যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তি ||Jashore  University job circular 2024

Contents hide
Rate this post

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৩ই মার্চ ২০২৪ তারিখে | নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তির অফিসিয়াল ওয়েবসাইট-www.just.edu.bd |যে সকল প্রার্থীগণ যশোর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন | যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন এর শুরুর তারিখ ১৫ই মার্চ  ২০২৪  এবং আবেদনের শেষ তারিখ ১৬ই এপ্রিল ২০২৪ |নারী-পুরুষ উভয়প্রার্থী আবেদন করতে পারবেন যদি তাদের কর্তৃপক্ষের নির্ধারিত যোগ্যতা থাকে |এই পোষ্টের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য এবং আবেদন করার পদ্ধতি ,আবেদনের যোগ্যতা সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন |Jashore University of Science and Technology  ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নে তুলে ধরা হলো |

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত রূপ :

প্রতিষ্ঠানের নাম: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
নিয়োগ প্রকাশের তারিখ: ১৩ই মার্চ ২০২৪
পদের সংখ্যা: ০৪টি পদে  ১১ জন
বয়সসীমা: ২৫ থেকে ৬০বছর
শিক্ষাগত যোগ্যতা:  ন্যূনতম স্নাতক পাশ/ সমমান
চাকরির ধরন: সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট: www.just.edu.bd 
আবেদনের শুরু তারিখ: ১৫ মার্চ ২০২৪
আবেদনের শেষ তারিখ: ১৬ এপ্রিল ২০২৪
আবেদনের মাধ্যম:   অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র: অফিসিয়াল নোটিশ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশের ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশের ছবি-1

যশোর  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা 

পদের নাম: অধ্যাপক  বিভাগ- ইংরেজি,  গ্রেড- ৩
পদ সংখ্যা:   ০১টি।

পদের নাম: অধ্যাপক  বিভাগ- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ( মার্কেটিং)  গ্রেড- ৩
পদ সংখ্যা:  ১টি।

দুইটি পদের একই শিক্ষাগত যোগ্যতা | শিক্ষাগত যোগ্যতা নিম্নে তুলে ধরা হলো :

১| সংশ্লিষ্ট বিভাগে ০৪ বৎসর মেয়াদী স্নাতক ( সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে |

২| স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে থাকতে হবে |যেকোনো একটিতে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ এবং অন্যটিতে সিজিপিএ ন্যূনতম ৩.২৫ থাকতে হবে |

 ৩| স্নাতকোত্তর/ সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ১০বৎসর  সহ মোট ন্যূনতম ২২ বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে |

 ৪| এমফিল/  সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৭বৎসর সহ মোট ন্যূনতম ১৭ বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |

 ৫| পিএইচডি  ডিগ্রীধারী  প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৫বৎসর  সহ মোট ন্যূনতম ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |

 ৬| সকল ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত কোন জার্নালে ( পিয়ার রিভিউড)  সর্বমোট ১২ টি প্রকাশনা থাকিতে হইবে  সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম  ছয়টি প্রকাশনা থাকতে হবে এবং First Author /Corresponding Author হিসেবে ন্যূনতম তিনটি প্রকাশনা থাকতে হবে | উল্লেখ্য যে মোট প্রকাশনা ন্যূনতম দুইটি প্রকাশনা ইমপেক্ট ফ্যাক্টর /Indexed জার্নালে প্রকাশিত হতে হবে |

বেতন :৫৬৫০০- ৭৪৪০০/- টাকা

পদের নাম:সহকারি অধ্যাপক  বিভাগ- কেমিকৌশল,  গ্রেড-৪
পদ সংখ্যা:   ০১টি।

পদের নাম: সহকারি অধ্যাপক  বিভাগ- বায়োকেমিস্ট্রি এন্ড  মলিকুলার  বায়োলজি  গ্রেড-৪
পদ সংখ্যা:  ১টি।

দুইটি পদের একই শিক্ষাগত যোগ্যতা | শিক্ষাগত যোগ্যতা নিম্নে তুলে ধরা হলো :

১| সংশ্লিষ্ট বিভাগে ০৪ বৎসর মেয়াদী স্নাতক ( সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে |স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৫০থাকতে হবে | 

২|  স্নাতকোত্তর/ সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৭বৎসর  সহ মোট ন্যূনতম ১২ বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে |

 ৩| এমফিল/  সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৬বৎসর সহ মোট ন্যূনতম ০৯বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |

৪| পিএইচডি  ডিগ্রীধারী  প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ০৪বৎসর  সহ মোট ন্যূনতম  ০৭বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |

 ৫|প্রার্থীদের স্বীকৃত কোন জার্নালে ( পিয়ার রিভিউড)  সর্বমোট ৬ টি প্রকাশনা থাকিতে হইবে | সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম  ৩টি প্রকাশনা থাকতে হবে যেগুলির মধ্যে First Author /Corresponding Author হিসেবে ন্যূনতম ২টি প্রকাশনা থাকতে হবে | উল্লেখ্য যে মোট প্রকাশনা ন্যূনতম  ১টি প্রকাশনা ইমপেক্ট ফ্যাক্টর /Indexed জার্নালে প্রকাশিত হতে হবে |

বেতন :৫০০০০- ৭১২০০/- টাকা

পদের নাম:সহকারি অধ্যাপক  বিভাগ- বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি,  গ্রেড- ৬
পদ সংখ্যা:   ০১টি।

পদের নাম: সহকারি অধ্যাপক  বিভাগ- ফলিত পরিসংখ্যান  গ্রেড-৬
পদ সংখ্যা:  ১টি।

দুইটি পদের একই শিক্ষাগত যোগ্যতা | শিক্ষাগত যোগ্যতা নিম্নে তুলে ধরা হলো :

১| সংশ্লিষ্ট বিভাগে ০৪ বৎসর মেয়াদী স্নাতক ( সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে | 

২|প্রার্থীকে এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ন্যূনতম ৪.২৫ থাকতে হবে |এছাড়া সনাতন পদ্ধতিতে উভয় পর্যায়ে এসএসসি/ সমমান  এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ থাকতে হবে | 

 ৩|স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ৩.৫০ থাকতে হবে |

৪| স্নাতকোত্তর/ সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম  ০৩ বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে |

  ৫|এমফিল/  সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে ন্যূনতম ০২বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |

৬|পিএইচডি  ডিগ্রীধারী  প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম  ০১বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |

৭| স্বীকৃত কোন জার্নালে ( পিয়ার রিভিউড)  ন্যূনতম ৩ টি প্রকাশনা থাকিতে হইবে | যেগুলির মধ্যে First Author হিসেবে ন্যূনতম ১টি প্রকাশনা থাকতে হবে | 

বেতন :৩৫৫০০- ৬৭০১০/- টাকা

পদের নাম: সহকারি অধ্যাপক  বিভাগ- ফলিত পরিসংখ্যান  গ্রেড-৬
পদ সংখ্যা:  ১টি।

শিক্ষাগত যোগ্যতা :

১| প্রার্থীকে এসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ন্যূনতম ৪.২৫ থাকতে হবে |এছাড়া সনাতন পদ্ধতিতে উভয় পর্যায়ে এসএসসি/ সমমান  এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ থাকতে হবে |আবেদনকারীর সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক সহ  ০১বছরের  ইন্টার্নশিপ এর সনদ থাকতে হবে এবং ফিজিওথেরাপি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী ( এমএসসি ইন ফিজিওথেরাপি) থাকতে হবে |

২| স্নাতকোত্তর/ সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম  ০৩ বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকিতে হইবে |

 ৩|এমফিল/  সমমান ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে প্রভাষক হিসেবে ন্যূনতম ০২বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |

৪|পিএইচডি  ডিগ্রীধারী  প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম  ০১বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে |

৫|শিক্ষাগত যোগ্যতার কোন পর্যায়ে দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় |

৬|স্বীকৃত কোন জার্নালে ( পিয়ার রিভিউড)  ন্যূনতম ৩ টি প্রকাশনা থাকিতে হইবে | যেগুলির মধ্যে First Author হিসেবে ন্যূনতম ১টি প্রকাশনা থাকতে হবে | 

৭| বিশ্ব ফিজিওথেরাপি সংস্থা কর্তৃক অনুমোদিত ফিজিওথেরাপি সংস্থার সদস্য হতে হবে|

বেতন :৩৫৫০০- ৬৭০১০/- টাকা

বি: দ্র: ফিজিওথেরাপি চিকিৎসা  অনুসদের  ০৫ বছর মেয়াদী কোর্স হওয়ার ফলাফল শুধুমাত্র পাস/ ফেল উল্লেখ্য থাকে ( ন্যূনতম  পাস নম্বর ৬০% ) ,কোন সিজিপিএ/ ডিভিশন থাকেনা | সুতরাং ফিজিওথেরাপি ও পূর্ণবাসন বিভাগের নিয়োগের ক্ষেত্রে        বি.এস.সি  ইন  ফিজিওথেরাপি/ বিপিটি এবং  এম. এস.সি  ইন ফিজিওথেরাপি/ এমপিটিতে পাস/ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ফলাফল 

বেতন :৩৫৫০০- ৬৭০১০/- টাকা

পদের নাম:প্রভাষক  বিভাগ- বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি,  গ্রেড-৯
পদ সংখ্যা:   ০১টি।

পদের নাম: প্রভাষক  বিভাগ- ফলিত পরিসংখ্যান,গ্রেড- ৯
পদ সংখ্যা:  ১টি।

দুইটি পদের একই শিক্ষাগত যোগ্যতা | শিক্ষাগত যোগ্যতা নিম্নে তুলে ধরা হলো :

১| প্রার্থীর সংশ্লিষ্ট বিভাগে ০৪ বৎসর মেয়াদী স্নাতক ( সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে | 

২|আবেদনকারী কেএসএসসি/ সমমান এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ন্যূনতম ৪.২৫ থাকতে হবে |এছাড়া সনাতন পদ্ধতিতে উভয় পর্যায়ে এসএসসি/ সমমান  এবং এইচএসসি/ সমমান পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ থাকতে হবে | 

 ৩| প্রার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ৩.৫০ থাকতে হবে |

পদের নাম: প্রভাষক  বিভাগ- ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন  গ্রেড-৯
পদ সংখ্যা:  ১টি।

শিক্ষাগত যোগ্যতা :

১| আবেদনকারীর এক বছর ইন্টার্নশিপ সহ  ০৫ বছর মেয়াদী ব্যাচেলর অব ফিজিওথেরাপি (বিপিটি) সমমানের ডিগ্রী অথবা এক বছর ইন্টার্নশিপ সহ ব্যাচেলর অফ ফিজিওথেরাপি( বিপিটি) ডিগ্রী এবং সংশ্লিষ্ট বিষয়ে ( রিহ্যাবিলিটেশন /ডিজএবিলিটি ম্যানেজমেন্ট/ এমএসএস- জেরিঅন্ডলজি  এন্ড  ভেরিএট্রিক ওয়েলফেয়ার/ পাবলিক হেলথ বা সংশ্লিষ্ট )স্নাতকোত্তর ( মাস্টার্স) ডিগ্রী থাকতে হবে | যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর দ্বারা স্বীকৃত হতে হবে |

২| শিক্ষাগত যোগ্যতার কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না |

 ৩|বিশ্ব ফিজির থেরাপি সংস্থা কর্তৃক অনুমোদিত ফিজিওথেরাপি সংস্কার সদস্য হতে হবে| 

৪|সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত মানের জার্নালের গবেষণা প্রকাশনা ও ফিজিওথেরাপি সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক ট্রেনিং অধিকতর যোগ্যতা হিসেবে গণ্য করা হবে | 

বেতন :২২০০০-৫৩০৬০/- টাকা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশের ছবি-2

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশের ছবি-3

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশের ছবি-4

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদন করার পদ্ধতি 

যে সকল প্রার্থীগণ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী প্রার্থী তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে | আবেদনের জন্য প্রার্থীকে এই ওয়েবসাইট http://career.just.edu.bd/docs/how-to-apply.pdf এর মাধ্যমে আবেদন করতে হবে | এই ওয়েবসাইটে- http://career.just.edu.bd/docs/how-to-apply.pdf  আবেদন এর লিংক পাওয়া যাবে এবং করার বিস্তারিত নিয়মাবলী জানতে পারবেন |

আবেদন শুরুর তারিখ : ১৩ই মার্চ ২০২৪ সকাল ১০টা 

আবেদনের শেষ তারিখ : ১৬ই এপ্রিল ২০২৪ বিকাল ৪ টা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি:

আগ্রহী প্রার্থীগণকে আবেদনের জন্য অনলাইনে Apply  করতে হবে এবং আবেদনের   ফি অনলাইনে প্রদান করতে হবে |যশোর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন ফি এবং আবেদন করার নিয়মাবলী সকল তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে http://career.just.edu.bd/docs/how-to-apply.pdf  |

অনলাইনে আবেদনের সময় আবেদন ফি বাবদ ক্রমিক নং- ০১ ও০২ এর জন্য ১১০০/- টাকা এবং ক্রমিক নং- ০৩ এর জন্য ১০০০/- টাকা এবং ক্রমিক নং-  ০৪ এর জন্য  ৯০০/- টাকা  ইন্টারনেট ব্যাংকিং/ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে |

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে তা নিম্নে তুলে ধরা হলো : 

১| শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে |

২|প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল/ সাময়িক সনদপত্র ও নম্বর পত্র  |

৩| সদ্য তোলা ৩০০ দৈর্ঘ্যx ৩০০ প্রস্থ টিক্সেল ও অনূর্ধ্ব ২০০ কিলোবাইট সাইজের ছবি |

৪| জাতীয় পরিচয় পত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে |

৫| প্রার্থীদের নিজ নিজ এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌর মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র |

৬| যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পত্র ( প্রযোজ্য)

যোগাযোগের মাধ্যম

 যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪ এ আবেদনের সময় প্রার্থী যদি কোন সমস্যার সম্মুখীন হয় নিম্নবর্তী নাম্বারে যোগাযোগ করতে পারবেন-

  •  হেল্পলাইন নম্বর: +0242142057,01797238131 কল করুন।
  •  ই-মেইল:international.service@just.edu.bd  ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  •   অফিসিয়াল ওয়েবসাইট: www.just.edu.bd 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পরিচয় 

 সংক্ষিপ্ত পরিচয়: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর জেলায় অবস্থিত | যশোর জেলার প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের বৃহত্তম একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০০৭ সালের ২৫ শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং যশোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৮ থেকে ২০০৯ সালে মধ্যে |

২০২৪ সালের চাকরির খবর

 আপনি যদি ২০২৪ সালে নতুন নতুন চাকরির সন্ধান করে থাকেন তাহলে এই ওয়েবসাইটে –bdjobgovt.com ভিজিট করুন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock