ঢাকা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪|| Dhaka Custom House job Circular 2024 

Rate this post

কাস্টম হাউস ঢাকা এর নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৪ প্রকাশিত হয়েছে | অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কাস্টম হাউস, ঢাকা এর গ্রেড- ১১ এবং গ্রেড- ১৪দুইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | আবেদন শুরুর তারিখ ১৯ মার্চ ২০২৪ থেকে  ৪ ই এপ্রিল ২০২৪  পর্যন্ত আবেদন করতে পারবেন | যে সকল প্রার্থীগণ আগ্রহী তারা অনলাইনের মাধ্যমে ঢাকা কাস্টম হাউস এর অফিসিয়াল ওয়েবসাইট- http://dch.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে হবে | যে সকল প্রার্থীগণ ঢাকা কাস্টম হাউস বিজ্ঞপ্তি২০২৪ এ আবেদনের জন্য আগ্রহী তাদেরকে আবেদন সংক্রান্ত সকল তথ্য এবং কিভাবে আবেদন করতে হবে, ফরম পূরণ, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা, প্রবেশ পত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানানো হবে | 

ঢাকা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সংক্ষিপ্ত রূপ :

প্রতিষ্ঠানের নাম: কাস্টম হাউস, ঢাকা 
নিয়োগ প্রকাশের তারিখ: ১৯  শে মার্চ  ২০২৪
পদের সংখ্যা: দুইটি 
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর)
শিক্ষাগত যোগ্যতা:  SSC/HSC/ স্নাতক 
চাকরির ধরন: সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট: www.dch.gov.bd 
আবেদনের শুরু তারিখ: ২১ মার্চ ২০২৪
আবেদনের শেষ তারিখ:   ০৪ এপ্রিল ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র: www.prebd.com

ঢাকা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৪ এর অফিশিয়াল নোটিশ এর ছবি

ঢাকা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৪ এর অফিশিয়াল নোটিশ এর ছবি

কাস্টম হাউস, ঢাকা এই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম ও যোগ্যতা :

পদের নাম :কম্পিউটার অপারেটর

 গ্রেড: ১১

 বেতন: ১১৫০০-৩০২৩০/- টাকা

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রী |

 অন্যান্য যোগ্যতা:কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ২৫শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে |

যে সকল জেলা অযোগ্য: ফেনী,  জয়পুরহাট ও গাইবান্ধা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন| তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সকল জেলায় গ্রহণযোগ্য |

পদের নাম:ড্রাফটসম্যান

 গ্রেড: ১৪

 বেতন: ১০২০০- ২৪৬৮০/- টাকা

 শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিদ্যালয় হতে এসএসসি পাস বা সমমান |

ঢাকা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদন করার পদ্ধতি:

ঢাকা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীগণ আবেদন করতে আগ্রহী কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী তাদেরকে অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে| অনলাইনে- hpp://dch.teletalk.com.bd  এই ওয়েবসাইট দ্বারা সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে | অথবা নিচের দেওয়া আবেদন বাটনে ক্লিক করো আবেদন করতে পারবেন |

 আবেদন

 আবেদন শুরুর তারিখ :২১ শে মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকা থেকে

 আবেদনের শেষ তারিখ :৪ ই এপ্রিল ২০২৪ তারিখ বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত

আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি : 

Online এ আবেদনপত্র (Application Form ) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload  করে আবেদন পত্র submit  করা হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে | নির্ভুলভাবে আবেদন পত্র submit  সম্পূর্ণ করা হলে প্রার্থী একটি User ID ,ছবি এবং সাক্ষ্য যুক্ত একটি Application’s Copy পাবেন | আবেদন ফ্রি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Application’s Copy তে তার সদ্য তোলা  রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর যুক্ত থাকা এবং এর সঠিক কথার বিষয়টি নিশ্চিত করে PDF Copy Download ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন |Application copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User id নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন teletalk pre- paid Mobile ফোন নম্বরের মাধ্যমে 02 টি SMS  করে উপরের টেবিলের  ০১ নং ক্রমিকের  পদের আবেদন ফি বাবদ ৩০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৩৫/- টাকা মোট ৩৩৫/- টাকা অফারতযোগ্য | ০২ নং ক্রমিক পদের জন্য আবেদন ২০০/- টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ ২৩/- টাকা মোট ২২৩/- টাকা টেলিটক নাম্বারে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে |ফি জমা না দেয়া পর্যন্ত  অনলাইনে আবেদন পত্র কোনভাবেই গৃহীত হবে না |

SMS প্রেরণের নিয়মাবলী : 

প্রথম SMS :DCH <space> User ID লিখে Send  করতে হবে 16222  নম্বরে | 

Reply : Applicant’s Name,TK (Application fee ) will be charged as application fee . Your PIN is 12345678 .To pay fee  Type DCH <space>YES<space>PIN লিখে SEND  করতে হবে16222  নম্বরে |

দ্বিতীয় SMS :DCH <space>YES <space>PIN লিখে Send  করতে হবে 16222  নম্বরে                                                                                                          

Example: DCH YES 12345678                                                                              

Reply : Congratulations Applicant’s Name,payment completed successfully for xxxx Application for xxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) .

SMS পুনরুদ্ধার করার পদ্ধতি :

শুধুমাত্র টেলিটক প্রি- পেইড  মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী SMS  পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ,Serial এবং PIN  পুনরুদ্ধার করতে পারবেন ( প্রযোজ্য ক্ষেত্রে) |

প্রথমে,User ID  জানা থাকলে DCH<space>Help <space>User <space> User ID & Send to 16222                                                                                                     

Example: DCH HELP  ABCDEF & send to 16222

PIN Number জানা থাকলে: DCH<space>Help <space>PIN <space> PIN no & send to 16222.                                                                                        

Example:DCH  HELP PIN 12345678 & send to 16222. 

নিম্নে দেওয়া শর্তাবলী আবেদনের ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে : 

 ১| ০১/০৪/২০২৪  খ্রিষ্টাব্দ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র -গোষ্ঠী, এতিম, আনসার- ভিডিপি প্রার্থী গণের এবং বীর মুক্তিয/ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে  ৩২ বছর |

 ২| প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে |

 ৩| সরকারি/ আধা সরকারি সংস্থায় চাকরিতে নিয়োজিত প্রার্থীগণকে অনলাইনে আবেদন পত্র দাখিলের পর মৌখিক পরীক্ষার পড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনআপত্তি পত্র সংগ্রহ করতে হবে | মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতি পত্র প্রদর্শন করতে হবে |

৪| আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটি আবেদনে উল্লেখ করতে হবে |

 ৫| লিখিত পরীক্ষার অংশগ্রহণের সম্ভাব্য তারিখ ১৯ এপ্রিল ২০২৪ | লিখিত পরীক্ষা/ ব্যবহারিক/ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা প্রদান করা হবে না |

 ৬| শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হচ্ছে |

৭| কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে  এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা পরিবর্তন, বিজ্ঞপ্তিতে বর্ণিত এক বা একাধিক পদে নিয়োগ কার্যক্রম বাতিল, বিজ্ঞপ্তি বর্ণিত কোন শর্ত বা অনুচ্ছেদ  সংশোধন/ পরিবর্তন/ পরিমার্জন, সময় পরিবর্তন, বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন | নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগ কারি কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে |

 ৮| নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থী অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে |

৯| লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী পরবর্তীতে কাস্টম হাউস, ঢাকা এর ওয়েবসাইটে ও প্রার্থীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএস দ্বারা জানানো হবে |

১০| এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তিক  জারিকৃত বিধি- বিধান প্রযোজ্য হবে |

যোগাযোগের মাধ্যম

ঢাকা কাস্টম হাউজ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় প্রার্থীগণ যদি কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে কর্তৃপক্ষের দেওয়া এই মাধ্যমে যোগাযোগ করবেন |

  •  হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
  •  ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট:www.dch.gov.bd 

ঢাকা কাস্টম হাউজের পরিচয়

 সংক্ষিপ্ত পরিচয়: ঢাকা কাস্টম হাউস বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি নিয়ন্ত্রক সংস্থা | ঢাকা কাস্টম হাউস বাংলাদেশের বিভিন্ন চালানের পর এবং শুল্ক আদায় করে থাকে | কাস্টম হাউস বাংলাদেশের বৃহত্তম বিমান বন্দর, ঢাকায় অবস্থিত | কাস্টম হাউজের দায়িত্বে রয়েছেন মোঃ  মোয়াজ্জেম হোসেন |

২০২৪ সালের সকল চাকরি

 এখানে-bdjobgovt.com  ক্লিক করলে সকল ধরনের চাকরি নিউজ দেখতে পারবেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO