বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-BSMRU Job Circular 2024

Contents hide
Rate this post

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (BSMRU Job Circular 2024) ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নিয়োগটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে  www.bsmru.ac.bd প্রকাশিত করেছে । প্রতিষ্ঠানটিতে ০২টি  নিয়োগ। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ০৯ টি পদে মােট ১৬জনএবং দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ০৩টি পদে মোট ৩৪ জন নিয়ােগ দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি২০২৪ যোগ্যতা সম্পন্ন আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই পােস্টের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদনের যোগ্যতা, আবেদন করার করার নিয়ম, নিয়োগ পরীক্ষা স্থান বা কেন্দ্র, পরীক্ষার তারিখ, ফলাফল, প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জের ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্ষিপ্ত রূপ

প্রতিষ্ঠানের নাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ 
চাকরির ধরন: সরকারি চাকরি
নিয়োগ প্রকাশের তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪
চলমান নিয়োগ: ০২টি
পদের সংখ্যা: ০৯ টি পদে মােট ১৬জন এবং০৩ টি পদে মােট ৩৪ জন
বয়সসীমা: ১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
আবেদনের শুরু তারিখ: ১৮ই ফেব্রুয়ারি২০২৪ বেলা  ১২টা থেকে
আবেদনের শেষ তারিখ: ১০ ও ১৭ মার্চ ২০২৪রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত
অফিসিয়াল ওয়েব সাইট: www.bsmru.ac.bd
আবেদনের মাধ্যম: অনলাইনে
আবেদনের ঠিকানা: jobs.bsmru.ac.bd

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ ২০২৪  নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ-1

 পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ   ২০২৪এ নিয়োগের পদের নাম ও যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা নিম্নে বর্ণনা করা হলো  : 

পদের নাম: সহযোগী অধ্যাপক (যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এই পদের বিপরীতে প্রভাষক নিয়োগ করা হবে)
(ক) ইংরেজি বিভাগ- ১টি স্থায়ী পদ
(খ) গণিত বিভাগ- ১টি স্থায়ী পদ
(গ) হিসাববিজ্ঞান বিভাগ- ১টি স্থায়ী পদ
(ঘ) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ- ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল : ৫০,০০০-৭১,২০০/-টাকা (৪র্থ গ্রেড)।

পদের নাম: সহকারী অধ্যাপক (যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এই পদের বিপরীতে প্রভাষক নিয়োগ করা হবে)
(ক) ইংরেজি বিভাগ- ১টি স্থায়ী পদ
(খ) গণিত বিভাগ- ১টি স্থায়ী পদ
(গ) হিসাববিজ্ঞান বিভাগ- ১টি স্থায়ী পদ
(ঘ) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ- ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০/- টাকা(৬ষ্ঠ গ্রেড)।

পদের নাম: প্রভাষক (স্থায়ী পদ ও পদের বিপরীতে)
(ক) ইংরেজি বিভাগ- ৩টি স্থায়ী পদসহ সর্বোচ্চ ৫টি পদ
(খ) গণিত বিভাগ- ৩টি স্থায়ী পদসহ সর্বোচ্চ ৫টি পদ
(গ) হিসাববিজ্ঞান বিভাগ- ৩টি স্থায়ী পদসহ সর্বোচ্চ ৫টি পদ
(ঘ) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ- ৩টি স্থায়ী পদসহ সর্বোচ্চ ৫টি পদ।
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-টাকা (৯ম গ্রেড)।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আগ্রহী প্রার্থীগন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়ালওয়েবসাইটে jobs.bsmru.ac.bd এ প্রবেশ করে নির্দিষ্ট  পদ সিলেক্ট করে Click here to apply এ ক্লিক করে প্রয়োজনীয় সকল সঠিক তথ্য দিয়ে Apply বাটন ক্লিক করলে ইমেইল এবং এসএমএস এর মাধ্যমে প্রয়োজনীয় User ID, Password এবং Application link পাবেন। উক্ত Application link ক্লিক করে প্রাপ্ত ID এবং Password এর মাধ্যমে Login করে প্রয়োজনীয় সকল তথ্য আপলোড করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষার তারিখ ইমেইল,SMS  এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে | এ  সকল পরীক্ষায় অংশ গ্রহণের  জন্য কোন প্রকার  টিএ/ ডিএ প্রদান করা হবে না | সাক্ষাৎকারের  সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে | 

আবেদনের ফি জমা দেওয়ার প্রক্রিয় 

চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র |ক্রেডিট কার্ড/অনলাইন ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে আবেদন ফি( সার্ভিস চার্জ ব্যতীত ) পরিষদ করতে হবে | সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদের জন্য ১০০০/- (এক হাজার) টাকা এবং প্রভাষক পদের জন্য ৮০০/- (আটশত) টাকা।

আবেদনের শুরু সময় :১৮ই ফেব্রুয়ারি২০২৪ বেলা  ১২টা থেকে
আবেদনের শেষ সময় : ১৭ মার্চ ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

আবেদন করুন

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :jobs.bsmru.ac.bd 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ ২০২৪  নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ ২০২৪  নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ-2

BSMRU Job Circular 2024 পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা

পদের নাম: পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন ( গ্রেড-৩)
পদ সংখ্যা: ০১টি স্থায়ী
বেতন স্কেল : ৫৬,৫০০-৭৪,৪০০/- টাকা |

পদের নাম: সেকশন অফিসার ( গ্রেড -৯)
পদ সংখ্যা: ০২টি স্থায়ী
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/- টাকা |

পদের নাম: সহকারি কম্পিউটার প্রোগ্রামার  ( গ্রেড -৯)
পদ সংখ্যা: ০১টি স্থায়ী
বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-টাকা |

পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা ( গ্রেড -১০)
পদ সংখ্যা: ০২টি স্থায়ী
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা |

পদের নাম: উপ-সহকারি প্রকৌশলী, সিভিল( গ্রেড -১০)
পদ সংখ্যা: ০১টি স্থায়ী
বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা |

পদের নাম: ক্যাটালগার( গ্রেড -১৫)
পদ সংখ্যা: ০১টি স্থায়ী
বেতন স্কেল : ৯৭০০-২৩৪৯০/-

পদের নাম: ল্যাব এসিস্ট্যান্ট( গ্রেড -১৬)
পদ সংখ্যা: ০২টি স্থায়ী
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-টাকা |

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট( গ্রেড -১৬)
পদ সংখ্যা: ০৩টি স্থায়ী
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-টাকা |

পদের নাম: অফিস সহায়ক( গ্রেড -২০)
পদ সংখ্যা: ০৩টি স্থায়ী
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-টাকা |

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আগ্রহী প্রার্থীগন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়ালওয়েবসাইটে jobs.bsmru.ac.bd এ প্রবেশ করে নির্দিষ্ট  পদ সিলেক্ট করে Click here to apply এ ক্লিক করে প্রয়োজনীয় সকল সঠিক তথ্য দিয়ে Apply বাটন ক্লিক করলে ইমেইল এবং এসএমএস এর মাধ্যমে প্রয়োজনীয় User ID, Password এবং Application link পাবেন। উক্ত Application link ক্লিক করে প্রাপ্ত ID এবং Password এর মাধ্যমে Login করে প্রয়োজনীয় সকল তথ্য আপলোড করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষার তারিখ ইমেইল,SMS  এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে | এ  সকল পরীক্ষায় অংশ গ্রহণের  জন্য কোন প্রকার  টিএ/ ডিএ প্রদান করা হবে না | সাক্ষাৎকারের  সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে |

আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি:

আবেদন ফি: চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র |ক্রেডিট কার্ড/অনলাইন ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে আবেদন ফি( সার্ভিস চার্জ ব্যতীত ) পরিষদ করতে হবে | আবেদন ফি ১ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ৬০০ (ছয়শত) টাকা; ২ থেকে ৫ নং ক্রমিকের পদের জন্য ৫০০ (পাঁচশত) টাকা, ৬ থেকে ৮ নং ক্রমিকের পদের জন্য ৩০০ (তিনশত) টাকা এবং ৯ নং ক্রমিকের পদের জন্য ১০০ (একশত) টাকা।

আবেদনের শুরু সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪বেলা  ১২টা থেকে

আবেদনের শেষ সময় : ১০ মার্চ ২০২৪ তারিখ  রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

আবেদন করুন

বিশেষ উল্লেখ্য,Online – এ  আবেদন পত্রের সকল অংশ পূরণ করে Submit  করা হলেও পরীক্ষার ফ্রি জমা না দেওয়া পর্যন্ত Online  আবেদন পত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না |

 প্রথম SMS : bsmru<space> User ID লিখে Send  করতে হবে 16222  নম্বরে | 

Example :  bsmru ABCDEF

Reply: Applicant’s Name, TK-223will be charged as application fee . Your PIN is 12345678 .To pay fee  Type bsmru <space>YES<space>PIN লিখে SEND  করতে হবে16222  নম্বরে |

Example:  bsmru YES 12345678

Reply : Congratulations Applicant’s Name, payment completed successfully for xxxx Application for xxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) .

SMS পুনরুদ্ধার করার পদ্ধতি :

শুধুমাত্র টেলিটক প্রি- পেইড  মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী SMS  পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ,Serial এবং PIN  পুনরুদ্ধার করতে পারবেন ( প্রযোজ্য ক্ষেত্রে)

প্রথমে,User ID  জানা থাকলে bsmru  <space>Help <space>User <space> User ID & Send to 16222 

Example: bsmru  HELP  USER  ABCDEF

PIN Number জানা থাকলে:

 bsmru <space>Help <space>PIN <space> PIN no & send to 16222. 

Example:bsmru HELP PIN 12345678 

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন : https://jobs.bsmru.ac.bd

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আবেদনের শর্তাবলী : 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সালের আবেদনের জন্য অফিস কর্তৃক কিছু শর্তাবলী অনুসরণ করতে হবে | নিম্নে দেওয়া শর্তাবলি প্রেক্ষিতে আবেদনকারী আবেদন করতে পারবেন |

১/আবেদনকারীকে অবশ্যই jobs.bsmru.ac.bd এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় সকল কাগজপত্রের Scanned Pdf Copy সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি সহ  ১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ বেলা ১২:০০ টা থেকে ১০ই মার্চ ২০২৪ তারিখ রাত বারোটা মধ্যে অনলাইনে আবেদন করতে হবে | 

২/প্রার্থীগণ অনলাইনে আবেদন ও আবেদন ফ্রি প্রদানের বিষয়ে বিস্তারিত How to Apply মেনুতে পেয়ে যাবে |

 ৩/ বিশ্ববিদ্যালয়ের http://jobs.bsmru.ac.bd/ ওয়েবসাইটে “Academic Qualifications and Others” মেনু থেকে যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করতে পারবেন | 

৪/ চার থেকে আবেদনের আগে কিছু নির্দিষ্ট কাগজপত্র Scanned pdf Copy সংযুক্ত করতে হবে- (ক) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র|(খ) বিগত সকল অভিজ্ঞতার ও অন্যান্য কোন যোগ্যতা সম্পন্ন হলে তার সহজ কত | (গ) প্রার্থীর সদ্য তোলা দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০ পিক্সেলের ও অনূর্ধ্ব ২০০ কিলোবাইট সাইজের ছবি (jpg file) সংযুক্ত করতে হবে |(ঘ) প্রার্থীর জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হবে |

৫/ চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কোন কর্তৃপক্ষের অনুমতি পত্র প্রয়োজন হবে | ত্রুটি সম্পূর্ণ আবেদন পত্র গ্রহণযোগ্য হবে না |

৬/ প্রার্থীকে অবশ্যই আবেদনের সময়  ক্রেডিট কার্ড/ অনলাইন ব্যাংকিং/ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে আবেদন ফ্রি ( সার্ভিস চার্জ ব্যতীত) পরিশোধ করতে হবে| 

৭/ প্রার্থীদের নিযুক্ত সংক্রান্ত সকল পরীক্ষার তারিখ ইমেইল/ এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং  এর সকল পরীক্ষায় অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষ কর্তৃক কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না|

৮/ সাক্ষাৎকারের সময় প্রার্থীর সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে |

৯/ অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্য সম্বলিত আবেদন পত্র বাতিল বলে গণ্য করা হবে |

হেল্পলাইন/যোগাযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ নিয়োগে Online-এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

  •  হেল্পলাইন নম্বর: +৮৮ ০২ ৪৪৬১২৬২৮ এ কল করুন।
  •  ই-মেইল:registrar@bsmru.ac.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  •  অফিসিয়াল ওয়েবসাইট: www.bsmru.ac.bd

উপসংহার

বিশ্ববিদ্যালয় সংক্ষিপ্ত পরিচিতিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোঃ আবদুল হামিদের বিশেষ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ জেলায় প্রতিষ্ঠিত হয় |বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ আইন ২০২০বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রণীত হয়েছিল। আইনটি ২০২০ সালে বাংলাদেশের সংসদ কর্তৃক পাস হয়। বিশ্ববিদ্যালয়টি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বৌলাই ইউনিয়নে প্রতিষ্ঠিত হবে। কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা ও রঘুনন্দনপুর মৌজায় ১০৩.৮৭ একর জমিতে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হবে। এটি কিশোরগঞ্জ শহর থেকে মিঠামইন রোডের দিকে প্রায় ৮.৯ কিলোমিটার দূরে অবস্থিত।

২০২৪ সালের সকল নতুন চাকরির খবর

২০২৪ এর নতুন চাকরির খবর পেতে  আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন | আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে বিজ্ঞপ্তিতে প্রবেশ করে আবেদনে ক্লিক করে আবেদন করতে পারবেন | তাই ওয়েব সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুনbdjobgovt.com |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO