কাস্টম হাউস ঢাকা এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে | অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কাস্টম হাউস, ঢাকা এর গ্রেড- ১১ এবং গ্রেড- ১৪দুইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | আবেদন শুরুর তারিখ ১৯ মার্চ ২০২৪ থেকে ৪ ই এপ্রিল ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন | যে সকল প্রার্থীগণ আগ্রহী তারা অনলাইনের মাধ্যমে ঢাকা কাস্টম হাউস এর অফিসিয়াল ওয়েবসাইট- http://dch.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে হবে | যে সকল প্রার্থীগণ ঢাকা কাস্টম হাউস বিজ্ঞপ্তি২০২৪ এ আবেদনের জন্য আগ্রহী তাদেরকে আবেদন সংক্রান্ত সকল তথ্য এবং কিভাবে আবেদন করতে হবে, ফরম পূরণ, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা, প্রবেশ পত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানানো হবে |
ঢাকা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সংক্ষিপ্ত রূপ :
প্রতিষ্ঠানের নাম: | কাস্টম হাউস, ঢাকা |
নিয়োগ প্রকাশের তারিখ: | ১৯ শে মার্চ ২০২৪ |
পদের সংখ্যা: | দুইটি |
বয়সসীমা: | ১৮ থেকে ৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর) |
শিক্ষাগত যোগ্যতা: | SSC/HSC/ স্নাতক |
চাকরির ধরন: | সরকারি |
অফিসিয়াল ওয়েব সাইট: | www.dch.gov.bd |
আবেদনের শুরু তারিখ: | ২১ মার্চ ২০২৪ |
আবেদনের শেষ তারিখ: | ০৪ এপ্রিল ২০২৪ |
আবেদনের মাধ্যম: | অনলাইনে |
নিয়োগ প্রকাশের সূত্র: | www.prebd.com |
ঢাকা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিশিয়াল নোটিশ এর ছবি
কাস্টম হাউস, ঢাকা এই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম ও যোগ্যতা :
পদের নাম :কম্পিউটার অপারেটর
গ্রেড: ১১
বেতন: ১১৫০০-৩০২৩০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রী |
অন্যান্য যোগ্যতা:কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় ২৫শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে |
যে সকল জেলা অযোগ্য: ফেনী, জয়পুরহাট ও গাইবান্ধা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন| তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সকল জেলায় গ্রহণযোগ্য |
পদের নাম:ড্রাফটসম্যান
গ্রেড: ১৪
বেতন: ১০২০০- ২৪৬৮০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিদ্যালয় হতে এসএসসি পাস বা সমমান |
ঢাকা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদন করার পদ্ধতি:
ঢাকা কাস্টম হাউস নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থীগণ আবেদন করতে আগ্রহী কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী তাদেরকে অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে| অনলাইনে- hpp://dch.teletalk.com.bd এই ওয়েবসাইট দ্বারা সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে | অথবা নিচের দেওয়া আবেদন বাটনে ক্লিক করো আবেদন করতে পারবেন |
আবেদন
আবেদন শুরুর তারিখ :২১ শে মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকা থেকে
আবেদনের শেষ তারিখ :৪ ই এপ্রিল ২০২৪ তারিখ বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত
আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি :
Online এ আবেদনপত্র (Application Form ) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদন পত্র submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে | নির্ভুলভাবে আবেদন পত্র submit সম্পূর্ণ করা হলে প্রার্থী একটি User ID ,ছবি এবং সাক্ষ্য যুক্ত একটি Application’s Copy পাবেন | আবেদন ফ্রি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Application’s Copy তে তার সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর যুক্ত থাকা এবং এর সঠিক কথার বিষয়টি নিশ্চিত করে PDF Copy Download ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন |Application copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User id নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন teletalk pre- paid Mobile ফোন নম্বরের মাধ্যমে 02 টি SMS করে উপরের টেবিলের ০১ নং ক্রমিকের পদের আবেদন ফি বাবদ ৩০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৩৫/- টাকা মোট ৩৩৫/- টাকা অফারতযোগ্য | ০২ নং ক্রমিক পদের জন্য আবেদন ২০০/- টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ ২৩/- টাকা মোট ২২৩/- টাকা টেলিটক নাম্বারে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে |ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইনে আবেদন পত্র কোনভাবেই গৃহীত হবে না |
SMS প্রেরণের নিয়মাবলী :
প্রথম SMS :DCH <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে |
Reply : Applicant’s Name,TK (Application fee ) will be charged as application fee . Your PIN is 12345678 .To pay fee Type DCH <space>YES<space>PIN লিখে SEND করতে হবে16222 নম্বরে |
দ্বিতীয় SMS :DCH <space>YES <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে
Example: DCH YES 12345678
Reply : Congratulations Applicant’s Name,payment completed successfully for xxxx Application for xxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) .
SMS পুনরুদ্ধার করার পদ্ধতি :
শুধুমাত্র টেলিটক প্রি- পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ,Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন ( প্রযোজ্য ক্ষেত্রে) |
প্রথমে,User ID জানা থাকলে DCH<space>Help <space>User <space> User ID & Send to 16222
Example: DCH HELP ABCDEF & send to 16222
PIN Number জানা থাকলে: DCH<space>Help <space>PIN <space> PIN no & send to 16222.
Example:DCH HELP PIN 12345678 & send to 16222.
নিম্নে দেওয়া শর্তাবলী আবেদনের ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে :
১| ০১/০৪/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র -গোষ্ঠী, এতিম, আনসার- ভিডিপি প্রার্থী গণের এবং বীর মুক্তিয/ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর |
২| প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে |
৩| সরকারি/ আধা সরকারি সংস্থায় চাকরিতে নিয়োজিত প্রার্থীগণকে অনলাইনে আবেদন পত্র দাখিলের পর মৌখিক পরীক্ষার পড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনআপত্তি পত্র সংগ্রহ করতে হবে | মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতি পত্র প্রদর্শন করতে হবে |
৪| আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটি আবেদনে উল্লেখ করতে হবে |
৫| লিখিত পরীক্ষার অংশগ্রহণের সম্ভাব্য তারিখ ১৯ এপ্রিল ২০২৪ | লিখিত পরীক্ষা/ ব্যবহারিক/ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা প্রদান করা হবে না |
৬| শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হচ্ছে |
৭| কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা পরিবর্তন, বিজ্ঞপ্তিতে বর্ণিত এক বা একাধিক পদে নিয়োগ কার্যক্রম বাতিল, বিজ্ঞপ্তি বর্ণিত কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/ পরিবর্তন/ পরিমার্জন, সময় পরিবর্তন, বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন | নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগ কারি কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে |
৮| নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থী অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে |
৯| লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী পরবর্তীতে কাস্টম হাউস, ঢাকা এর ওয়েবসাইটে ও প্রার্থীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএস দ্বারা জানানো হবে |
১০| এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তিক জারিকৃত বিধি- বিধান প্রযোজ্য হবে |
যোগাযোগের মাধ্যম
ঢাকা কাস্টম হাউজ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় প্রার্থীগণ যদি কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে কর্তৃপক্ষের দেওয়া এই মাধ্যমে যোগাযোগ করবেন |
- হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
- ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
- অফিসিয়াল ওয়েবসাইট:www.dch.gov.bd
ঢাকা কাস্টম হাউজের পরিচয়
সংক্ষিপ্ত পরিচয়: ঢাকা কাস্টম হাউস বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি নিয়ন্ত্রক সংস্থা | ঢাকা কাস্টম হাউস বাংলাদেশের বিভিন্ন চালানের পর এবং শুল্ক আদায় করে থাকে | কাস্টম হাউস বাংলাদেশের বৃহত্তম বিমান বন্দর, ঢাকায় অবস্থিত | কাস্টম হাউজের দায়িত্বে রয়েছেন মোঃ মোয়াজ্জেম হোসেন |
২০২৪ সালের সকল চাকরি
এখানে-bdjobgovt.com ক্লিক করলে সকল ধরনের চাকরি নিউজ দেখতে পারবেন |