যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৩ই মার্চ ২০২৪ তারিখে | নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তির অফিসিয়াল ওয়েবসাইট-www.just.edu.bd |যে সকল প্রার্থীগণ যশোর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন | যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন এর শুরুর তারিখ ১৫ই মার্চ ২০২৪ এবং আবেদনের শেষ তারিখ ১৬ই এপ্রিল ২০২৪ |নারী-পুরুষ উভয়প্রার্থী আবেদন করতে পারবেন যদি তাদের কর্তৃপক্ষের নির্ধারিত যোগ্যতা থাকে |এই পোষ্টের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য এবং আবেদন করার পদ্ধতি ,আবেদনের যোগ্যতা সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন |Jashore University of Science and Technology ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নে তুলে ধরা হলো |
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত রূপ :
প্রতিষ্ঠানের নাম: | যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
নিয়োগ প্রকাশের তারিখ: | ১৩ই মার্চ ২০২৪ |
পদের সংখ্যা: | ০৪টি পদে ১১ জন |
বয়সসীমা: | ২৫ থেকে ৬০বছর |
শিক্ষাগত যোগ্যতা: | ন্যূনতম স্নাতক পাশ/ সমমান |
চাকরির ধরন: | সরকারি |
অফিসিয়াল ওয়েব সাইট: | www.just.edu.bd |
আবেদনের শুরু তারিখ: | ১৫ মার্চ ২০২৪ |
আবেদনের শেষ তারিখ: | ১৬ এপ্রিল ২০২৪ |
আবেদনের মাধ্যম: | অনলাইনে |
নিয়োগ প্রকাশের সূত্র: | অফিসিয়াল নোটিশ |
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশের ছবি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
পদের নাম: অধ্যাপক বিভাগ- ইংরেজি, গ্রেড- ৩
পদ সংখ্যা: ০১টি।
পদের নাম: অধ্যাপক বিভাগ- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ( মার্কেটিং) গ্রেড- ৩
পদ সংখ্যা: ১টি।
দুইটি পদের একই শিক্ষাগত যোগ্যতা | শিক্ষাগত যোগ্যতা নিম্নে তুলে ধরা হলো :
১| সংশ্লিষ্ট বিভাগে ০৪ বৎসর মেয়াদী স্নাতক ( সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে |
২| স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে থাকতে হবে |যেকোনো একটিতে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ এবং অন্যটিতে সিজিপিএ ন্যূনতম ৩.২৫ থাকতে হবে |
৩| স্নাতকোত্তর/ সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ১০বৎসর সহ মোট ন্যূনতম ২২ বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে |
৪| এমফিল/ সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৭বৎসর সহ মোট ন্যূনতম ১৭ বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |
৫| পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৫বৎসর সহ মোট ন্যূনতম ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |
৬| সকল ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত কোন জার্নালে ( পিয়ার রিভিউড) সর্বমোট ১২ টি প্রকাশনা থাকিতে হইবে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ছয়টি প্রকাশনা থাকতে হবে এবং First Author /Corresponding Author হিসেবে ন্যূনতম তিনটি প্রকাশনা থাকতে হবে | উল্লেখ্য যে মোট প্রকাশনা ন্যূনতম দুইটি প্রকাশনা ইমপেক্ট ফ্যাক্টর /Indexed জার্নালে প্রকাশিত হতে হবে |
বেতন :৫৬৫০০- ৭৪৪০০/- টাকা
পদের নাম:সহকারি অধ্যাপক বিভাগ- কেমিকৌশল, গ্রেড-৪
পদ সংখ্যা: ০১টি।
পদের নাম: সহকারি অধ্যাপক বিভাগ- বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি গ্রেড-৪
পদ সংখ্যা: ১টি।
দুইটি পদের একই শিক্ষাগত যোগ্যতা | শিক্ষাগত যোগ্যতা নিম্নে তুলে ধরা হলো :
১| সংশ্লিষ্ট বিভাগে ০৪ বৎসর মেয়াদী স্নাতক ( সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে |স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৫০থাকতে হবে |
২| স্নাতকোত্তর/ সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৭বৎসর সহ মোট ন্যূনতম ১২ বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে |
৩| এমফিল/ সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৬বৎসর সহ মোট ন্যূনতম ০৯বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |
৪| পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৪বৎসর সহ মোট ন্যূনতম ০৭বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |
৫|প্রার্থীদের স্বীকৃত কোন জার্নালে ( পিয়ার রিভিউড) সর্বমোট ৬ টি প্রকাশনা থাকিতে হইবে | সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে যেগুলির মধ্যে First Author /Corresponding Author হিসেবে ন্যূনতম ২টি প্রকাশনা থাকতে হবে | উল্লেখ্য যে মোট প্রকাশনা ন্যূনতম ১টি প্রকাশনা ইমপেক্ট ফ্যাক্টর /Indexed জার্নালে প্রকাশিত হতে হবে |
বেতন :৫০০০০- ৭১২০০/- টাকা
পদের নাম:সহকারি অধ্যাপক বিভাগ- বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, গ্রেড- ৬
পদ সংখ্যা: ০১টি।
পদের নাম: সহকারি অধ্যাপক বিভাগ- ফলিত পরিসংখ্যান গ্রেড-৬
পদ সংখ্যা: ১টি।
দুইটি পদের একই শিক্ষাগত যোগ্যতা | শিক্ষাগত যোগ্যতা নিম্নে তুলে ধরা হলো :
১| সংশ্লিষ্ট বিভাগে ০৪ বৎসর মেয়াদী স্নাতক ( সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে |
২|প্রার্থীকে এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ন্যূনতম ৪.২৫ থাকতে হবে |এছাড়া সনাতন পদ্ধতিতে উভয় পর্যায়ে এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ থাকতে হবে |
৩|স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ৩.৫০ থাকতে হবে |
৪| স্নাতকোত্তর/ সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ০৩ বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে |
৫|এমফিল/ সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে ন্যূনতম ০২বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |
৬|পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ০১বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |
৭| স্বীকৃত কোন জার্নালে ( পিয়ার রিভিউড) ন্যূনতম ৩ টি প্রকাশনা থাকিতে হইবে | যেগুলির মধ্যে First Author হিসেবে ন্যূনতম ১টি প্রকাশনা থাকতে হবে |
বেতন :৩৫৫০০- ৬৭০১০/- টাকা
পদের নাম: সহকারি অধ্যাপক বিভাগ- ফলিত পরিসংখ্যান গ্রেড-৬
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা :
১| প্রার্থীকে এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ন্যূনতম ৪.২৫ থাকতে হবে |এছাড়া সনাতন পদ্ধতিতে উভয় পর্যায়ে এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ থাকতে হবে |আবেদনকারীর সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক সহ ০১বছরের ইন্টার্নশিপ এর সনদ থাকতে হবে এবং ফিজিওথেরাপি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী ( এমএসসি ইন ফিজিওথেরাপি) থাকতে হবে |
২| স্নাতকোত্তর/ সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ০৩ বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে |
৩|এমফিল/ সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে ন্যূনতম ০২বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |
৪|পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ০১বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |
৫|শিক্ষাগত যোগ্যতার কোন পর্যায়ে দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় |
৬|স্বীকৃত কোন জার্নালে ( পিয়ার রিভিউড) ন্যূনতম ৩ টি প্রকাশনা থাকিতে হইবে | যেগুলির মধ্যে First Author হিসেবে ন্যূনতম ১টি প্রকাশনা থাকতে হবে |
৭| বিশ্ব ফিজিওথেরাপি সংস্থা কর্তৃক অনুমোদিত ফিজিওথেরাপি সংস্থার সদস্য হতে হবে|
বেতন :৩৫৫০০- ৬৭০১০/- টাকা
বি: দ্র: ফিজিওথেরাপি চিকিৎসা অনুসদের ০৫ বছর মেয়াদী কোর্স হওয়ার ফলাফল শুধুমাত্র পাস/ ফেল উল্লেখ্য থাকে ( ন্যূনতম পাস নম্বর ৬০% ) ,কোন সিজিপিএ/ ডিভিশন থাকেনা | সুতরাং ফিজিওথেরাপি ও পূর্ণবাসন বিভাগের নিয়োগের ক্ষেত্রে বি.এস.সি ইন ফিজিওথেরাপি/ বিপিটি এবং এম. এস.সি ইন ফিজিওথেরাপি/ এমপিটিতে পাস/ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ফলাফল
বেতন :৩৫৫০০- ৬৭০১০/- টাকা
পদের নাম:প্রভাষক বিভাগ- বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, গ্রেড-৯
পদ সংখ্যা: ০১টি।
পদের নাম: প্রভাষক বিভাগ- ফলিত পরিসংখ্যান,গ্রেড- ৯
পদ সংখ্যা: ১টি।
দুইটি পদের একই শিক্ষাগত যোগ্যতা | শিক্ষাগত যোগ্যতা নিম্নে তুলে ধরা হলো :
১| প্রার্থীর সংশ্লিষ্ট বিভাগে ০৪ বৎসর মেয়াদী স্নাতক ( সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে |
২|আবেদনকারী কেএসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ন্যূনতম ৪.২৫ থাকতে হবে |এছাড়া সনাতন পদ্ধতিতে উভয় পর্যায়ে এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ থাকতে হবে |
৩| প্রার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ৩.৫০ থাকতে হবে |
পদের নাম: প্রভাষক বিভাগ- ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন গ্রেড-৯
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা :
১| আবেদনকারীর এক বছর ইন্টার্নশিপ সহ ০৫ বছর মেয়াদী ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি) সমমানের ডিগ্রী অথবা এক বছর ইন্টার্নশিপ সহ ব্যাচেলর অফ ফিজিওথেরাপি( বিপিটি) ডিগ্রী এবং সংশ্লিষ্ট বিষয়ে ( রিহ্যাবিলিটেশন /ডিজএবিলিটি ম্যানেজমেন্ট/ এমএসএস- জেরিঅন্ডলজি এন্ড ভেরিএট্রিক ওয়েলফেয়ার/ পাবলিক হেলথ বা সংশ্লিষ্ট )স্নাতকোত্তর ( মাস্টার্স) ডিগ্রী থাকতে হবে | যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর দ্বারা স্বীকৃত হতে হবে |
২| শিক্ষাগত যোগ্যতার কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না |
৩|বিশ্ব ফিজির থেরাপি সংস্থা কর্তৃক অনুমোদিত ফিজিওথেরাপি সংস্কার সদস্য হতে হবে|
৪|সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত মানের জার্নালের গবেষণা প্রকাশনা ও ফিজিওথেরাপি সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক ট্রেনিং অধিকতর যোগ্যতা হিসেবে গণ্য করা হবে |
বেতন :২২০০০-৫৩০৬০/- টাকা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন করার পদ্ধতি
যে সকল প্রার্থীগণ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী প্রার্থী তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে | আবেদনের জন্য প্রার্থীকে এই ওয়েবসাইট http://career.just.edu.bd/docs/how-to-apply.pdf এর মাধ্যমে আবেদন করতে হবে | এই ওয়েবসাইটে- http://career.just.edu.bd/docs/how-to-apply.pdf আবেদন এর লিংক পাওয়া যাবে এবং করার বিস্তারিত নিয়মাবলী জানতে পারবেন |
আবেদন শুরুর তারিখ : ১৩ই মার্চ ২০২৪ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ : ১৬ই এপ্রিল ২০২৪ বিকাল ৪ টা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি:
আগ্রহী প্রার্থীগণকে আবেদনের জন্য অনলাইনে Apply করতে হবে এবং আবেদনের ফি অনলাইনে প্রদান করতে হবে |যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন ফি এবং আবেদন করার নিয়মাবলী সকল তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে http://career.just.edu.bd/docs/how-to-apply.pdf |
অনলাইনে আবেদনের সময় আবেদন ফি বাবদ ক্রমিক নং- ০১ ও০২ এর জন্য ১১০০/- টাকা এবং ক্রমিক নং- ০৩ এর জন্য ১০০০/- টাকা এবং ক্রমিক নং- ০৪ এর জন্য ৯০০/- টাকা ইন্টারনেট ব্যাংকিং/ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে |
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে তা নিম্নে তুলে ধরা হলো :
১| শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে |
২|প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল/ সাময়িক সনদপত্র ও নম্বর পত্র |
৩| সদ্য তোলা ৩০০ দৈর্ঘ্যx ৩০০ প্রস্থ টিক্সেল ও অনূর্ধ্ব ২০০ কিলোবাইট সাইজের ছবি |
৪| জাতীয় পরিচয় পত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে |
৫| প্রার্থীদের নিজ নিজ এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌর মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র |
৬| যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পত্র ( প্রযোজ্য)
যোগাযোগের মাধ্যম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এ আবেদনের সময় প্রার্থী যদি কোন সমস্যার সম্মুখীন হয় নিম্নবর্তী নাম্বারে যোগাযোগ করতে পারবেন-
- হেল্পলাইন নম্বর: +0242142057,01797238131 কল করুন।
- ই-মেইল:international.service@just.edu.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.just.edu.bd
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পরিচয়
সংক্ষিপ্ত পরিচয়: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর জেলায় অবস্থিত | যশোর জেলার প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের বৃহত্তম একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০০৭ সালের ২৫ শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং যশোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৮ থেকে ২০০৯ সালে মধ্যে |
২০২৪ সালের চাকরির খবর
আপনি যদি ২০২৪ সালে নতুন নতুন চাকরির সন্ধান করে থাকেন তাহলে এই ওয়েবসাইটে –bdjobgovt.com ভিজিট করুন |