কারিগরি শিক্ষা অধিদপ্তর ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | নারী পুরুষ উভয় প্রার্থীকে মোট ১৮ টি পদে ৫৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে | নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট- https://tmed.portal.gov.bd/ প্রকাশিত হয়েছে | কারিগরি শিক্ষা অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরুর তারিখ ১ ই এপ্রিল ২০২৪ থেকে আবেদনের শেষ তারিখ ২১ শে এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত | যে সকল প্রার্থীগণ কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদনের জন্য আগ্রহী তারা আমাদের পোস্টটি অবশ্যই ভালো করে পড়বেন আমাদের পোষ্টের মাধ্যমে আপনি আবেদন সংক্রান্ত সকল তথ্য, আবেদন করার পদ্ধতি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল নোটিশ, আবেদন করার প্রক্রিয়া, আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি, এসএমএস পাঠানোর নিয়ম সকল তথ্য জানতে পারবেন | নিম্নে কারিগরি শিক্ষা অধিদপ্তর ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তুলে ধরা হলো |
কারিগরি শিক্ষা অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত রূপ :
প্রতিষ্ঠানের নাম: | কারিগরি শিক্ষা অধিদপ্তর |
নিয়োগ প্রকাশের তারিখ: | ২৫শে মার্চ ২০২৪ |
পদের সংখ্যা: | ১৮ টি পদে ৫৮৫ জন |
বয়সসীমা: | ১৮ থেকে ৩০ বছর ( মুক্তিযোদ্ধার সনদ এর ক্ষেত্রে ৩২ বছর ) |
শিক্ষাগত যোগ্যতা: | SSC,HSC, স্নাতক |
চাকরির ধরন: | সরকারি |
অফিসিয়াল ওয়েব সাইট: | www.techedu.gov.bd |
আবেদনের শুরু তারিখ: | ১ এপ্রিল ২০২৪ |
আবেদনের শেষ তারিখ: | ২১ এপ্রিল ২০২৪ |
আবেদনের মাধ্যম: | অনলাইনে |
নিয়োগ প্রকাশের সূত্র: | https://tmed.portal.gov.bd/ |
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ এর ছবি:
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর শিক্ষাগত যোগ্যতা ও পদের নামসমূহ :
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার প্রয়োজন, এছাড়া পদসমূহের বেতন স্কেল, বয়স, অন্যান্য সুবিধা নিম্নে তুলে ধরা হলো –
পদের নাম:সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর |গ্রেড- ১৩
পদ সংখ্যা : ০১টি |
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি |
অন্যান্য যোগ্যতা :প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে |সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে | কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে |
বেতন স্কেল :১১০০০/- থেকে ২৬৫৯০ /- |
পদের নাম:লাইব্রেরিয়ান |গ্রেড- ১৩
পদ সংখ্যা : ৫৮টি |
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরী সাইন্সের ডিপ্লোমা |
অন্যান্য যোগ্যতা :প্রার্থীকে কম্পিউটার MS Office কাজ করার দক্ষতা থাকতে হবে |
বেতন স্কেল :১১০০০/- থেকে ২৬৫৯০ /- টাকা |
পদের নাম:সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর |গ্রেড- ১৪
পদ সংখ্যা : ০২টি |
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি |
অন্যান্য যোগ্যতা :প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে |সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে | কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে |
বেতন স্কেল :১০২০০/- থেকে ২৪৬৮০ /- টাকা |
পদের নাম:হিসাব রক্ষক|গ্রেড- ১৪
পদ সংখ্যা : ১১টি |
শিক্ষাগত যোগ্যতা :প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরী সাইন্সের ডিপ্লোমা |
অন্যান্য যোগ্যতা :প্রার্থীকে কম্পিউটার MS Office কাজ করার দক্ষতা থাকতে হবে |
বেতন স্কেল : ১০২০০/- থেকে ২৪৬৮০ /- টাকা |
পদের নাম:ইউডিএ কাম একাউন্টেন্ট|গ্রেড-১৫
পদ সংখ্যা : ৩টি |
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরী সাইন্সের ডিপ্লোমা |
অন্যান্য যোগ্যতা :প্রার্থীকে কম্পিউটার MS Office কাজ করার দক্ষতা থাকতে হবে |
বেতন স্কেল : ৯৭০০/- থেকে ২৩৪৯০ /- টাকা |
পদের নাম:এলডিএ কাম স্টোর কিপার |গ্রেড- ১৬
পদ সংখ্যা : ১৩টি |
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরী সাইন্সের ডিপ্লোমা |
অন্যান্য যোগ্যতা :প্রার্থীকে কম্পিউটার MS Office কাজ করার দক্ষতা থাকতে হবে |
বেতন স্কেল :৯৩০০/- থেকে ২২৪৯০ /- টাকা |
পদের নাম:সহকারি কাম স্টোর কিপার |গ্রেড- ১৬
পদ সংখ্যা :০৮টি |
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরী সাইন্সের ডিপ্লোমা |
অন্যান্য যোগ্যতা :প্রার্থীকে কম্পিউটার MS Office কাজ করার দক্ষতা থাকতে হবে |
বেতন স্কেল :৯৩০০/- থেকে ২২৪৯০ /- টাকা |
পদের নাম:অফিস সহকারি কাম স্টোর কিপার |গ্রেড- ১৬
পদ সংখ্যা : ৩১টি |
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরী সাইন্সের ডিপ্লোমা |
অন্যান্য যোগ্যতা :প্রার্থীকে কম্পিউটার MS Office কাজ করার দক্ষতা থাকতে হবে |
বেতন স্কেল :৯৩০০/- থেকে ২২৪৯০ /- টাকা |
পদের নাম:এলডিকাম- টাইপিস্ট |গ্রেড- ১৬
পদ সংখ্যা : ০২টি |
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানজিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ |
অন্যান্য যোগ্যতা :প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে | কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে |
বেতন স্কেল : ৯৩০০/- থেকে ২২৪৯০ /- টাকা |
পদের নাম:সহকারিকাম- টাইপিস্ট |গ্রেড- ১৬
পদ সংখ্যা : ০২টি |
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানজিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ |
অন্যান্য যোগ্যতা :প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে | কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে |
বেতন স্কেল : ৯৩০০/- থেকে ২২৪৯০ /- টাকা |
পদের নাম:কেয়ারটেকার |গ্রেড- ১৬
পদ সংখ্যা : ৬৬টি |
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরী সাইন্সের ডিপ্লোমা |
অন্যান্য যোগ্যতা :প্রার্থীকে কম্পিউটার MS Office কাজ করার দক্ষতা থাকতে হবে |
বেতন স্কেল :৯৩০০/- থেকে ২২৪৯০ /- টাকা |
পদের নাম:ড্রাইভার কাম মেকানিক |গ্রেড- ১৬
পদ সংখ্যা : ০১টি |
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান এর পরীক্ষার উত্তীর্ণ হতে হবে |
অন্যান্য যোগ্যতা :ড্রাইভারের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালনায় পারদর্শী এবং হালকা যানবাহন চালোনায় পারদর্শী হতে হবে |
বেতন স্কেল :৯৩০০/- থেকে ২২৪৯০ /- টাকা |
পদের নাম:এলডিএ কাম ক্যাশিয়ার |গ্রেড- ১৬
পদ সংখ্যা : ৭২টি |
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে |
অন্যান্য যোগ্যতা :প্রার্থীকে কম্পিউটার MS Office কাজ করার দক্ষতা থাকতে হবে | এবং কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন প্রতি গতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপিং করতে হবে |
বেতন স্কেল :৯৩০০/- থেকে ২২৪৯০ /- টাকা |
পদের নাম:ক্রাফট ইন্সট্রাক্টর ( সপ)|গ্রেড-১৭
পদ সংখ্যা : ০৭টি |
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট ট্রেডে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ( ভোকেশনাল পাস করতে হবে ) |
অন্যান্য যোগ্যতা :সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট( ভোকেশনাল) বা দাখিল( ভোকেশনাল) সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূনতম ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 02 বছর মেয়াদী ট্রেড করছে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান ২ এবং ৩ উত্তীর্ণ |
বেতন স্কেল :৯০০০/- থেকে ২১৮০০ /- টাকা |
পদের নাম:ক্রাফট ইন্সট্রাক্টর ( ল্যাব)|গ্রেড-১৭
পদ সংখ্যা : ১৫টি |
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট ট্রেডে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ( ভোকেশনাল পাস করতে হবে ) |
অন্যান্য যোগ্যতা :সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট( ভোকেশনাল) বা দাখিল( ভোকেশনাল) সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূনতম ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 02 বছর মেয়াদী ট্রেড করছে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান ২ এবং ৩ উত্তীর্ণ |
বেতন স্কেল :৯০০০/- থেকে ২১৮০০ /- টাকা |
পদের নাম:অফিস সহায়ক /নিরাপত্তা প্রহরী |গ্রেড- ২০
পদ সংখ্যা : ৩৭টি |
শিক্ষাগত যোগ্যতা :প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |
বেতন স্কেল :৮২৫০/- থেকে ২০০১০ /- টাকা |
পদের নাম:অফিস সহায়ক |গ্রেড- ২০
পদ সংখ্যা : ২৫২টি |
শিক্ষাগত যোগ্যতা :প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |
বেতন স্কেল :৮২৫০/- থেকে ২০০১০ /- টাকা |
পদের নাম:অফিস সহায়ক /গার্ডেনার|গ্রেড- ২০
পদ সংখ্যা :০৪টি |
শিক্ষাগত যোগ্যতা :প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |
বেতন স্কেল :৮২৫০/- থেকে ২০০১০ /- টাকা |
কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদন করার পদ্ধতি :
যে সকল প্রার্থীগণ কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে | আবেদনের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে –http://dtev.teletalk.com.bd | শেষ তারিখ ও সময়ের জন্য প্রার্থী গড অপেক্ষা না করে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে | আপনি চাইলে নিম্নে দেওয়া আবেদন বাটনে ক্লিক করেও আবেদন করতে পারবেন |
আবেদন
আবেদন শুরুর তারিখ: ১ এপ্রিল ২০২৪ সকাল ১০টা থেকে
আবেদনের শেষ তারিখ:২১ শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ৬টা পর্যন্ত |
কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থী গন Online আবেদন পত্র Submit এর সময়ের থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন|
কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র :
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট কাগজের প্রয়োজন হবে যে সকল প্রয়োজনীয় সনদ পত্রের দরকার হবে তা নিম্নে তুলে ধরা হল-
১/ আবেদনকালীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রয়োজন হবে |
২/ প্রবেশপত্র সহ পুরনকৃত রঙিন আবেদন পত্রের কপি(Application Copy) এবং ০২ কপি ছবি |
৩/ প্রার্থী যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা/ সিটি কর্পোরেশন এর স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান/ মেয়র/ সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র |
৪/ প্রার্থীর জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ প্রয়োজন হবে |
৫/ আবেদনকারী যদি মুক্তিযোদ্ধার বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হয়ে থাকেন তাহলে মুক্তিযোদ্ধার একটি সুস্পষ্ট সনদপত্রের প্রয়োজন হবে |
৬/ এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর জেলা সমাজসেবা কার্যালয়/ উপজেলা সমাজসেবা কার্যালয়/ সহ সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয় পত্র আইডি কার্ড এবং কপি প্রয়োজন হবে |
৭/ যদি প্রার্থীর কোন কাগজপত্র ভুয়া বা মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|
কারিগরি শিক্ষা অধিদপ্তরের আবেদনের পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া :
Online এ আবেদনপত্র (Application Form ) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদন পত্র submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে | নির্ভুলভাবে আবেদন পত্র submit সম্পূর্ণ করা হলে প্রার্থী একটি User ID ,ছবি এবং সাক্ষ্য যুক্ত একটি Application’s Copy পাবেন | আবেদন ফ্রি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Application’s Copy তে তার সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর যুক্ত থাকা এবং এর সঠিক কথার বিষয়টি নিশ্চিত করে PDF Copy Download ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন |Application copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User id নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন teletalk pre- paid Mobile ফোন নম্বরের মাধ্যমে 02 টি SMS করে উপরের টেবিলের ০১ নংথেকে১৩ নং ক্রমিকের পদের আবেদন ফি বাবদ ২০০/- টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ ২৩/- টাকা মোট ২২৩/- টাকা |১৪ নংথেকে১৮ নং ক্রমিকের পদের আবেদন ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ ১২/- টাকা মোট ১১২/- টাকা জমা দিতে হবে |টেলিটক নাম্বারে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে |ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইনে আবেদন পত্র কোনভাবেই গৃহীত হবে না |
SMS প্রেরণের নিয়মাবলী :
প্রথম SMS :DTEV <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে |
Reply : Applicant’s Name,TK (Application fee ) will be charged as application fee . Your PIN is 12345678 .To pay fee Type DTEV<space>YES<space>PIN লিখে SEND করতে হবে16222 নম্বরে |
দ্বিতীয় SMS :DTEV <space>YES <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে
Example: DTEV YES 12345678
Reply : Congratulations Applicant’s Name,payment completed successfully for xxxx Application for xxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) .
SMS পুনরুদ্ধার করার পদ্ধতি :
শুধুমাত্র টেলিটক প্রি- পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ,Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন ( প্রযোজ্য ক্ষেত্রে) |
প্রথমে,User ID জানা থাকলে DTEV<space>Help <space>User <space> User ID & Send to 16222
Example: DTEV HELP ABCDEF & send to 16222
PIN Number জানা থাকলে: DTEV<space>Help <space>PIN <space> PIN no & send to 16222.
Example:DTEV HELP PIN 12345678 & send to 16222.
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড :
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dtev.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু মাত্র গ্রহণযোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে | তাই প্রার্থীকে অবশ্যই যে মোবাইল নম্বরটি আবেদনের সময় দেয়া হয়েছিল তা সার্বক্ষণিক সচল রাখতে হবে |SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও বেনুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থীর রঙিন প্রিন্ট করে নিবেন |প্রার্থী এই প্রবেশ পত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষায় ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন( প্রযোজ্য ক্ষেত্রে) |
কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদনের শর্তাবলী :
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীগণ আবেদন করতে ইচ্ছুক তাদেরকে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী কিছু শর্তাবলী পালন করতে হবে সে সকল শর্তাবলী নিম্নে তুলে ধরা হলো-
১/ Online এ আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সময় কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন |
২/প্রার্থী Online পূরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন |
৩/ সকল পদের প্রার্থীর বয়স আগামী ৩১.৩.২০২৪ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে | তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিল যোগ্য | বয়স সম্পর্কিত কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না|
৪/মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর ,পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, 2019 অনুযায়ী সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমার ৪০ বছর পর্যন্ত শিথিল যৌগ |
৫/এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদ পূরণের “ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরধীন প্রতিষ্ঠানসমূহের ক্যাডার বহির্ভূত গেজেটের ও নন গেজেট ও ( কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগবিধিমালা, ২০২০” অনুসরণ করা হবে |
৬/ক্রমিক নং ১,৩,৯,১০,১২ এবং ১৩ এ বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন | এছাড়া ক্রমিক নং ০২, ৪ থেকে ৮, ১১ এবং ১৪ থেকে ১৮ এ বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষার অংশ গ্রহণ করতে পারবেন |
৭/সরকারি/ আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিগত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কারী কর্তৃক কর্তৃপক্ষ প্রদত্ত অনআপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে |
৮/ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিমালা এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি–বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে |
৯/ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত/ বাতিল/ প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করেন |
১০/ প্রাপ্ত আবেদন প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত,ব্যবহারিক( প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট –www.techedu.gov.bd এবং এসএমএস এর মাধ্যমে প্রার্থীর মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে |
১১/ নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগ কারিব কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে |
১২/ একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন |
১৩/ উল্লেখিত সকল পদে নিয়োগের নিমিত লিখিত পরীক্ষা একই তারিখ ও একই সময়ে অনুষ্ঠিত হবে |
যোগাযোগের মাধ্যম
প্রার্থী যদি আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের দেওয়া এই ঠিকানায় যোগাযোগ করতে পারবেন |
- হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
- ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
- অফিসিয়াল ওয়েবসাইট:www.techedu.gov.bd
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচয়
সংক্ষিপ্ত পরিচয়: কারিগরি শিক্ষা অধিদপ্তরের মূল দায়িত্ব হল বাংলাদেশের কারিগরি শিক্ষার উন্নয়ন এবং কারিগরি শিক্ষার সম্প্রসারণ নিশ্চিত করা | বর্তমান সময়ে কারিগরি শিক্ষার অধিদপ্তর এল মহাপরিচালক হিসেবে নিয়োজিত আছেন মোঃ সানোয়ার হোসেন | কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা লাভ করেন ১৯৬০ সালে | কারিগরি শিক্ষা অধিদপ্তরের মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২০০ টি | এর মধ্যে সার্টিফিকেট পর্যায়ে রয়েছে 134 টি টেকনিক্যাল স্কুল ও কলেজ | এবং একটি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে | এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে | কারিগরি শিক্ষা অধিদপ্তরের সদর দপ্তর অবস্থিত এফ-৪/ বি , শেরেবাংলা নগর প্রশাস, আগারগাঁও, ঢাকা- ১২০৭ এ অবস্থিত |
২০২৪ সালের চাকরির বিজ্ঞপ্তি
যে সকল প্রার্থীগণ ২০২৪ সালে এরকম আরো চাকরির বিজ্ঞপ্তি দেখতে চান তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন-bdjobgovt.com | আমাদের ওয়েবসাইটে এরকম আরো সরকারি বেসরকারি এবং এনজিও বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | ভিজিট করতে এখানে ক্লিক করুন-bdjobgovt.com