বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪|| Air Force Officer Cadet Job Circular 2024

4.4/5 - (8 votes)

বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে  ৪ এপ্রিল ২০২৪ তারিখে| নারী-পুরুষ উভয় প্রার্থীগণ বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন | বিমানবাহিনীর অফিসার ক্যাডেট এর আবেদন শুরুর তারিখ ০১ মে -২০২৪ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত | বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট এর নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য, আবেদন করার পদ্ধতি, আবেদনের প্রয়োজনে দক্ষতা ও অভিজ্ঞতা, আবেদনের যোগ্যতা, আবেদনপত্র জমা দানের নিয়মাবলী, অনলাইনে আবেদনের পদ্ধতি, পরীক্ষার তারিখ ও পরীক্ষার স্থান, বেতন ও সুবিধাবি সকল কিছু তথ্য নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো |

 বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত রূপ:

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
নিয়োগ প্রকাশের তারিখ: ০৬ এপ্রিল ২০২৪ 
পদের সংখ্যা: অসংখ্য
বয়সসীমা: ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর
শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি, এইচএসসি, স্নাতক
চাকরির ধরন: সরকারি  চাকরি
অফিসিয়াল ওয়েব সাইট: https://joinairforce.baf.mil.bd/
আবেদনের শুরু তারিখ: ০১ মে ২০২৪ তারিখ
আবেদনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৪
আবেদনের মাধ্যম: অনলাইনে
নিয়োগ প্রকাশের সূত্র: https://joinairforce.baf.mil.bd/ 

নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ছবি:

বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তির অফিশিয়াল নোটিশের ছবি:

 

আবেদন করার পদ্ধতি:

 যে সকল প্রার্থীগণ বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহ তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে |অনলাইনে আবেদনের জন্য এই- https://joinairforce.baf.mil.bd/apply ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর APPLY NOW  বাটনে ক্লিক করে যে সকল তথ্য দেওয়া রয়েছে তা পূরণ করে আবেদন করতে হবে| অথবা নিচে দেওয়া আবেদন করব বাটনে ক্লিক করো আবেদন করতে পারবেন |

 আবেদন করব

আবেদন শুরুর তারিখ:  ০১ মে ২০২৪ তারিখ থেকে|

আবেদনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর  ২০২৪ তারিখ পর্যন্ত|

আবেদন ফি প্রদান করার পদ্ধতি : 

 সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে “Apply Now” -এ ক্লিক করে  পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে আবেদন ফি বাবদ .১০০০/- টাকা পরিশোধ করতে হবে|পরিশোধ করা হলে রেজিস্টিকৃত মোবাইল নম্বরে অফিস কর্তৃক এসএমএসের মাধ্যমে User ID এবং Password  প্রেরণ করা হবে | কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন | আবেদনের নিয়মাবলী নিম্নে তুলে ধরা হলো-

 ০১/ যে সকল কলেজের শিক্ষার্থীগণ বিনামূল্যে আবেদন করতে পারবেন তারা প্রথমে জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদের নম্বর প্রদান পূর্বক “Eligible for Application Without payment” অপশনটি ‘YES’  নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে | রেজিস্ট্রেশন ফি প্রদান-পূর্বক আবেদনকারী গণ তাদের কলেজের নাম নির্ধারিত স্থানে টাইপ করে প্রদান করবেন | 

০২/আবেদনকারী গণ কে বিজ্ঞপ্তিতে উল্লেখ কৃত পরীক্ষার তারিখ সমূহের মধ্যে যেকোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে ( ক্যাডেট কলেজ/ সকল কলেজের জন্য প্রযোজ্য নয়) |

০৩/ রেজিস্ট্রেশন সম্পন্ন হলে  প্রাপ্ত User ID এবং Password এর মাধ্যমে ‘Login’ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে |

 ০৪/ পুরনকৃত আবেদন পত্র চূড়ান্তভাবে ‘Submit’  করার পূর্বে আবেদনকারী গণ নিরক্ষনের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদন পত্রে প্রদান কৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন |

০৫/  চূড়ান্তভাবে আবেদন পত্রটি ‘Submit’ করা হলে আবেদনকারী গণ আবেদনপত্র ও প্রবেশপত্র ‘Download’ করতে পারবেন | 

০৬/ যদি কোন আবেদনকারী মোবাইল নম্বরে User ID ও Password না পায় তাহলে ২৪ ঘন্টার মধ্যে তা  কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী- helpdesk@baf.mil.bd -এ আবেদনের জন্য ব্যবহৃত ইমেইল এড্রেস  হতে পেমেন্ট ইন ভয়েসের কপি/  প্রমাণসহ ইমেইল করে জানতে হবে|

০৭/ উক্ত আবেদন পত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে |

আবেদন জমা দানের নিয়মাবলী:

 প্রার্থীদের আবেদন পত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় ইসু কৃত প্রবেশপত্র ও নিম্নবর্তী সনদপত্র সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে : 

 ০১/সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসা পত্র এবংনম্বর পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে |

০২/ প্রার্থীর নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্র( বৈবাহিক অবস্থার কথা উল্লেখ থাকতে হবে) জমা দিতে হবে উক্ত সনদপত্র নিজ ইউনিয়ন পরিষদ/ মিউনিসিপাল চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নিকট হতে হবে| উক্ত সনদপত্রের সাথে সনাক্তকারীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে|

০৩/ সম্প্রতি তোলা ১২ কপি পাসপোর্ট এবং ০৪ কপি স্টাম্প আকারের সত্যায়িত ছবি( অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে  কলার সহ শার্ট পরিধানকৃত ছবি হতে হবে )| 

০৪/ বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে|

০৫/ চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিজ কর্মস্থল বা প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতি পত্র প্রদর্শন করতে হবে|

 ০৬/ জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি  কর্তৃপক্ষের নিকট জমা দান করতে হবে|

০৭/ প্রার্থীর যদি খেলাধুলা বা অন্যান্য যে কোন বিষয়ের কৃতিত্বের সনদপত্র থাকে তার সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে|

০৮/ দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট কমিটি কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি প্রদর্শন করতে  হবে| 

প্রার্থীর শারীরিক যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা:

যোগ্যতা পুরুষ প্রার্থী নারী প্রার্থী
নাগরিকত্ব: বাংলাদেশের নাগরিক হতে হবে নারী প্রার্থীও বাংলাদেশের নাগরিক হতে হবে|
বৈবাহিক অবস্থা: অবিবাহিতা অবিবাহিত
 উচ্চতা: কমপক্ষে ৬৪ ইঞ্চি হতে হবে(  ৫ ফুট  “২” ইঞ্চি) ৬২ ইঞ্চি( ৫ ফুট “১” ইঞ্চি|
বুকের মাপ:  কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ: ২ ইঞ্চি কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ:২ ইঞ্চি
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী উভয় প্রার্থীর এক
বয়স:  ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর( ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ হিসেবে বয়স নির্ধারণ করা হবে)| ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর( ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ হিসেবে বয়স নির্ধারণ করা হবে)|

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগে শিক্ষাগত যোগ্যতা:

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগে শিক্ষাগত যোগ্যতা:

 বাংলাদেশ বিমান বাহিনী অফিসার  ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা নিম্নে তুলে ধরা হলো –

পদের নাম:অফিসার ক্যাডেট( ৯১ BAFA কোর্স)

শাখা: জিডি(পি)|

 শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা সমমান পাস করতে হবে| উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড- ‘ এ’ থাকতে হবে |

 অন্যান্য যোগ্যতা: ‘ ও’ লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে নূন্যতম লেটার গ্রেড- ‘বি’ এবং ‘ এ’ লেভেল- এ পদার্থ ও গণিত- এর ন্যূনতম লেটার গ্রেড- ‘ বি’  থাকতে হবে|

বেতন স্কেল: ১০৫০০/- টাকা |

পদের নাম:অফিসার ক্যাডেট( ৯১ BAFA কোর্স)

শাখা: ইঞ্জিনিয়ার|

 শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা সমমান পাস করতে হবে| উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিত- এ ন্যূনতম লেটার গ্রেড- ‘ এ’  থাকতে হবে| 

 অন্যান্য যোগ্যতা: ‘ ও’ লেভেলের রসায়ন, পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে নূন্যতম লেটার গ্রেড- ‘বি’ এবং ‘ এ’ লেভেল এ  রসায়ন, পদার্থ ও গণিত- এর ন্যূনতম লেটার গ্রেড- ‘ বি’  থাকতে হবে|

বেতন স্কেল: ১০৫০০/- টাকা |

পদের নাম:অফিসার ক্যাডেট( ৯১ BAFA কোর্স)

শাখা:লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি|

 শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা সমমান পাস করতে হবে|উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত- এ ন্যূনতম লেটার গ্রেড- ‘ এ’ থাকতে হবে | 

 অন্যান্য যোগ্যতা: ‘ ও’ লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে নূন্যতম লেটার গ্রেড- ‘বি’ এবং ‘ এ’ লেভেল এ পদার্থ ও গণিত- এর ন্যূনতম লেটার গ্রেড- ‘ বি’  থাকতে হবে | লজিস্টিক/ এটিসি/ এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে |

বেতন স্কেল: ১০৫০০/- টাকা |

পদের নাম:অফিসার ক্যাডেট( ৯১ BAFA কোর্স)

শাখা:এডমিন|

 শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা সমমান পাস করতে হবে| উভয় পরীক্ষায় যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে |

 অন্যান্য যোগ্যতা: ‘ ও’ লেভেলের কমপক্ষে পাঁচটি বিষয়ে নূন্যতম লেটার গ্রেড- ‘বি’ এবং ‘ এ’ লেভেল- এ দুইটি বিষয়  ন্যূনতম লেটার গ্রেড- ‘ বি’  থাকতে হবে|

বেতন স্কেল: ১০৫০০/- টাকা |

প্রার্থী নির্বাচন পদ্ধতি:

 প্রার্থীদের নির্বাচনের জন্য যে সকল পরীক্ষা-নিরীক্ষা করা হবে তা নিম্নে তুলে ধরা হলো-

 ০১/ প্রার্থীর প্রাথমিক লিখিত পরীক্ষা: আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ, এবং শুধুমাত্র এডমিন শাখার জন্য আই কিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষা গ্রহণ করা হবে|

০২/ প্রাথমিক ডাক্তারি পরীক্ষা নেওয়া হবে |

০৩/ প্রাথমিক মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে|

 ০৪/ আন্ত বাহিনী নির্বাচন প্রদর্শন( আইএসএসবি)

০৫/ কেন্দ্রীয় চিকিৎসক  কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা  করা হবে|

 ০৬/ ক্যাডেট চূড়ান্ত নির্বাচন( সিএফএসবি)|

পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন- মোবাইল ,ক্যালকুলেটর ,ঘড়ি ইত্যাদি এবং ব্যাক বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ| 

আবেদনকারীর পরীক্ষার তারিখ ও পরীক্ষার কেন্দ্র:

পরীক্ষার তারিখ: ২৬ শে জুন ২০২৪, 

০৭, ১০, ১৪,২১, ২৪, ২৮ ও ৩১ জুলাই ২০২৪|

০৪, ০৭, ১১, ১৩, ১৮, ২১ ও ২৮ আগস্ট  ২০২৪|

 ০১,০৮, ১১, ১৫, ১৮,২২,৫ ও ২৯ শে সেপ্টেম্বর ২০২৪|

পরীক্ষার কেন্দ্র: সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা- ১২১৫ এই ঠিকানায় পরীক্ষা গ্রহণ করা হবে |

 পরীক্ষা গ্রহণের দিন সকাল ৮ ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে | 

অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা : 

অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পরবর্তী সময়ে প্রার্থী বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন| সে সকল সুযোগ সুবিধা নিম্নে তুলে ধরা হলো-

ক্যারিয়ার: বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ | এছাড়াও ইঞ্জিনিয়ারিং অফিসার , লজিস্টিক অফিসার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার এবং এডমিন অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ |

 বিদেশে প্রশিক্ষণ: প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং কমিশন প্রাপ্তির পর অফিসার গন্ধের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশে গ্রহণের সুযোগ থাকে |

উচ্চ শিক্ষার সুবিধা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি , বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল সহ দেশে বা বিদেশে মাস্টার্স ও পিএইচডি সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ দেওয়া হয় |

জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়|

বাংলাদেশ দূতাবাস: বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহের সামরিক বা সহকারি সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ দেওয়া হয় |

বাসস্থান ও রেশন: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত, সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যের আসন প্রাপ্তির সুযোগ দেওয়া হয়|

সন্তানদের অধ্যয়ন: সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি , আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ম এমআইএসটি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএফ শাহীন স্কুল বা কলেজে ( বাংলা ও ইংলিশ ভার্শন) এবং ইংলিশ মিডিয়াম( ব্রিটিশ কারিকুলাম) এ অধ্যয়নের সুযোগ প্রদান করা হয়|

যাতায়াত: বিমান বাহিনীর একঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বাহেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ দেওয়া হয়|

 গাড়ি ঋণ ও ডিওএইচএস  প্লট: শর্তসাপেক্ষে সুদ মুক্ত গাড়ির ইন ও ডিওএইচএস -এ প্লট প্রাপ্তির সুযোগ থাকে|

চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা এবং প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশের চিকিৎসা সুযোগ| পাশাপাশি সামরিক হাসপাতাল এ  পিতা মাতা, শশুর ও শ্বশুরবাড়ির উন্নত চিকিৎসা সুযোগ রয়েছে |

 শাখা পরিবর্তনের সুযোগ: উডয়নে  অকৃতকার্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শূন্য পদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ রয়েছে|

প্রার্থীর জন্য অযোগ্যতা:

 যে সকল কারণে প্রার্থীকে অযোগ্য বলে গণ্য করা হবে তা নিম্নে তুলে ধরা হলো-

 ০১/ প্রার্থী যদি সেনাবাহিনী/ নৌবাহিনী/ বিমানবাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত/ অপসারিত/ অবসর গ্রহণ করে থাকেন তাহলে তাকে অযোগ্য বলে গণ্য হবে |

০২/ আইএসএসবি  পরীক্ষায় দুইবার আউট অথবা দুইবার প্রত্যাহার হলে অযোগ্য বলে গণ্য হবে|

 ০৩/ যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত প্রার্থীগণ অযোগ্য বলে  গণ্য হবে|

 ০৪/ সি এম বি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাহার|

 ০৫/ প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে লেসিক করা হলে গ্রহণযোগ্য নয় | ১৮ বছর বয়সের পর করা লেসিক হলে, লেসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষার তারিখ এর মধ্যে জিডি শাখার জন্য শূন্য এক বছর এবং অন্যান্য শাখার জন্য নূন্যতম ০৬ মাস অপব্যায়িত হতে হবে|

বাংলাদেশ বিমান বাহিনীর পরিচয়

 সংক্ষিপ্ত পরিচয়: বাংলাদেশ বিমান বাহিনী ২০১৩ সালে ঢাকায় স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু বিমান ঘাঁটি নামে | বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে ২০৩০ নামক একটি উত্তর বিলাসী আধুনিক পরিকল্পনা বাস্তবায়ন করেছেন | বিমান বাহিনীর প্রধান কাজ বাংলাদেশের আকাশ পথের সকল ধরনের সামরিক ব্যবস্থার নিয়ন্ত্রণ করা |

 ২০২৪ সালের চাকরির বিজ্ঞপ্তি

২০২৪ সালের নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে এই ওয়েব সাইটে ভিজিট করে-bdjobgovt.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO