে) যথাসময়ে জানানো হবে | Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাক্তন নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্জনীয় | প্রার্থীর প্রবেশ পত্রটির লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন | SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে|
অর্থ মন্ত্রণালয় নিয়োগে অনলাইনে আবেদন করার পদ্ধতিঃ
অর্থ মন্ত্রণালয় নিয়োগপরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত http://mof.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার সঠিক নিয়ম ধাপে ধাপে দেওয়া হল –
- প্রথমে,আবেদন করার জন্য এই ওয়েবসাইটে http://mof.teletalk.com.bd/ ভিজিট করুন।
- তারপর,“Application Form” অপশনে ক্লিক করুন।
- আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
- এরপর,“Next” বোতামে ক্লিক করুন।
- অর্থ মন্ত্রণালয় চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
- সঠিক তথ্য দিয়ে কর কমিশন কার্যালয় চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
- আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
- ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
- অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে অর্থ মন্ত্রণালয় চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শর্তাবলী :
অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীগণ আবেদন করতে ইচ্ছুক তাদেরকে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী কিছু শর্তাবলী পালন করতে হবে সে সকল শর্তাবলী নিম্নে তুলে ধরা হলো-
১/ Online এ আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সময় কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন |
২/প্রার্থী Online পূরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন |
৩/ সকল পদের প্রার্থীর বয়স আগামী ১.৩.২০২৪ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে | তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিল যোগ্য | বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না|
৪/এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ০১ ও ০৪ নং ক্রোমিকের শূন্য পদ পূরণে “সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পারসোনাল নিয়োগ বিধিমালা ২০১৯, এবং”ক্রমিক- ০২,০০৩ ও ০৬ এর শূন্য পদ সমূহ পূরণে “বাংলাদেশ সচিবালয়( ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী) নিয়োগবিধিমালা, ২০১৪ ( সংশোধিত ২০২০),০৫ নং ক্রমিকের শূন্য পদ পূরণে “মন্ত্রণালয় ও বিভাগ সমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮”অনুসরণ করা হবে | এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি- বিধান/আদেশ/ নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে |
৫/মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকারের প্রশিক্ষণের সনদপত্র, পুরনকৃত Application from প্রবেশপত্রসহ সকল কাগজপত্র ০১ সেটসত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে | এছাড়া এতিম নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীও আনসার ও গ্রাম প্রতিরক্ষার কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রদর্শন করতে হবে |
৬/সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে | ০১,০২,০৩,০৪ ও০৫ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ০৬ নং ক্রমিক এ বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে |
৭/সরকারি/ আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিগত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কারী কর্তৃক কর্তৃপক্ষ প্রদত্ত অনআপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে |
৮/ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিমালা এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি–বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে |
৯/ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত/ বাতিল/ প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করেন |
১০/ প্রাপ্ত আবেদন প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত,ব্যবহারিক( প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় এর ওয়েবসাইট –www.mof.gov.bd এবং এসএমএস এর মাধ্যমে প্রার্থীর মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে |
১১/ নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগ কারিব কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে |
১২/ একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন |
১৩/ উল্লেখিত সকল পদে নিয়োগের নিমিত লিখিত পরীক্ষা একই তারিখ ও একই সময়ে অনুষ্ঠিত হবে |
যোগাযোগের মাধ্যম
প্রার্থী যদি আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া এই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন |
- হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
- ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
- অফিসিয়াল ওয়েবসাইট:www.mof.gov.bd
অর্থ মন্ত্রণালয়ের পরিচয়
সংক্ষিপ্ত পরিচয়: অর্থ মন্ত্রণালয় হল বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী একটি মন্ত্রণালয়| অর্থ মন্ত্রণালয় মূলত বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের অর্থনৈতিক, জাতীয় বাজেট প্রণয়ন, অর্থসংশ্লিষ্ট সকল ধরনের আইন, বিধি- বিধানপ্রণয়ন এবং বাস্তবায়নের জন্য কাজ করে থাকে| অর্থ মন্ত্রণালয় গঠন করা হয় ১৯৭১ সাল থেকে| অর্থমন্ত্রণালয়ের সদর দপ্তর অবস্থিত বাংলাদেশ সচিবালয়, ঢাকা| অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন আবুল হাসান মাহমুদ আলী | এছাড়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ওয়াসিকা আয়েশা খান | অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা হল অর্থবিভাগ ,আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ|
নতুন সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি
আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে বিজ্ঞপ্তিতে প্রবেশ করে আবেদনে ক্লিক করে আবেদন করতে পারবেন | তাই ওয়েব সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন-bdjobgovt.com |