বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-BWDB Job Circular 2024

Contents hide
Rate this post

 বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (BWDB Job Circular 2024) প্রকাশিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড নিয়োগটি তাদের www.bwdb.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ০৩ মার্চ ২০২৪ তারিখে। পাউবোতে ০১ টি পদে মােট ০৬ জন লােক নিয়ােগ দেওয়া হবে। BWDB  সার্কুলার ২০২৪ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন শুরু হয়েছে। এই পােস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়োগ ২০২৪ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে। তাহলে চলুন Bangladesh Water Development Board Job Circular 2024-এর আলােকে বিস্তারিত জেনে আসি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাকরির বিজ্ঞপ্তি ২০২৪সম্পর্কে সংক্ষিপ্ত রূপ :

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
নিয়োগ প্রকাশের তারিখ: ০৩ মার্চ ২০২৪
চলমান নিয়োগ: ০১টি
পদের সংখ্যা: ০৬ জন
বয়সসীমা: ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন: সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট: www.bwdb.gov.bd
আবেদনের শুরু তারিখ: আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ: ০১ এপ্রিল ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট
আবেদনের ঠিকানা: https://jobs.bwdb.gov.bd/

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৪ এর অফিসিয়াল নোটিশ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৪ এর অফিসিয়াল নোটিশ-1

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৪ এর অফিসিয়াল নোটিশ-2

পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি২০২৪ শিক্ষাগত যোগ্যতা ও পদের নাম :

এই পোস্টের মাধ্যমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হবে। যে সকল প্রার্থী গণ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদন করার জন্য আগ্রহী তারা পোস্টটি অবশ্যই ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB) চাকরির বিজ্ঞপ্তিতে উল্লেখিত চাকরির শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন ভাতা, এবং সকল সুযোগ সুবিধা সম্পর্কিত সকল তথ্য নিম্নে ব্যাখ্যা করা হলো- 

পদের নামঃ সহকারী পরিচালক (প্রশাসন)
পদ সংখ্যাঃ ০৬ (ছয়) টি।

শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী তবে শর্ত থাকে যে, শিক্ষা জীবনের কোন স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না।
অন্যান্য যোগ্যতাঃ এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।

পানি উন্নয়ন বোর্ড নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

যে সকল প্রার্থীগণ পানি উন্নয়ন বোর্ডে আবেদনের জন্য যোগ্য প্রার্থী এবং আবেদনের জন্য আগ্রহী তারা খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের এই ওয়েবসাইট- rms.bwdb.gov.bd/ মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ০১ এপ্রিল ২০২৪ তারিখ বিকেল ০৪ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।

আবেদন করুন

পানি উন্নয়ন বোর্ড চাকরিতে আবেদন করার শর্তবলী:

 পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের দেওয়া কিছু শর্তাবলী জানতে হবে।পানি উন্নয়ন বোর্ড চাকরিতে আবেদনের করার সকল যোগ্যতার এবং কর্তৃপক্ষের দেওয়া শর্তাবলী বিস্তারিত তথ্য গুলো নীচে উল্লেখ করা হয়েছে।

  • জাতীয়তা:জাতীয় পরিচয় পত্র (NID)  নাগরিকত্ব সনদ , প্রথম শ্রেণীর কর্মকর্তা  প্রদত্ত চারিত্রিক সনদ , বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় কমিশন হতে    ইস্যুকৃত সমমান নির্ধারণি সার্টিফিকেট  সত্যায়িত কবি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে |
  • বয়সসীমা: আবেদন কালীর বয়স ০১/৩/২০২৪ তারিখে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে | মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চ সীমা ৩২ বছর | তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা( নাতি- নাতনি) প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে | বিভাগীয় ক্ষেত্রে বয়সসীমা শিথিপযোগ্য |সরকারের বিদ্যমান বিধিবিধান বা আইন বা প্রজ্ঞাপন / সার্কুলার  দ্বারা বিভাগীয় প্রার্থীর সংজ্ঞা নির্ধারণ হবে | বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/ সমমান সনদপত্র ব্যতীত অন্য কোন প্রশংসা পত্র গ্রহণযোগ্য হবে না |
  • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থী নির্বাচিত পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাকরির অফিসিয়াল ইমেজ অনুযায়ী।
  • মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা :  লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে | মৌখিক/ ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে ওয়েবসাইটে https://jobs.bwdb.gov.bd/ জানানো হবে | উল্লেখ্য মৌখিক/ ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না |
  • প্রার্থীর ছবি: তার থেকে অবশ্যই  সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে | ছবিতে কোন কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না| সাদা ব্যাকগ্রাউন্ডে স্পষ্ট মুখমণ্ডল ছবি আপলোড করতে হবে | বিশেষভাবে উল্লেখ্য যে, সদ্য তোলা রঙিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করলে তা কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন |
  • ডকুমেন্ট দাখিল সংক্রান্ত : আবেদনের সময় অনলাইনে কোন প্রমাণক ডকুমেন্ট দাখিল করতে হবে না  |লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কলামে উল্লিখিত সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনলিপি জমা দিতে হবে|

অনলাইনে আবেদন করার পদ্ধতি : 

বাংলাদেশ  রেলওয়ে নিয়োগপরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে এবং অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।  রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত  https://jobs.bwdb.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার সঠিক নিয়ম ধাপে ধাপে দেওয়া হল –

  1. প্রথমে,আবেদন করার জন্য এই ওয়েবসাইটে https://jobs.bwdb.gov.bd/    ভিজিট করুন।
  2. তারপর,“Registrations Form” অপশনে ক্লিক করুন।
  3. আপনি যে পদের জন্য আবেদন করতে চান তা নির্বাচন করুন।
  4. এরপর,“Next” বোতামে ক্লিক করুন।
  5. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাকরির আবেদন ফরম পেয়ে যাবেন।
  6. সঠিক তথ্য দিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাকরির আবেদনপত্রটি পূরণ করুন এবং পরর্বতী ধাপে যাওয়ার জন্য “Next” বাটনে ক্লিক করুন।
  7. আপনার সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
  8. ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর “Submit” বাটনে ক্লিক করুন।
  9. অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে বাংলাদেশ  পানি উন্নয়ন বোর্ড চাকরির আবেদন কপি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগে অনলাইনে আবেদন ফি জমাদান পদ্ধতিঃ

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ ফরমটি অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে যে Applicant’s Copy দেওয়া হবে সেটিতে একটি User ID পাবেন। আবেদন ফি জমা দিতে হবে এই User ID টি ব্যাবহার করে। আবেদন ফি বাবদ ফেরত যোগ্য- ৬০০/-  টাকা। আবেদন ফি পরিশােধ করতে হবে SMS এর মাধ্যমে।

নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।

প্রথম SMS :BWDB <space> User ID লিখে Send  করতে হবে 16222  নম্বরে | 

Reply : Applicant’s Name, TK-600 will be charged as application fee . Your PIN is 12345678 .To pay fee  Type BR <space>YES<space>PIN লিখে SEND  করতে হবে16222  নম্বরে |

দ্বিতীয় SMS :BWDB <space>YES <space>PIN লিখে Send  করতে হবে 16222  নম্বরে                                                                                                          

Example: BWDB YES 12345678                                                                              

Reply : Congratulations Applicant’s Name, payment completed successfully for xxxx Application for xxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) .

SMS পুনরুদ্ধার করার পদ্ধতি :

শুধুমাত্র টেলিটক প্রি- পেইড  মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী SMS  পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ,Serial এবং PIN  পুনরুদ্ধার করতে পারবেন ( প্রযোজ্য ক্ষেত্রে) |

প্রথমে,User ID  জানা থাকলে BWDB <space>Help <space>User <space> User ID & Send to 16222                                                                                                     

Example: BWDB HELP  ABCDEF & send to 16222

PIN Number জানা থাকলে: BWDB <space>Help <space>PIN <space> PIN no & send to 16222.                                                                                        

Example: BWDR  HELP PIN 12345678 & send to 16222.

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ

প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে |নির্ধারিত সময়ের পর প্রার্থী তার User ID & Password  ব্যবহার করে ছবি, রোল নম্বর পরীক্ষার স্থান ও তারিখ সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র (Admit Card ) ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন | লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাযথ  ওয়েবসাইটে –https://jobs.bwdb.gov.bd/ প্রকাশ করা হবে

প্রবেশপত্র ডাউনলোড

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন

হেল্পলাইন/যোগাযোগ

পানি উন্নয়ন বোর্ড নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

  •  হেল্পলাইন নম্বর: হটলাইন নাম্বার-০২-২২২২৩০৩০৩
  •  ই-মেইল: dir.processing@bwdb.gov.bd / recruitment@bwdb.gov.bd
  •  অফিসিয়াল ওয়েবসাইট: www.bwdb.gov.bd

পানি উন্নয়ন বোর্ডের সংক্ষিপ্ত পরিচয় : 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB) বাংলাদেশের একটি বিশেষায়িত সংস্থা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি সরকারী সংস্থা |যা বাংলাদেশের সকল ভূ-পৃষ্ঠের পানি এবং ভূগর্ভস্থ পানি সুষ্ঠ পরিচালনার জন্য নিয়োজিত।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দেশের সকল ভূপৃষ্ঠের পানি সংক্রান্ত সকল কাজ সম্পাদন করে থাকে ।পানি উন্নয়ন বোর্ড গঠন করা হয় ১৯৫৯ সালে | ১৯৫৪ এবং ১৯৫৫ সালের ভয়াবহ বন্যার পর বন্যার ক্ষতিগ্রস্ত অবস্থার কমিয়ে খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৯৫৭ সালে জাতিসংঘের অধীনে গঠিত মিশনের সুপারিশ ক্রমে এতদঞ্চলের পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে  পানি উন্নয়ন বোর্ড গঠন করা হয় | পানি উন্নয়ন বোর্ড মূলত সম্পদ এবং কৃষি সম্পদ বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম শুরু করেছেন | প্রাণিসম্পদের মন্ত্রণালয় এর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট পানি পরিষদের নীতি নির্ধারণ ও ব্যবস্থাপনা পরিচালিত হয় | পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের নাম – মোঃ আমিরুল হক ভূঁইয়া | পানি উন্নয়ন বোর্ডের  কর্মসূচি বাংলাদেশের কৃষি এবং মৎস্য আরো উন্নয়নের দিকে অগ্রগতি হচ্ছে |

২০২৪ সালের নতুন চাকরির খবর

ওয়েব সাইটে ভিজিট করতে এখানে ক্লিক করুন-www.bdjobgovt.com | এই ওয়েবসাইটের মাধ্যমে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের ক্যাটাগরির চাকরির সন্ধান পাবেন এবং এই পোষ্টের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন |

5 Comments

  1. I have been browsing on-line greater than three hours nowadays, but I by no means discovered any interesting article like yours.
    It’s beautiful value enough for me. Personally, if all webmasters and bloggers made just right
    content as you did, the net will probably be a lot more helpful than ever before.

  2. Nice post. I was checking continuously this blog and
    I’m impressed! Very helpful info specifically
    the last part 🙂 I care for such info a lot. I was looking for this
    particular information for a very long time. Thank you and best of luck.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock