কৃষি মন্ত্রণালয় নিয়োগ ২০২৪ সার্কুলার-Ministry of Agriculture MOA Job Circular 2024

Contents hide
2/5 - (5 votes)

কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি২০২৪ সালের সার্কুলার আবার প্রকাশিত হয়েছে|যে সকল প্রার্থী কৃষি মন্ত্রণালয় নিয়োগ দেওয়ার জন্য ইচ্ছুক তারা আমাদের পোস্টটি ফলো করুন| আমাদের পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে কৃষি মন্ত্রণালয় আবেদন করতে হয় ,আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন, লিখিত এবং মৌখিক পরীক্ষার বিবরণ, আবেদনের  সময়সূচী,পরীক্ষার কেন্দ্র ,পরীক্ষার সময়সূচি বিস্তারিত সম্পর্কে আমরা জানাবো|কৃষি মন্ত্রণালয় আবেদনের শেষ তারিখ ২৯ শে ফেব্রুয়ারি ২০২৪| অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক পাসের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন যোগ্যতার লোক নিয়োগ করা হবে 

কৃষি মন্ত্রণালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্ষিপ্ত বিবরণ-

প্রতিষ্ঠানের নাম কৃষি মন্ত্রণালয়
প্রকাশের তারিখ ০৮ ফেব্রুয়ারি ২০২৪
চাকরির ধরন সরকারি চাকরি
প্রকাশ সূত্র অনলাইন
পদ সংখ্যা ০৯ টি
লোক সংখ্যা ৩১ জন
আবেদন করার মাধ্যম অনলাইনে
শিক্ষাগত যোগ্যতা অফিশিয়াল নোটিশে দেখুন
আবেদন করার শুরুর তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আবেদন করার শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট http://moa.gov.bd
আমাদের ওয়েবসাইট bdjobgovt.com

কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির  ২০২৪ অফিশিয়াল নোটিশ

কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-2কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-3কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-4

 

কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির পদের নামসমূহ ও শিক্ষাগত যোগ্য : 

কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কিছু পদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে |  শূন্য পদের নাম সমূহ এবং শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল নিম্নে তুলে ধরা হলো-

১/পদের নাম: মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা 

পদ সংখ্যা: ০২টি

 শিক্ষাগত যোগ্যতা: পুষ্টি বা গার্হস্থ্য অর্থনীতি অথবা খাদ্য ও পুষ্টি পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ মাস্টার অফ ফিলসফি বা মাস্টার অফ প্রফেশনাল স্টাডিজ ডিগ্রী |

 অন্যান্য যোগ্যতা: সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান হতে পুষ্টিক গবেষণা ও প্রশিক্ষণ কাজের ১৭ বছরের বাস্তব অভিজ্ঞতা | সংশ্লিষ্ট বিষয় পিএইচডি ডিগ্রি এবং সরকারি বা আধার সরকারি প্রতিষ্ঠানে ফলিত পুষ্টি বিষয়ে উন্নয়ন অথবা গবেষণা প্রকল্প প্রণয়ন, বাস্তব ও ব্যবস্থাপনা বিষয়ে ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা | বিজ্ঞান বিষয়ক জার্নালে ফলিত পুষ্টি বিষয়ে গবেষণার উপর ৮ টি গবেষণা প্রশাসনা থাকতে হবে |

 বেতন স্কেল:  ৫০০০০/-থেকে ৭১২০০/- টাকা

গ্রেড: ৪, বয়স সীমা- ৪৯ বছর 

 

 ২/পদের নাম: উপ-পরিচালক 

পদ সংখ্যা: ০১টি

 শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রী সহ |

 অন্যান্য যোগ্যতা: সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান হতে পুষ্টিক গবেষণা ও প্রশিক্ষণ কাজের ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা | শিক্ষাজীবনে একটিতে প্রথম বিভাগ থাকতে হবে; তবে কোন পরীক্ষায় যদি তৃতীয় বিভাগ  গ্রহণযোগ্য নয় |

 বেতন স্কেল: ৪৩০০০/-থেকে ৬৯৮৫০/- টাকা

গ্রেড: ৫, বয়স সীমা- ৪০ বছর

 

 ৩/পদের নাম: ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা 

পদ সংখ্যা: ০২টি

 শিক্ষাগত যোগ্যতা: পুষ্টি বা খাদ্য ও পুষ্টি পরিকল্পনা, গার্হস্থ্য অর্থনীতি, বা ফুট টেকনোলজি বা প্রাণ রসায়ন বা কৃষি বা উদ্ভিদবিজ্ঞান বা মৎস্য বা পশুপালন বা পরিসংখ্যান বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী বা মাস্টার অফ প্রফেশনাল স্টাডিজ ডিগ্রী থাকতে হবে  |

 অন্যান্য যোগ্যতা: সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান হতে পুষ্টিক গবেষণা ও প্রশিক্ষণ কাজের ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা | সংশ্লিষ্ট বিষয় পিএইচডি  ডিগ্রিধারীদের ক্ষেত্রে অভিজ্ঞতার  শিথিল যোগ্য | বিজ্ঞান বিষয়ক জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে তিনটি প্রশাসক প্রকাশনা থাকিতে হইবে | শিক্ষাজীবনে একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকিতে হইবে তবে পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না |

 বেতন স্কেল:৩৫০০০/-থেকে ৭১২০০/- টাকা

গ্রেড:৬, বয়স সীমা- ৪০ বছর 

 

৪/পদের নাম:প্রোগ্রামার

পদ সংখ্যা: ০১টি

 শিক্ষাগত যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পারসোনাল নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী| কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল বা ইনফর্মেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশিষ্ট্য বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সহ 04 বছরের স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে|

 অন্যান্য যোগ্যতা:কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান হতে সিনিয়র কম্পিউটার অপারেটর সরকারি প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসেবে ন্যূনতম ০৪ বছরের চাকরি থাকতে হবে| বারটান কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |

 বেতন স্কেল:৩৫০০০/-থেকে ৭১২০০/- টাকা

গ্রেড:৬, বয়স সীমা- ৩৫বছর 

 

৫/পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা 

পদ সংখ্যা: ২২টি

 শিক্ষাগত যোগ্যতা: পুষ্টি বা খাদ্য ও পুষ্টি পরিকল্পনা, গার্হস্থ্য অর্থনীতি, বা ফুট টেকনোলজি বা প্রাণ রসায়ন বা কৃষি বা উদ্ভিদবিজ্ঞান বা মৎস্য বা পশুপালন বা পরিসংখ্যান বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী বা মাস্টার অফ প্রফেশনাল স্টাডিজ ডিগ্রী থাকতে হবে  |

 অন্যান্য যোগ্যতা:শিক্ষাজীবনে একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকিতে হইবে তবে পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না |

 বেতন স্কেল:২২০০০/-থেকে ৫৩০৬০/- টাকা

গ্রেড:৯, বয়স সীমা-  ৩০ বছর 

 

৬/পদের নাম: সহকারী প্রকৌশল

পদ সংখ্যা:  ০১টি

 শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ কৌশল বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী  

 বেতন স্কেল:২২০০০/-থেকে ৫৩০৬০/- টাকা

গ্রেড:৯, বয়স সীমা-  ৩০ বছর 

 

৭/পদের নাম: সহকারী  বৈজ্ঞানিক

পদ সংখ্যা:   ০৩টি

 শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রী বা কৃষি বা মৎস্য বা পশুপালন বিষয়ে ডিপ্লোমা |

 বেতন স্কেল: ১৬০০০/-থেকে ৩৮৬৪০/- টাকা

গ্রেড:১০, বয়স সীমা-  ৩০ বছর 

 

 ৮/পদের নাম: উপসহকারী প্রকৌশল

পদ সংখ্যা: ০১টি

 শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ কৌশল বিষয় দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা |

 বেতন স্কেল: ১৬০০০/-থেকে ৩৮৬৪০/- টাকা

গ্রেড:১০, বয়স সীমা-  ৩০ বছর 

 

৯/পদের নাম:উপসহকারী প্রকৌশল

পদ সংখ্যা:    ০১টি

 শিক্ষাগত যোগ্যতা:  পৌর কৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা |

 বেতন স্কেল: ১৬০০০/-থেকে ৩৮৬৪০/- টাকা

গ্রেড:১০, বয়স সীমা-  ৩০ বছর 


বাংলাদেশ-ফলিত-পুষ্টি-গবেষণা-ও-প্রশিক্ষণ-ইনস্টিটিউট-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৪-1

অনলাইনে আবেদন করার পদ্ধতি:

 যে সকল প্রার্থীগণ কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী তাদেরকে কর্তৃপক্ষ দান নির্দেশনা অনুযায়ী অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে| অনলাইনের মাধ্যমে আবেদন করতে এই ওয়েবসাইটে-http://birtan.teletalk.com.bd ভিজিট করতে হবে অথবা নিম্নে দেওয়া আবেদন বাটনে ক্লিক করো আবেদন করতে পারবেন |

 আবেদন

 আবেদন শুরুর তারিখ: ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৯ টা থেকে

 আবেদনের শেষ তারিখ: ২৯ শে ফেব্রুয়ারি  ২০২৪ সন্ধ্যা ছয়টা পর্যন্ত

কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের কিছু শর্তাবলী: 

১|অনলাইনে আবেদন শুরু ১৪ই ফেব্রুয়ারি  ২০২৪ সকাল ৯ ঘটিকা |  

২|আবেদনের শেষ তারিখ ২৯ শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ৬ ঘটিকা  |   

 | বিজ্ঞপ্তির এক থেকে চার ক্রমিকের পদে আবেদনকারীদের আবেদন পত্র অনলাইনে জমাদানের শেষ তারিখ অর্থাৎ শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে প্রার্থীর অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রশিক্ষণ স্বীকৃত জার্নালে প্রকাশিত প্রকাশনা গ্রহণযোগ হবে না না থাকলে আবেদন করার প্রয়োজন নেই | ১০ ই মার্চ ২০২৪ তারিখের মধ্যে বার্টান প্রদান কার্যালয় প্রেরণ করতে হবে ,প্রমাণ যাচাই পূর্বক লিখিত ও মৌখিক পরীক্ষার এডমিট কার্ড প্রদান করা হবে|    

৪| ক্রমিকের প্রোগ্রামার পদে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি ১ শাখার ১৬.০১.২০২২ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১২.০২৩.২ ০২ ০৭ নম্বর স্মারক অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা ২০১৯ এর অন্তর্ভুক্ত প্রোগ্রামার ও অন্যান্য উচ্চতরগ্রেডের পদক সমূহ সরাসরি নিয়োগের ক্ষেত্রে একই গ্রেডের সময় পদে প্রার্থী নির্বাচনকালে প্রকল্পে কর্মরতদের চাকরি কালকে ফিডার  পদের অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই |

৫|এক থেকে চার ক্রমিকের  পদ সমূহে আবেদনকারী প্রার্থীদের বয়স সীমার  মধ্যে হতে হবে| বিজ্ঞপ্তির   ১-৯নংক্রমিকের পদ সমূহে আবেদনকারীর বয়স ১ইফেব্রুয়ারি ২০২৪ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে তবে শুধুমাত্র( বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ ৩২ বছর) পর্যন্ত শিথিল যোগ্য| বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি সনদের সপ্তাহিত কপি “এ” লেভেল এবং “এ” লেভেল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত প্রমাণ জমা দিতে হবে |বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না|

৬| সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিতেনিয়োজিত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় আনাপত্তি দাখিল করবেন|

৭| প্রার্থীর যোগ্যতা যাচাই এবং মৌখিক পরীক্ষার সময় কিছু মূল্যবান কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে তা অবশ্যই সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে|

যে সকল কাগজপত্র নিয়ে পরীক্ষায় উপস্থিত হতে হবে তা নিম্ন উল্লেখ করা হলো:

ক. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ)|

 খ. প্রার্থীর যে সিটি কর্পোরেশন /ইউনিয়ন /পৌরসভা ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌর মেয়র /কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের|

গ. বয়সসীমা শিথিলের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোঠা দাবির সমর্থনে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ /মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হলে যথাযথ কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র|

ঘ. জাতীয় পরিচয় পত্র(NID)/ জন্ম সনদের সত্যায়িত ফটোকপি |অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের কপি (Applicants Copy) ও (Admit Card)|

কৃষি মন্ত্রণালয় আবেদনের ফি জমা দেওয়ায় SMS এর নিয়মাবলী:

প্রথমSMS:BIRTAN<space>User ID লিখে Send  করতে হবে 16222  নম্বরে|

Example :BIRTAN ABCDEF

Reply: Applicant’s Name,TK-669/558

Will be charged as application fee. Your PIN is 12345678.To pay fee Type BIRTAN <space>Yes<space> PIN and send to 16222

দ্বিতীয় SMS:BIRTAN <space>YES<space>PIN লিখে send করতে হবে16222  নম্বরে|

Example: BIRTAN Yes 12345678

Reply: Congratulation Applicant’s Name. payment completed successfully for BIRTAN Application for (post name) User ID (ABCDEF) and Password (abcd)

SMS সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

দ্বিতীয়SMS  টি পাঠানোর পর ফিরতি এসএমএস এ Password পাবেন| SMS এর মাধ্যমে প্রাপ্ত User IDএবংPassword টি ভবিষ্যৎ প্রয়োজন এর জন্য সংরক্ষণ করে রাখবেন |SMSএর প্রাপ্তUser ID এবংPassword  ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর ,পদের নাম ,ছবি ,পরীক্ষার তারিখ, সময় বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশ পত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন|  প্রার্থী প্রবেশ পত্রটি পরবর্তীতে সকল পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবে|  শুধুমাত্র টেলিটক  প্রি -প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী এসএমএস পদ্ধতির মাধ্যমে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন |

এসএমএস পুনরুদ্ধার করার পদ্ধতি :

শুধুমাত্র টেলিটক প্রি-প্রেইডমোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তিত নিম্ন বর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password  পুনরুদ্ধার করতে পারবেন( প্রযোজ্য ক্ষেত্রে)|

১)User ID  জানা থাকলে: BIRTAN <space>Help<space>User<space>User ID & Send to 16222.

Example: BIRTAN HELP USER ID  *****

২)PIN Number জানা থাকলে :BIRTAN <space> Help <space>PIN<space> PIN No & Send to 16222 .

Example: BIRTAN HELP PIN 12345678

বিশেষ দৃষ্টি আকর্ষণ 

অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না |

হেল্পলাইন/ যোগাযোগ

 অনলাইনে আবেদনের সময় প্রার্থী কোন সমস্যা সম্মুখীন হলে নিম্ন যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন:

 মোবাইল নম্বর: ১২১

ই-মেইল:www.birtangov.com

Facebook :https://www.facebook.com/alljobsbdTeletalk

ডিক্লারেশন

 প্রার্থীকে অনলাইন আবেদন পত্র ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষনা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য| প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা ওষুধ উপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পড়ে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থী তা বাতিল করা হবে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে |শেষ তারিখ বা সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পত্র পূরণ ও আবেদনের ফি জমা দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে|

[FAQ]

কৃষি মন্ত্রণালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

কৃষি মন্ত্রণালয় ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় |

কৃষি মন্ত্রণালয়ে অধি ক্ষেত্র কি?

কৃষি মন্ত্রণালয়ের অধিক্ষেত্র বাংলাদেশ সরকার |

কৃষি মন্ত্রণালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত?

কৃষি মন্ত্রণালয়ের সদর দপ্তর বাংলাদেশ সচিবালয় ,ঢাকা|

২০২৪ সালের আরও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

 ২০১৪ সালের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের সরকারি বেসরকারি নানান ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয় শুধু তাই নয় আপনি আপনার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন চাকরির সন্ধান করতে পারবেন এবং সহজে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তাই আমাদের ভিজিট করুন আমাদের ওয়েবসাইটের নাম-bdjobgovt.com | ভিজিট করতে এখানে ক্লিক করুন-bdjobgovt.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock