বাংলাদেশ নৌবাহিনী চাকরির বিজ্ঞপ্তি২০২৪|| বাংলাদেশে নৌ বাহিনী নিয়োগ শুরু হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট হল www.joinnavy.mill.bd||বাংলাদেশ নৌবাহিনী ২০২৫ এ অফিসার ক্যাডেট ব্যাচ” নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রকাশ করা হয় ১৫ জানুয়ারি ২০২৪ ইং |আবেদনের শেষ তারিখ ৩১ শে মার্চ ২০২৪ ইং |এই পোষ্টের মাধ্যমে আমরা নৌবাহিনীর নিয়োগ সার্কুলার২০২৪ আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানাবো|
বাংলাদেশ নৌবাহিনী ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ :
বাংলাদেশ নৌবাহিনী হল একটি সরকারি চাকরি| প্রতিটি ডিফেন্সের চাকরির মতন এটিও একটি ডিফেন্সের চাকরি | বাংলাদেশ নৌবাহিনীদের প্রধান দায়িত্ব হল বাংলাদেশের নৌ ব্যবস্থার সকল কার্যক্রম সঠিক করা |নৌবাহিনী হল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌ যুদ্ধ শাখা|
বাংলাদেশ নৌবাহিনীতে যে সকল যোগ্যতার প্রয়োজন
প্রতিষ্ঠানের নাম: |
বাংলাদেশ নৌবাহিনী |
চলমান নিয়োগ: |
০১টি |
নিয়োগ প্রকাশের তারিখ: |
১৫ জানুয়ারি ২০২৪ |
পদের সংখ্যা: |
অর্নিদিস্ট |
বয়সসীমা: |
১৬-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা: |
এসএসসি/এইচএসসি পাশ |
চাকরির ধরন: |
|
অফিসিয়াল ওয়েব সাইটে: |
www.joinnavy.navy.mil.bd |
আবেদনের শেষ তারিখ: | ৩১ মার্চ ২০২৪ |
আবেদনের ঠিকানা: | অফিসিয়াল ওয়েবসাইট |
শারীরিক যোগ্যতা
উচ্চতা নারী সর্বনিম্ন ৫ ফুট ২ ইঞ্চি এবং পুরুষদের ৫ ফুট ৪ ইঞ্চি| ওজন নারীদের সর্বনিম্ন ৪৭ কেজি এবং পুরুষদের ৫০ কেজি| বুক নারীদের স্বাভাবিক ২৮ ইঞ্চি এবং প্রসারণ ৩২ ইঞ্চিপুরুষ স্বাভাবিক বুক ৩০ ইঞ্চি প্রসারণ ৩২ ইঞ্চি| ৫ মাইল ২.৪ কিমি দৌড় সম্পন্ন করার ক্ষমতা শক্তি এবং সহন সহনশীলতা ২ মিনিটের মধ্যে সর্বনিম্ন বৃষ্টি পুশ আপ পরপর দুই মিনিটের মধ্যে ন্যূনতম 50 টি সিট আপ টানা সাঁতার ১২ মিনিটের মধ্যে যেকোনো স্ট্রোক ব্যবহার করে ৫০০ মিটার সাঁতার কাটুন সামর্থ্য ছাড়া ১০ মিনিটের জন্য জলপাইচারি করুন নমনীয়তা পা সোজা রেখে আঙ্গুলের তালু মাটিতে রেখে পায়ের আঙ্গুল স্পর্শ করুন দৃষ্টি বর্ণান্ধতা ছাড়াই প্রতিটি চোখে ৬/৬|প্রার্থীদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং যেকোনো সমস্যার সমাধানের মোকাবেলা করতে হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে| Bangladesh Navy Job Circular 2024 যে সকল ব্যক্তি যোগদান করতে চায় তাদের সমস্ত পরিমাপ এবং পরীক্ষাযোগ্য নৌ বাহিনী কর্মীদের দ্বারা কঠোর তত্ত্বাবধানে পরিচালিত| মহিলা প্রার্থীদের এবং পুরুষ প্রার্থীদের একই শারীরিক যোগ্যতার মানের মধ্য দিয়ে যাবে |প্রার্থীদের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে সুস্বাস্থ্যের অধিকারের জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে|
বাংলাদেশ নৌ-বাহিনীতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম:
ক| মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে|
খ| ইংরেজি মাধ্যমের পার্থিগণের জন্য ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে নূন্যতম ৩টিতে A গ্রেট তিনটিতে Bগ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলদের জন্য নূন্যতম দুইটি বিষয়ে Bগ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে| প্রার্থীদের উভয় পরীক্ষায় অবশ্যই গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে |
গ| সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে |উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে|
যে সকল ব্যক্তি২০২৪ সালে এইচ এস সি বা সমমান পরীক্ষার্থী গণ তারাও আবেদন করতে পারবেন|
বাংলাদেশ নৌ-বাহিনী পদের নাম
Bangladesh Navy Job Circular 2024 এ অফিসার ক্যাডেট জাহাজের ক্যাপ্টেন ,
এয়ার ক্রাফট পাইলট নো কমান্ডো নৌ কমান্ডো ও সাবমেরিনার হতে যোগ দিন বাংলাদেশ নৌ- বাহিনীতে| বাংলাদেশ নৌবাহিনী বিজ্ঞপ্তি উল্লেখিত সকল তথ্য নিচে দেওয়া হল :
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌ বাহিনী
ব্যাচের নাম: ২০২৫ এ অফিসার ক্যাডেট ব্যাচ
পদের নাম: জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফ্ট পাইলট, নৌ কমান্ডো ও সাবমেরিনার|
আবেদনের ফরম সংগ্রহ ও পূরন
অনলাইন আবেদন পদ্ধতি
আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.mil.bd ওয়েব সাইটে প্রবেশ করে home page বাম পাশে Apply Now এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে| আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং/ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে |এ পর্যায়ের পার্থিগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড যেমন–( VISA ,Master Card ,American Express) এবং মোবাইল ব্যাংকিং যেমন- (বিকাশ, রকেট নগদ , TAP ,ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্সেস ,এম ক্যাশ , এমএক্স, ব্যাংক এশিয়া ,এবি ব্যাংক ) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যথিত ৭০০/- টাকা (অফারতযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন| আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন প্রদান করা যাবে|আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল -আপ লেটার , Form Commission-1A (পুরনকৃত আবেদন ফরম )এবং Personal Information Form ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল-আপলেটার বর্ণিত অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ সঙ্গে আনতে হবে| যদি কোন প্রার্থী উক্ত কল -আপ লেটার ও ফ্রম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মোবাইল নাম্বারে Tracking নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় Sign In করে আবেদন পত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে Bulletin দেখানো সাপোর্ট নম্বর সমূহ অথবা 01791999002 নম্বরে সরাসরি যোগাযোগ করুন|
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ
বাংলাদেশ নৌবাহিনী ২০২৫ এ অফিসার ক্যাডেট ব্যাচ চাকরির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ:
পরীক্ষার স্থান | সময় | বিষয় |
---|---|---|
নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর-১৪, ঢাকা |
২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৮ ও ২৯ এপ্রিল ২০২৪ (পুরুষ প্রার্থী) ৩০ এপ্রিল ২০২৪ (মহিলা প্রার্থী) |
০৩ মে ২০২৪ (বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণজ্ঞান) |
নৌবাহিনী স্কুল ও কলেজ, বন্দর, চট্টগ্রাম |
২১, ২২, ২৩, ২৪ এপ্রিল ২০২৪ (পুরুষ প্রার্থী) ২৫ এপ্রিল ২০২৪ (মহিলা প্রার্থী) |
০৩ মে ২০২৪ (বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণজ্ঞান) |
নৌবাহিনী স্কুল ও কলেজ, বয়রা, খুলনা |
২১, ২২, ২৩, ২৪ এপ্রিল ২০২৪ (পুরুষ প্রার্থী) ২৫ এপ্রিল ২০২৪ (মহিলা প্রার্থী) |
০৩ মে ২০২৪ (বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণজ্ঞান) |
|Bangladesh Navy Job Circular 2024 অফিসার ক্যাডেট পদে নিয়োগের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের দৃষ্টি রাখতে পারেন www. Joinnavy.mil.bd
গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা বলি
মুক্তিযোদ্ধার সন্তানদের ক্যাডেট নির্বাচনের জন্য করতে হবে সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীগণকে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য সকল স্বার্থপূরণ সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে| আই এস এস বি ব্যতীত অন্যান্য পরীক্ষার জন্য দৈনিক/ ভ্রমণ ভাতা প্রদান করা হবে না চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন উপদেশ দেওয়া হল| বিজ্ঞপ্তির যেকোনো অংশ পরিবর্তন হলে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান বাতিলের ক্ষমতা নৌ সদর সংরক্ষণ করে| জরুরী পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার সময়সীমা পরিবর্তিত হতে পারে |
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের শর্তবলীঃ
বাংলাদেশ নৌবাহিনী নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী, নিয়োগ পরীক্ষা নেওয়া হবে তিনটি ধাপে-
১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. শারীরিক মান।
আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারঃ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যক্তিদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার নেওয়া হবে| এই পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাঃ আইএসএসবি পরীক্ষা চলাকালীন ব্যক্তিগণকেচূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে
চূড়ান্ত মনোনয়ন পর্ষদঃ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত ব্যক্তিদেরনৌসদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
নেভাল একাডেমিতে যোগদানঃ চূড়ান্তভাবে মনোনীত ব্যক্তিগণজানুয়ারি ২০২৪ এর ১ম সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন ।
বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ||বি ডিইও ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ প্রতিবারের মতন আবারও ২০২৪ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে| আপনি যদি বাংলাদেশ নৌবাহিনী কমিশন্ড অফিসার পদে নিয়োগ দিতে ইচ্ছুক হন তাহলে আপনাকে ভালোভাবে সম্পূর্ণ পোস্টটি পড়তে হবে।বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে নিয়োগ দেয়ার জন্য আপনি যদি একজন উপযুক্ত ব্যক্তিহয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই আবেদনের সকল নিয়ম অনুসারে এবং কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলুন|বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে আবেদন করার জন্য আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে ও আবেদন করার পদ্ধতি এবং আবেদন করার শুরুর তারিখ, আবেদন করার শেষ তারিখ সহ সকল বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে|
পদের নাম: সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৪বি ডিইও ব্যাচ
১। শিক্ষা শাখা (বিবিধ বিষয়) – পুরুষ ও মহিলা।
ক। শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান)। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে।
(১) ইংরেজি (২) পদার্থ (৩) রসায়ন (৪) গণযোগাযোগ ও সাংবাদিকতা
খ। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
২। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) – পুরুষ ও মহিলা।
ক। শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-ছেলে) প্রাপ্ত হতে হবে।
(১) সিভিল ইঞ্জিনিয়ারিং (২) আর্কিটেকচার
খ। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।৩। শিক্ষা শাখা (মেডিকেল) – পুরুষ।
ক।শিক্ষাগত যোগ্যতা: সরকারি মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রিসহ Internship সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএইসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ (৫-ছেলে) প্রাপ্ত হতে হবে।
খ।চেম্বার টেস্ট: প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ। নিয়োগ: চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং লেফটেন্যান্ট’ পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।
সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
অনলাইনে আবেদন:আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৪বি ডিইও ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য আগ্রহী হন এবং আপনি উক্ত আবেদনের সকল নির্দেশনা অনুযায়ী উপযুক্ত প্রার্থী হয়ে থাকেন তাহলেhttps://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর বাম পার্শ্বে APPLY NOW এ ক্লিক করে নথিপত্রের যে সকল বিষয় উল্লেখ্য আছে সে সকল বিষয় পূরণ করে আবেদন করতে হবে। আবেদনের লিংকনিচে https://joinnavy.navy.mil.bd
আবেদন ফি: প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন– VISA, Master Card ও American Express) এবং মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ, TAP, ওকে ওয়ালেট, কিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, এ্যামেক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত ৭০০/- (সাতশত) টাকা (অফেরৎযোগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে।
আবেদনের শুরু সময় : ২৫ অক্টোবর ২০২৩ তারিখ থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১০ জানুয়ানি ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৪ ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
চাকরির বর্ণনা : বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) (Navy Sailor and MODC Job Circular 2024) ভর্তি এ-২০২৪ ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগটি তাদের www.joinnavy.navy.mil.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ০৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে। নাবিক ও এমওডিসি পদে নারী ও পুরুষ অসংখ্য জন লােক নিয়ােগ দেওয়া হবে। নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি সার্কুলার ২০২৪ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। এই পােস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে নিয়োগ ২০২৪ সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানবাে।নিম্নে Bangladesh Navy Sailor and MODC Job Circular 2024-এর আবেদন সম্পর্কে বিস্তারিত দেওয়া হল|
নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে চাকরির বিজ্ঞপ্তি ২০২৪
নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২৪ ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Navy Sailors, Women Sailors and MODC (Navy ) Admission2024 Batch Job Circular 2024) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত পদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
নাবিক ও এমওডিসি নিয়োগ শিক্ষাগত যোগ্যতাঃ
১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখা (পুরুষ) : এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে ৩. ৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইন্সস্টিটিউট থেকে এ-গ্রেড থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
২. মেডিকেল শাখা (পুরুষ ও মহিলা) : জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান – জিপিএ ৩.৫ (ন্যূনতম)।
৩. পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ (পুরুষ) : এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল) – জিপিএ ৩.০০ (ন্যূনতম)।
৪. কুক ও স্টুয়ার্ড শাখা (পুরুষ ও মহিলা) : এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল) – জিপিএ ২.৫০ (ন্যূনতম) ।
৫. টোপাস (পুরুষ) : ৮ম শ্রেণি পাস ।
নাবিক ও এমওডিসি নিয়োগ শারীরিক যোগ্যতাঃ
১. সিম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – (বয়স ও উচ্চতা) অনুযায়ী (BMI)।
২. পেট্রোলম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫ফুট৮ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – (বয়স ও উচ্চতা )অনুযায়ী (BMI)।
৩. অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫ফুট৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – (বয়স ও উচ্চতা) অনুযায়ী (BMI)।
৪. এমওডিসি (নৌ) – উচ্চতা ৫ফুট৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন – (বয়স ও উচ্চতা) অনুযায়ী (BMI)।
নাবিক ও এমওডিসি নিয়োগে প্রার্থীর বয়স ও অন্যান্য যোগ্যতাঃ
-
- বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক
-
- সাঁতার জানা অত্যাবশ্যক
-
- অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)
বয়স: ০১ জানুয়ারি ২০২৪ তারিখে
(১) নাবিক ও মহিলা নাবিক : ১৭ থেকে ২০ বছর
(২) এমওডিসি (নৌ) : ১৭ থেকে ২২ বছর। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নয় ।
নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) নতুন নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪
আবেদনের শুরু সময় : আবেদন শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ১২ অক্টোবর ২০২৩ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ বাংলাদেশ নৌবাহিনীর রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাইস্থ প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (চুক্তিভিত্তিক) নিম্নলিখিত পদের জন্য অসামরিক প্রশিক্ষক, ডেমনস্ট্রেটর এবং জুনিয়র প্রশিক্ষক নিয়োগ করা হবে।এটি বাংলাদেশ নৌবাহিনী একটি বেসামরিক চাকরি|
পদের নামঃ প্রশিক্ষক (ইংরেজি)
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ আগ্রহী প্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে ন্যূনতম অনার্স (সম্মান) দ্বিতীয় শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে সিজিপিএ ২.৫০।
অন্যান্য যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।
মাসিক বেতনঃ ২৬,০০০/- টাকা।
পদের নামঃ প্রশিক্ষক (পদার্থ)
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃআগ্রহী প্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান বিষয়ে বিএসসি (সম্মান) পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে ৪ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ- ২.৫০ ।
অন্যান্য যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।
মাসিক বেতনঃ ২৬,০০০/- টাকা।
পদের নামঃ ডেমনস্ট্রেটর (রসায়ন)
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃআগ্রহী প্রার্থীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিজ্ঞান বিষয়ে বিএসসি (সম্মান) পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে ৪ এর মধ্যে ন্যূনতম সিজি পিএ-২.৫০।
অন্যান্য যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।
মাসিক বেতনঃ ২৬,০০০/- টাকা।
পদের নামঃ জুনিয়র প্রশিক্ষক শীপ বিল্ডিং টেকনোলজি)
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃআগ্রহী প্রার্থীকে যেকোন স্বীকৃত পলিটেকনিক ইন্সটিটিউট হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শীপ বিল্ডিং) বিষয়ে ন্যূনতম প্রথম শ্রেণী অথবা গ্রেডিং সিস্টেমে ন্যূনতম সিজিপিএ-৩.০০।
অন্যান্য যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।
মাসিক বেতনঃ ২০,০০০/- টাকা।
বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী ব্যক্তি হন তাহলে আগ্রহী ব্যক্তিগণকে পরীক্ষায় অংশগ্রহণের আবেদনপত্র, পাসপোর্ট সাইজ ছবি (JPG) এবং জীবন বৃত্তান্ত (Curriculum Vita) আগামী ০১ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে trainingofficesm@gmail.com এই ঠিকানায় ই-মেইল করার জন্য বলা হলো। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে ই-মেইলের মাধ্যমে লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে অধিনায়ক, বানৌজা শহীদ মোয়াজ্জম বরাবর আবেদনপত্র এবং নিম্নলিখিত কাগজপত্রাদিসহ আগামী ০৮ অক্টোবর ২০২৩ তারিখ সকাল ১০ ঘটিকায় বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিতে সশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
আবেদনের শুরু সময় : আবেদন শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ০১ অক্টোবর ২০২৩ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
হেল্পলাইন/যোগাযোগ
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগে Online–এ আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিতে পারবেন।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুনঃ
পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা ১২১৩|
ফোনঃ ০২-৯৮৩৬১৪১-৯ বর্ধিত ২২১৫
হেল্প লাইন : ০১৭৬৯৭০২২১৫ (সকাল ৮.০০ – রাত ৮.০০ ঘটিকা)
অফিসিয়াল ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd
বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে ধারণা: বাংলাদেশ সশস্ত্র বাহিনীএকটি অংশ হল বাংলাদেশ নৌ বাহিনী।বর্তমানে উপকূলবর্তী এলাকা পর্যবেক্ষণের কাজে নিয়োজিত আছে, তবে বাংলাদেশের সমুদ্রসীমানায়নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে নৌবাহিনী দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করেছে। ইতিমধ্যে ২০১১ সালে বাংলাদেশ নৌবাহিনী এভিয়েশন উইঙ্গ চালু করেছে। বর্তমানে নৌবাহিনী ২০১৬ সালের মধ্যে সাবমেরন ফ্লীট চালু করার জন্য অগ্রসরমান হচ্ছে।১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় উপহার পাওয়া মাত্র দু‘টি টহল জাহাজ “পদ্মা” ও “পলাশ” নিয়ে শুরু হয় বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা।মহান মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টরের অধীনে এই বাহিনী যুদ্ধ পরিচালনা করে।খুলনা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে “অপারেশন জ্যাকপট“ এই বাহিনীর পরিচালিত সফল অভিযানগুলোর অন্যতম। বর্তমানে প্রায় ২৪০০০ নৌ সেনা (কর্মকর্তাসহ) এবং প্রায় ছোট-বড় ১১০ টি জাহাজের এই বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।