বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি  ২০২৪|| Teaboard Job Circular 2024

Rate this post

বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৭ই এপ্রিল ২০২৪ তারিখে | চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে নারী পুরুষ উভয়  প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে | বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য কর্তৃপক্ষের দেওয়া নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে | বাংলাদেশ যা বোর্ডে আবেদন শুরু তারিখ ১৭ এপ্রিল ২০২৪ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ১৯ মে ২০২৪ তারিখ পর্যন্ত | বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে সকল প্রার্থীগণ আগ্রহী তাদেরকে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে, এছাড়া আবেদন প্রক্রিয়া ,আবেদন করার জন্য সকল প্রকার প্রয়োজনীয় কাগজপত্র, পদের নাম, পদ সংখ্যা সমূহ, বেতন স্কেল ও গ্রেড সকল তথ্য বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো|

 বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সংক্ষিপ্ত রূপ-

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ চা বোর্ড
নিয়োগ প্রকাশের তারিখ: ১৭ এপ্রিল ২০২৪ 
নিয়োগ বিজ্ঞপ্তি সংখ্যা: ০৯ টি পদে  ৪৮ জন
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর ( মুক্তিযোদ্ধা কোটায় ১৮ থেকে ৩২ বছর)
শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতকোত্তর ডিগ্রী
চাকরির ধরন: সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট: https://teaboard.gov.bd/
আবেদনের শুরু তারিখ: ১৭ এপ্রিল ২০২৪
আবেদনের শেষ তারিখ: ১৯ মে ২০২৪
আবেদনের মাধ্যম: সরাসরি রেজিস্টার অফিসে
নিয়োগ প্রকাশের সূত্র: https://teaboard.gov.bd/

বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিশ

বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিশ 2024 বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিশ 2024

নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য  অভিজ্ঞতা:

 বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রতিটি পদের জন্য নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতার এবং অন্যান্য অভিজ্ঞতার প্রয়োজন আছে, এছাড়া পদ অনুযায়ী বেতন স্কেল এবং  গ্রেড  সকল প্রকার তথ্য পদের নাম এবং পদের সংখ্যা নিম্নে তুলে ধরা হলো-

০১/ পদের নাম: সার্ভেয়ার

 পদ সংখ্যা: ০২ টি

 শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ ও তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ|

অভিজ্ঞতা: যে সকল প্রার্থীগণ অভিজ্ঞতা সম্পন্ন হবে উপরোক্ত পদে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে|

 কর্মস্থল: পিডিইউ ,বাংলাদেশ চাবোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার|

 বেতন স্কেল: ১০২০০/-  থেকে ২৪৬৮০/- টাকা|

গ্রেড: ১৪|

০২/ পদের নাম: স্টোর কিপার

 পদ সংখ্যা:  ০১ টি

 শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই  স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে |

অভিজ্ঞতা:বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী  দ্রব্যাদি, মনিহারি দ্রব্যাদি, সাধারণ  স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে |

 কর্মস্থল: পিডিইউ ,বাংলাদেশ চাবোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার|

 বেতন স্কেল: ১০২০০/-  থেকে ২৪৬৮০/- টাকা|

গ্রেড: ১৪|

০৩/ পদের নাম:  হিসাব সহকারি

 পদ সংখ্যা: ০৩ টি

 শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রির অধিকারী অথবা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস করতে হবে |

অভিজ্ঞতা: যে সকল প্রার্থীগণ সুন্দর হস্তাক্ষরের প্রার্থী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে|

 কর্মস্থল: পিডিইউ ,বাংলাদেশ চাবোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার|

 বেতন স্কেল: ৯৩০০/-  থেকে ২২৪৯০/- টাকা|

গ্রেড: ১৬|

০৪/ পদের নাম: অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর

 পদ সংখ্যা: ২২টি

 শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই  এইচএসসি পরীক্ষায় পাস করতে হবে |

অভিজ্ঞতা: প্রার্থীকে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এছাড়া বাংলা ও ইংরেজি টাইপিং এ যথাক্রমে  ১৫ ও ২০ গতি সম্পন্ন হতে হবে|

 কর্মস্থল: পিডিইউ ,বাংলাদেশ চাবোর্ড, প্রধান কার্যালয়,  চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার|

 বেতন স্কেল: ৯৩০০/-  থেকে ২২৪৯০/- টাকা|

গ্রেড: ১৬|

০৫/ পদের নাম: গাড়ি চালক

 পদ সংখ্যা: ০৪ টি

 শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই  অষ্টম শ্রেণীর পরীক্ষায় পাস করতে হবে |

অভিজ্ঞতা: প্রার্থীকে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে হালকা ও ভারী গাড়ি চালনার লাইসেন্স থাকতে হবে| এছাড়া কোন সরকারি প্রতিষ্ঠান হতে বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে

 কর্মস্থল: পিডিইউ ,বাংলাদেশ চাবোর্ড, প্রধান কার্যালয়,  চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার|

 বেতন স্কেল: ৯৩০০/-  থেকে ২২৪৯০/- টাকা|

গ্রেড: ১৬|

০৬/ পদের নাম: প্লাম্বার

 পদ সংখ্যা:  ০১টি

 শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বোর্ড হতে  অষ্টম শ্রেণী পরীক্ষায় পাস করতে হবে |

অভিজ্ঞতা:প্লাম্বিং কাজের রেট অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে|  ওয়েটার সাপ্লাই ও সেনেটারী কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে| 

 কর্মস্থল: পিডিইউ ,বাংলাদেশ চাবোর্ড, প্রধান কার্যালয়,  চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার|

 বেতন স্কেল: ৯৩০০/-  থেকে ২২৪৯০/- টাকা|

গ্রেড: ১৬|

০৭/ পদের নাম: অফিস  সহায়ক

 পদ সংখ্যা: ১১টি

 শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় পাস করতে হবে |

অভিজ্ঞতা:প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে|

 কর্মস্থল: পিডিইউ ,বাংলাদেশ চাবোর্ড, প্রধান কার্যালয়,  চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার|

 বেতন স্কেল: ৮২৫০/-  থেকে  ২০০১০/- টাকা|

গ্রেড: ২০|

০৮/ পদের নাম:  নিরাপত্তা প্রহরী

 পদ সংখ্যা: ০২টি

 শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় পাস করতে হবে |

অভিজ্ঞতা:প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে|সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে|

 কর্মস্থল: পিডিইউ ,বাংলাদেশ চাবোর্ড, প্রধান কার্যালয়,  চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার|

 বেতন স্কেল: ৮২৫০/-  থেকে  ২০০১০/- টাকা|

গ্রেড: ২০|

০৯/ পদের নাম:  পরিছন্নতা কর্মী

 পদ সংখ্যা:০২টি

 শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় পাস করতে হবে |

অভিজ্ঞতা:প্রার্থীকে অবশ্যই  সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা  সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে|

 কর্মস্থল: পিডিইউ ,বাংলাদেশ চাবোর্ড, প্রধান কার্যালয়,  চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার|

 বেতন স্কেল: ৮২৫০/-  থেকে  ২০০১০/- টাকা|

গ্রেড: ২০|

নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পদ্ধতি:

যে সকল প্রার্থীগণ বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তাদেরকে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্দিষ্ট স্থানে আবেদন পত্র পৌঁছে দিতে হবে| কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে |

জমাদানের ঠিকানা: বাংলাদেশ  চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২ , বাইজিদ বোস্তামী সড়ক , নাসিরাবাদ, চট্টগ্রাম- ৪২১০, এই ঠিকানায় চাকরিরও তো প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তাদের আবেদন পৌঁছাতে হবে কোন অগ্রিম কপি গৃহীত হবে না |

 আবেদন শুরুর তারিখ: ১৭ এপ্রিল ২০২৪ তারিখ

 আবেদনের শেষ তারিখ:  ১৯ মে ২০২৪ তারিখ পর্যন্ত

আবেদন  ফরম সংগ্রহ

চাকরির আবেদন ফরম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট –www.teaboard.gov.bd এইখানে পাওয়া যাবে | প্রার্থীদের চাকরি নির্ধারিত আবেদন ফরমের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় সকল তথ্য- উপাত্ত প্রদান করতে হবে| অসম্পন্ন তথ্যসম্বলিত আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে| আবেদনের সাথে সংযুক্ত কোন কিছুই ফেরত যোগ্য নয়|

আবেদন  ফি প্রদান:

বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রাম এর অনুকূলে ০১ থেকে ০৬ নং ক্রমিক পদের জন্য ২০০ টাকা এবং ০৭ থেকে ০৯ নং ক্রমিক পদের জন্য ১০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/ পে- অর্ডার (অফেরতযোগ্য)আবেদনের সাথে সংযুক্ত করতে হবে| পে- অর্ডার/ ব্যাংক ড্রাফট এর নম্বর ও তারিখ এবং তা ইস্যু ক্রীত ব্যাংক শাখার নাম আবেদন ফরমে উল্লেখ করতে হবে|

যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন:

০১ থেকে ০৬ নং ক্রমিকের পদের জন্য –ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল,  ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি , বরগুনা, পিরোজপুর, সিলেট, এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন |

০৭ থেকে ০৯ নং ক্রমিকের পদের জন্য – ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল,  সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ভোলা এবং সুনামগঞ্জ জেলার প্রার্থনা আবেদন করতে পারবেন |

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র:

 যে সকল প্রার্থীগণ আবেদনের জন্য আগ্রহী তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং অবশ্যই আবেদন পত্রের সাথে সংযুক্ত করে আবেদনপত্র জমাদান করতে হবে| যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে তা নিম্নে তুলে ধরা হলো-

০১/ চাকরির প্রার্থীর সদ্য তোলা ০৪ কপি  ৫ x ৫  সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে| অবশ্যই ছবিগুলো প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে | ০১ কপি ছবি আবেদন ফরম এর নির্ধারিত স্থানে আটা দিয়ে এবং অবশিষ্ট তিন কপি ছবি স্টেপলার করে সংযুক্ত করতে হবে |

 ০২/প্রার্থীদের বয়স  ১৯ মে ২০১৪ তারিখে পর্যন্ত ১৮ থেকে ৩০ বছর হতে হবে | তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র- কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর | বয়স প্রমাণের জন্য  এফিডেবিট  গ্রহণযোগ্য নয়|

০৩/ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে| সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এর কপি, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, ইউনিয়ন পরিষদে এবং চেয়ারম্যান/ পৌরসভা মেয়র/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর করতি প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত  নাগরিকত্বের সার্টিফিকেট এবং কপি, জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র এর কপি ও সকল সনদপত্র কাগজপত্র কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে |

০৪/ বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইসুকরিত সমমান সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে |

০৫/ মুক্তিযোদ্ধা কোটা দাবির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র সংখ্যা- ০৩.০৭৭.০১.০৪৬.০০.০৪.২০১০- ৩৫৬,  তারিখ- ০৭-১১–২০১০ মোতাবেক প্রত্যয়ন পত্র জমা দিতে হবে|

 ০৬/ আবেদন পত্রের খামের উপরে ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে|

 ০৭/ এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে লিখিত/ ব্যবহারিক/ মৌখিক পরীক্ষা গ্রহণের কর্তৃপক্ষ বাধ্য নয়| এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে|

 ০৮/ বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন/ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন|

 ০৯/ লিখিত/ ব্যবহারিক/ মৌখিক পরীক্ষা  অংশগ্রহণের জন্য কোন প্রকার টি .এ/  ডি .এ প্রদান করা হবে না|

১০/ আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে ১০/-  টাকার ডাকটিকেট সম্বলিত  ১০”x-৪.৫”  মাপের একটি ফেরত খাম আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে| যে কোন প্রকারের তদারকি/ সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে|

যোগাযোগের মাধ্যম

 প্রার্থী যদি কোন সমস্যার সম্মুখীন হয় আবেদনের সময়  তখন নিম্নে দেওয়া যোগাযোগ এর মাধ্যমে কর্তৃপক্ষের পরামর্শের সমস্যার সমাধান করতে পারবেন |

  • হেল্পলাইন নম্বর: +৮৮০১৭১১৮৬৭৪৮৫এ কল করুন।
  •  ই-মেইল: directorbtri@gmail.com    ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট:http://teaboard.gov.bd  |

বাংলাদেশ চা বোর্ড এর পরিচয়

 সংক্ষিপ্ত পরিচয়: বাংলাদেশ চা বোর্ড স্বাধীনতার পর ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়| ১৯৫৯ সালে চা বোর্ডের নামকরণ ছিল পাকিস্তান চা বোর্ড পরবর্তী সময়  ১৯৭৭ সালে তা পরিবর্তন করে বাংলাদেশ চা বোর্ড করা হয় |  চা বোর্ড প্রথম গঠন করা হয় ২২ ফেব্রুয়ারি ১৯৫১ সালে প্রায় ৭৩ বছর আগে| চা বোর্ডের সদর দপ্তর নাসিরাবাদ, চট্টগ্রাম, বাংলাদেশ| বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হলেন মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম| চা বোর্ড মূলত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যা বাণিজ্যিক মন্ত্রণালয়ের অধীনস্থ| 

২০২৪ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

 ২০২৪ সালের সকল প্রকার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এই ওয়েবসাইটটি – bdjobgovt.com ভিজিট করুন | ওয়েবসাইটের মধ্যে সরকারি, বেসরকারি, এনজিও, ব্যাংক, বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | এবং সকল চাকরির মধ্যে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় সকল বিষয়বস্তু বিস্তারিত রয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock