বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২০শে মার্চ ২০২৪ তারিখে | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুরুর তারিখ ২১ শে মার্চ ২০২৪ থেকে ১০ই এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত |বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত যে সকল প্রার্থীগণ আবেদন করতে আগ্রহী তাদেরকে অবশ্যই অনলাইনের-www.biman.gov.bd মাধ্যমে আবেদন করতে হবে |অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য নয় |Biman Bangladesh Airlines job circular 2024 নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য এবং আবেদন করার পদ্ধতি. আবেদনের ফি প্রদান সকল ধরনের তথ্য নিম্নে দেওয়া হল |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি: নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সংক্ষিপ্ত রূপ:
প্রতিষ্ঠানের নাম: | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি: |
নিয়োগ প্রকাশের তারিখ: | ২০শে মার্চ ২০২৪ |
পদের সংখ্যা: | ১৩ টি পদে মোট ১১৬ জন |
বয়সসীমা: | ১৮ থেকে ৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর) |
শিক্ষাগত যোগ্যতা: | SSC/HSC/ স্নাতক |
চাকরির ধরন: | সরকারি |
অফিসিয়াল ওয়েব সাইট: | www.biman.gov.bd /www.biman.airlines.com |
আবেদনের শুরু তারিখ: | ২১ মার্চ ২০২৪ |
আবেদনের শেষ তারিখ: | ১০ এপ্রিল ২০২৪ |
আবেদনের মাধ্যম: | অনলাইনে |
নিয়োগ প্রকাশের সূত্র: | www.biman.gov.bd |
বাংলাদেশ বিমান এয়ারলাইন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিশিয়াল নোটিশ এর ছবি-
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও পদের নাম :
যে সকল প্রার্থীগণ বিমান এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তাদের যে সকল শিক্ষাগত যোগ্যতা, এবং বেতন, পদের নাম নিম্নে উল্লেখ করা হলো
পদের নাম :ম্যানেজার এলসি/ এসিপি
বেতন :২৬৫০০- ৫৭৯৫০/- টাকা
পদ সংখ্যা : ০৪টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট হতে ০৪ বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ অ্যারোনেটিক্যাল/ এরোস্পেস / মেকাট্রনিক্স ডিগ্রী অথবা পদার্থবিজ্ঞান/ ফলিত পদার্থবিজ্ঞান/ গণিত এর স্নাতক ডিপি থাকতে হবে | এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.5 অথবা ডিপ্লোমা ডিগ্রীর ক্ষেত্রে সিজিপিএ ৩.৬ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে ৩.০ থাকতে হবে |’ ও’ লেভেলে গড়ে যে কোন পাঁচটি বিষয়ে এবং ‘ এ’ লেভেলে গড়ে যেকোনো দুইটি বিষয়ে নূন্যতম ‘ বি’ থাকতে হবে |
পদের নাম :ম্যানেজার কর্পোরেট সেফটি/ কোয়ালিটি
বেতন:২৬৫০০- ৫৭৯৫০/- টাকা
পদ সংখ্যা: ০৭ টি |
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ০৪ বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোনটিকাল/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক/ এরো স্পেস ডিগ্রী | পরীক্ষার ফলাফলের প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৪.৫ অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ ৩.৬ থাকতে হবে | বিএসসি ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ ৩.০ থাকতে হবে | ‘ ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘ এ’ লেভেলে গড়ে যেকোনো দুইটি বিষয় ন্যূনতম ‘ বি’ থাকতে হবে |
পদের নাম :ম্যানেজার অপারেশনস ( জিএসই )
বেতন :২৬৫০০- ৫৭৯৫০/- টাকা
পদ সংখ্যা:১২ টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ০৪ বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ মেকানিক্যাল/ অটোমোবাইল/ ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন/ মেকাট্রনিক্স ডিগ্রিধারী হতে হবে| এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৪.৫ অথবা ডিপ্লোমা ডিগ্রী ক্ষেত্রে জিপিএ ৩.৬ থাকতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ ৩.০ থাকতে হবে ‘ ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘ এ’ লেভেলে গড়ে যেকোনো দুইটি বিষয় ন্যূনতম ‘ বি’ থাকতে হবে |
সংশ্লিষ্ট তিনটি পদের জন্য একই যোগ্যতার প্রয়োজন:
অন্যান্য যোগ্যতা :অন্যান্য যোগ্যতা : কম্পিউটারে দক্ষতা ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয় |বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রী যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইসক্রীত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে| জিআইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় |
পদের নাম:অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার
বেতন: ২২৫০০-৫৪২৯০/- টাকা
পদের সংখ্যা: ০৬টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সাইন্স/ সিএএসই /আইটি/ ইইই / ইটিই /ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ বি এস সি ডিগ্রী থাকতে হবে |এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিজিপিএ ৩.০ থাকতে হবে | ‘ও’ লেভেলে গড়ে যে কোন পাঁচটি বিষয় এবং ‘ এ’ লেভেলে গড়ে যেকোনো দুইটি বিষয়ে নূন্যতম ‘ ডি’ থাকতে হবে |
অন্যান্য যোগ্যতা:কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং যে কোন প্রোগ্রামিং ভাষা তে জ্ঞান থাকতে হবে |বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রী যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইসক্রীত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে| জিআইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় |
পদের নাম:জুনিয়র অফিসার লাইসেন্স এন্ড ট্রেনিং কো- অর্ডিনেটর
বেতন: ২২৫০০-৫৪২৯০/- টাকা
পদের সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা:যেকোনো বিষয়ে ০৪ বছর মেয়াদে স্নাতক ডিগ্রি |এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ এবং স্নাতক ডিগ্রী সিজিপিএ ৩.০ থাকতে হবে | ‘ও’ লেভেলে গড়ে যে কোন পাঁচটি বিষয় এবং ‘ এ’ লেভেলে গড়ে যেকোনো দুইটি বিষয়ে নূন্যতম ‘ ডি’ থাকতে হবে |
অন্যান্য যোগ্যতা:মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে |বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রী যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইসক্রীত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে| জিআইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় |
পদের নাম:সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট
বেতন: ১৫৯০০-৩৮৪০০/- টাকা
পদের সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা:ডিপ্লোমা ইন নার্সিং/ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিড বাই ফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে |
অন্যান্য যোগ্যতা:কম্পিউটার জ্ঞান থাকতে হবে|
পদের নাম:সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (প্ল্যানিং এন্ড সিডিউলিং )
বেতন: ১৫৯০০-৩৮৪০০/- টাকা
পদের সংখ্যা: ০৪টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি | এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ থাকতে হবে| স্নাতক ডিগ্রির ক্ষেত্রে‘ সিজিপিএ কমপক্ষে ৩.০ থাকতে হবে |ও’ লেভেলে গড়ে যে কোন পাঁচটি বিষয় এবং ‘ এ’ লেভেলে গড়ে যেকোনো দুইটি বিষয়ে নূন্যতম ‘ ডি’ থাকতে হবে |
অন্যান্য যোগ্যতা:বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রী যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইসক্রীত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে| জিআইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় |
পদের নাম:ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম
বেতন:১২৫০০-৩০২৩০/- টাকা
পদের সংখ্যা: ১২টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রির সিজিপিএ ২.৮ |এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ ২.৮ থাকতে হবে | ‘ও’ লেভেলে গড়ে যে কোন পাঁচটি বিষয় এবং ‘ এ’ লেভেলে গড়ে যেকোনো দুইটি বিষয়ে নূন্যতম ‘ ডি’ থাকতে হবে |
অন্যান্য যোগ্যতা:কম্পিউটারের জন্য জ্ঞান থাকতে হবে|বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রী যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইসক্রীত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে| জিআইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় |
পদের নাম:প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট
বেতন:১২৫০০-৩০২৩০/- টাকা
পদের সংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রির সিজিপিএ ২.৮ |এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ ২.৮ থাকতে হবে | ‘ও’ লেভেলে গড়ে যে কোন পাঁচটি বিষয় এবং ‘ এ’ লেভেলে গড়ে যেকোনো দুইটি বিষয়ে নূন্যতম ‘ ডি’ থাকতে হবে |
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি টাইপিং করার দক্ষতা সহ কম্পিউটার চালানোয় পারাদর্শী হতে হবে|বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রী যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইসক্রীত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে| জিআইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় |
পদের নাম:পাম্প অ্যাসিস্ট্যান্ট
বেতন:১২৫০০-৩০২৩০/- টাকা
পদের সংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ ২.৮| এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ থাকতে হবে| স্নাতক ডিগ্রির ক্ষেত্রে‘ সিজিপিএ কমপক্ষে ৩.০ থাকতে হবে |ও’ লেভেলে গড়ে যে কোন পাঁচটি বিষয় এবং ‘ এ’ লেভেলে গড়ে যেকোনো দুইটি বিষয়ে নূন্যতম ‘ ডি’ থাকতে হবে |
অন্যান্য যোগ্যতা:কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে |বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রী যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইসক্রীত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে| জিআইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় |
পদের নাম:জুনিয়র ডেন্টার/ জুনিয়র প্যান্টের
বেতন: ১১০০০-২৬৫৯০/- টাকা
পদের সংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |
অন্যান্য যোগ্যতা:সরকার কর্তৃক স্বীকৃত যে কোন ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে( আর্টিসন সনদপত্র ধারীকে অগ্রাধিকার প্রদান করা হবে )০১ বছরের ট্রেড ফোর্স সার্টিফিকেট সহ ০২ বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে কোন ইনস্টিটিউট থেকে আকৃষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা/ ট্রেড কোর্স থাকতে হবে |
পদের নাম:ডেসপাচ রাইডার
বেতন: ১১০০০-২৬৫৯০/- টাকা
পদের সংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |
অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে |
পদের নাম:ডেসপাচ রাইডার
বেতন: ১১০০০-২৬৫৯০/- টাকা
পদের সংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |
অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে |
পদের নাম:এমডি অপারেটর
পদের সংখ্যা:৫৮টি
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |
অন্যান্য যোগ্যতা: হালকা যানবাহনচালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে | হালকা যানবাহন চালনায় কমপক্ষে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি: আবেদন করার পদ্ধতি:
প্রার্থীগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করতে আগ্রহী তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে| এই ওয়েবসাইটটির- http://bbal.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে পারবেন | অথবা নিচে দেওয়া APPLY বাটনে ক্লিক করেও আবেদন করতে পারবে|
APPLY
আবেদন শুরুর তারিখ: ২১শে মার্চ ২০২৪সকাল ১০ টা থেকে
আবেদনের শেষ তারিখ: ১০ই এপ্রিল ২০২৪ বিকাল ৫টা পর্যন্ত
অনলাইনে আবেদন পত্র প্রার্থী তার স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০X প্রস্থ ৮০ Pixel ) ও রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০ Pixel ) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে | ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে |
প্রার্থী অনলাইনে পুরোনো কিছু আবেদন পত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করে রাখবেন |
আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি :
Online এ আবেদনপত্র (Application Form ) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদন পত্র submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে | নির্ভুলভাবে আবেদন পত্র submit সম্পূর্ণ করা হলে প্রার্থী একটি User ID ,ছবি এবং সাক্ষ্য যুক্ত একটি Application’s Copy পাবেন | আবেদন ফ্রি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Application’s Copy তে তার সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর যুক্ত থাকা এবং এর সঠিক কথার বিষয়টি নিশ্চিত করে PDF Copy Download ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন |Application copy তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User id নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন teletalk pre- paid মোবাইল ফোন নম্বরের মাধ্যমে 02 টি SMS করে ক্রমিক নং ০১ থেকে ০৩ বর্ণিত পদ সমূহের আবেদন ফ্রি অফেরতযোগ্য ৬৬৯/- টাকা, ক্রমিক নং ০৪ থেকে ০৭ এ বর্ণিত পদ সমূহের আবেদন ফি স্বরে অফেরতযোগ্য ৫৫৮/- টাকা, ক্রমিক নং ০৮ থেকে ১০ এ বর্ণিত পদ সমূহের আবেদন ফ্রি অফেরতযোগ্য ৩৩৫/- টাকা , ক্রমিক নং ১১ থেকে ১৩ এ বর্ণিত পদ সমূহের আবেদন ফ্রি অফেরত যোগ্য ২২৩/- টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন| এখানে বিশেষ উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলে পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইনে আবেদন পত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না |
SMS প্রেরণের নিয়মাবলী :
প্রথম SMS :BBAL <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে |
Reply : Applicant’s Name,TK (Application fee ) will be charged as application fee . Your PIN is 12345678 .To pay fee Type BBAL <space>YES<space>PIN লিখে SEND করতে হবে16222 নম্বরে |
দ্বিতীয় SMS :BBAL <space>YES <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে
Example: BBAL YES 12345678
Reply : Congratulations Applicant’s Name,payment completed successfully for xxxx Application for xxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) .
SMS পুনরুদ্ধার করার পদ্ধতি :
শুধুমাত্র টেলিটক প্রি- পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্তী SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ,Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন ( প্রযোজ্য ক্ষেত্রে) |
প্রথমে,User ID জানা থাকলে BBAL <space>Help <space>User <space> User ID & Send to 16222
Example: BBAL HELP ABCDEF & send to 16222
PIN Number জানা থাকলে: BBAL <space>Help <space>PIN <space> PIN no & send to 16222.
Example:BBAL HELP PIN 12345678 & send to 16222.
প্রবেশপত্র ডাউনলোড
প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি http://bbal.teletalk.com.bd ,www.biman.gov.bd , www.biman-airlines.com ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ( শুধুমাত্র যোগ্য প্রার্থীকে) যথাসময়ে জানানো হবে | Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাক্তন নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্জনীয় |
প্রার্থীগণ লিখিত পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর মৌখিক সাক্ষাৎকারের বিষয়বস্তু:
১| অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি|
২| প্রবেশপত্রের ফটোকপি |
৩| সাম্প্রতিক তোলা ০৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি |
৪| শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি |
৫| জাতীয় পরিচয় পত্রের ফটোকপি |
৬| নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি কর্পোরেশন/ ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত সনদ |
৭| অভিজ্ঞতার সনদ ( প্রযোজ্য ক্ষেত্রে)|
যোগাযোগের মাধ্যম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি: আবেদনের সময় প্রার্থী যদি কোন সমস্যার সম্মুখীন হয় | তাহলে নিম্নবর্তী যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করবেন |
- হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
- ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.biman-airlines.com
সংক্ষিপ্ত পরিচয়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একমাত্র সরকারের এবং জাতীয় পতাকা বাহি একটি উড়োজাহাজ | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনার সংস্থা যা বিমান পরিবহন সংস্থার নামের পরিচিত | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকায় অবস্থিত যা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম পরিচালনা করে থাকে |
২০২৪ সালের চাকরি
আরো বিভিন্ন ধরনের চাকরির NWES পেতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন- bdjobgovt.com
Job lagbe amar
amadar website visit koran bdjobgovt.com onak job circular paban