খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ || Khulna University Job Circular 2024

Contents hide
3/5 - (2 votes)

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে| বিশ্ববিদ্যালয় মূলত রেজিস্ট্রার কার্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগ প্রদান করা হবে| খুলনা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে ৩০ এপ্রিল ২০২৪ তারিখে |খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৫ টি পদে অসংখ্য জনবল নিয়োগ করা হবে| এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, প্রভাষক, ইত্যাদি বিভিন্ন পদে জনবল নিয়োগ| বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু তারিখ ০২ মে ২০২৪ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ২৩ মে ২০২৪ তারিখ পর্যন্ত| বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে সকল যোগ্যতার প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল  ইত্যাদি সকল সম্পর্কে আলোচনা করা হয়েছে এই পোস্টের মধ্যে | এছাড়া Khulna University Job Circular 2024 আবেদন করার পদ্ধতি,  আবেদনের যোগ্যতা, প্রবেশপত্র ডাউনলোড, ফ্রি প্রদানের পদ্ধতি, আবেদন প্রদানের ঠিকানা, অফিসিয়াল সকল নির্দেশনা, পরীক্ষার সংক্রান্ত সকল তথ্য , আবেদন সংক্রান্ত সকল বিস্তারিত  তথ্য  আলোচনা করা হয়েছে|তাই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত করার অনুরোধ রইল|

খুলনা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর সংক্ষিপ্ত রূপ-

প্রতিষ্ঠানের নাম: খুলনা বিশ্ববিদ্যালয় রেজিস্টার কার্যালয়
নিয়োগ প্রকাশের তারিখ: ৩০ এপ্রিল ২০২৪ 
পদের সংখ্যা: ২৫ টি পদে অসংখ্য জন 
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর 
শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম,এসএসসি , এইচএসসি,স্নাতক ডিগ্রী 
চাকরির ধরন: সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট: http://ku.ac.bd/career
আবেদনের শুরু তারিখ: ০১ মে ২০২৪
আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০২৪
আবেদনের মাধ্যম: ডাকযোগে /সরাসরি/ONLINE
নিয়োগ প্রকাশের সূত্র http://ku.ac.bd/careerঅথবা http://ku.ac.bd/career 

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ:

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিশিয়াল নোটিশ এর মাধ্যমে আপনি সকল প্রকার তথ্য জানতে পারবেন| এই নোটিশের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে সকল শর্ত এবং যোগ্যতার প্রয়োজন আবেদন করার পদ্ধতি, শূন্য পদ সমূহের নাম , বিস্তারিত সকল তথ্য উল্লেখ্য করা আছে নিম্নের নোটিশটির ছবি তুলে ধরা হলো-

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ-1 খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ-1 খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ-3

খুলনা বিশ্ববিদ্যালয় পদসমূহের নাম এবং শিক্ষাগত যোগ্যতা:

যে সকল প্রার্থীগণ খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রেক্ষিতে আবেদন করতে হবে | এছাড়া ভিন্ন ভিন্ন পদসমূহের বেতন স্কেল, গ্রেট, পদ সংখ্যা, পদের নাম  ও অন্যান্য সুবিধা সমূহ নিম্নে বিস্তারিত ব্যাখ্যা করা হলো-

০১/পদের নাম:নির্বাহী প্রকৌশলী | 

পদ সংখ্যা : ০১টি |

 শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে বাংলাদেশ এর অথবা বিদেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল- এ কমপক্ষে 04 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিংডিগ্রির অধিকারী হতে হবে |  শিক্ষাজীবনের সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/  শ্রেণি/সমগ্রেড থাকতে হবে| অথবা প্রার্থী কে বাংলাদেশ বা বিদেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রকৌশলে কমপক্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে|

অন্যান্য যোগ্যতা : প্রার্থীর কে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ সরকারি/ আধা- সরকারি/স্বায়ত্ত্বশাসিত/শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে সহকারী প্রকৌশলী/ প্রথম শ্রেণী পদে  ০৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে| অথবা প্রার্থীর কে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ সরকারি/ আধা- সরকারি/স্বায়ত্ত্বশাসিত/শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে সহকারী প্রকৌশলী/ প্রথম শ্রেণী পদে  ০৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে|

 বেতন স্কেল :৩৫৫০০/- থেকে ৬৭০১০/- টাকা |

গ্রেড- ৬|

বয়স সীমা: অনূর্ধ্ব ৪২ বছর

০২/পদের নাম:সেকশন অফিসার | 

পদ সংখ্যা : ০৩টি |

 শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে বাংলাদেশ অথবা বিদেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতকত্তর/ সমমানের ডিগ্রির অধিকারী হতে হবে | 

অন্যান্য যোগ্যতা : শিক্ষা জীবনে স্নাতক/ স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ০১টি প্রথম বিভাগ/শ্রেণী/ সমগ্রেড সকল পর্যায়ে দ্বিতীয় বিভাগ/শ্রেণী/ সমগ্রেড থাকতে হবে |

 বেতন স্কেল :২২০০০/- থেকে ৫৩০৬০/- টাকা |

গ্রেড- ৯|

বয়স সীমা: অনূর্ধ্ব ৩২ বছর |

০৩/পদের নাম:মেডিকেল অফিসার | 

পদ সংখ্যা : ০১টি |

 শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে বাংলাদেশের অথবা বিদেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে এমবিবিএস ০৫ বছর এবং বিডিএস ০৪ বছর সম্মানের ডিগ্রির অধিকারী হতে হবে | 

অন্যান্য যোগ্যতা : শিক্ষা জীবনে স্নাতক/ স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ০১টি প্রথম বিভাগ/শ্রেণী/ সমগ্রেড সকল পর্যায়ে দ্বিতীয় বিভাগ/শ্রেণী/ সমগ্রেড থাকতে হবে|

 বেতন স্কেল :২২০০০/- থেকে ৫৩০৬০/- টাকা |

গ্রেড- ৯|

বয়স সীমা: অনূর্ধ্ব ৩২ বছর |

০৪/পদের নাম:উপ- সহকারী প্রকৌশলী ( ইলেকট্রিক্যাল)| 

পদ সংখ্যা :১টি |

 শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে বাংলাদেশের অথবা বিদেশের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তড়িৎ কৌশল- এ কমপক্ষে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে| 

অন্যান্য যোগ্যতা : শিক্ষা জীবনে সকল পর্যায়ে দ্বিতীয় বিভাগ/শ্রেণী/ সমগ্রেড থাকতে হবে|

 বেতন স্কেল :১৬০০০/- থেকে ৩৮৬৪০/- টাকা |

গ্রেড-১০|

বয়স সীমা: ৩০ বছর| 

আবেদন করার নিয়ম:

যে সকল প্রার্থীগণ খুলনা বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য আগ্রহী তাদেরকে প্রথমে অনলাইন থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে আবেদনপত্র সংগ্রহ করার পর তা পূরণ করে ডাকযোগে অথবা সরাসরি খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসে জমা দিতে হবে| নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আবেদন পত্র সংগ্রহের জন্য অনলাইনে এই-https://career.ku.ac.bd/অথবা http://ku.ac.bd/career   ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করতে হবে|তারপর অনলাইনে আবেদন ফি প্রদানের পর তারপর আবেদন পত্র জমা দেবে হবে অন্যথায় আবেদন ফি জমা না দিলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না |আবেদন ফরম গ্রহণের জন্য নিম্নে দেওয়া আবেদন করুন বাটনের মাধ্যমে ও আবেদন করতে পারবেন|

 আবেদন করুন

আবেদন শুরুর তারিখ:  ০২ মে ২০২৪ তারিখ থেকে

আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০২৪ তারিখ পর্যন্ত

আবেদন ফি প্রদান : 

আবেদন অনলাইন (Online) – এ করতে হবে এবং অনলাইনে পূরণ কৃত আবেদন পত্র ডাউনলোড করে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ ১০ সেট আবেদন পত্র নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করতে হবে| উল্লেখ্য, ক্রমিক নং০১ থেকে ০৩ নং পদের জন্য ৬০০/- টাকা এবং ক্রমিক নং ০৪ এর জন্য ৫০০/- টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিং ( রকেট)এর মাধ্যমে পেমেন্ট করে যে কোন এক সেট আবেদন পত্রের সঙ্গে জমাকৃত স্লিপ সংযুক্ত করতে হবে| অনলাইন (online) – এ আবেদন, পেমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি  এবং নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://career.ku.ac.bd/)অথবা http://ku.ac.bd/career  পাওয়া যাবে| অনলাইনে আবেদন ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য নয় |

আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে-

 ০১/ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি|

 ০২/ নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি|

 ০৩/ কম্পিউটার সনদের সত্যায়িত কপি|

 ০৪/ সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ১০ কপি ছবি|

 ০৫/ আবেদন পত্রের সঙ্গে অনলাইনে জমাকৃত পেমেন্ট স্লিপ|

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ:

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিশিয়াল নোটিশ এর মাধ্যমে আপনি সকল প্রকার তথ্য জানতে পারবেন| এই নোটিশের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে সকল শর্ত এবং যোগ্যতার প্রয়োজন আবেদন করার পদ্ধতি, শূন্য পদ সমূহের নাম , বিস্তারিত সকল তথ্য উল্লেখ্য করা আছে নিম্নের নোটিশটির ছবি তুলে ধরা হলো-

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ:-1

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসিয়াল নোটিশ:-2

খুলনা বিশ্ববিদ্যালয় পদসমূহের নাম এবং শিক্ষাগত যোগ্যতা:

যে সকল প্রার্থীগণ খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রেক্ষিতে আবেদন করতে হবে | এছাড়া ভিন্ন ভিন্ন পদসমূহের বেতন স্কেল, গ্রেট, পদ সংখ্যা, পদের নাম  ও অন্যান্য সুবিধা সমূহ নিম্নে বিস্তারিত ব্যাখ্যা করা হলো-

০১/পদের নাম:অধ্যাপক, পরিসংখ্যান ডিসিপ্লিন | 

পদ সংখ্যা : ০১টি |

বেতন স্কেল :৫৬৫০০/- থেকে ৭৪৪০০/- টাকা |

গ্রেড- ০৩|

 ০২/পদের নাম:অধ্যাপক, ডেভলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন | 

পদ সংখ্যা :০২টি |

বেতন স্কেল :৫৬৫০০/- থেকে ৭৪৪০০/- টাকা |

গ্রেড- ০৩|

০৩/পদের নাম:অধ্যাপক, মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিন | 

পদ সংখ্যা :০২টি |

বেতন স্কেল :৫৬৫০০/- থেকে ৭৪৪০০/- টাকা |

গ্রেড- ০৩|

০৪/পদের নাম:অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন | 

পদ সংখ্যা : ০১টি |

বেতন স্কেল :৫৬৫০০/- থেকে ৭৪৪০০/- টাকা |

গ্রেড- ০৩|

০৫/পদের নাম:অধ্যাপক, শিক্ষা  ডিসিপ্লিন | 

পদ সংখ্যা :০৩টি |

বেতন স্কেল :৫৬৫০০/- থেকে ৭৪৪০০/- টাকা |

গ্রেড- ০৩|

০৬/পদের নাম:সহযোগী অধ্যাপক, ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিস অন দি সুন্দরবন এন্ড  কোস্টাল সিস্টেম | 

পদ সংখ্যা :০১টি |

বেতন স্কেল :৫০০০০/- থেকে ৭১২০০/- টাকা |

গ্রেড- ০৪|

০৭/পদের নাম:প্রভাষক, স্থাপত্য ডিসিপ্লিন | 

পদ সংখ্যা : ০৪টি |

বেতন স্কেল :২২০০০/- থেকে ৫৩০৬০/- টাকা |

গ্রেড- ০৯|

 ০৮/পদের নাম:প্রভাষক,  ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন | 

পদ সংখ্যা :০২টি |

বেতন স্কেল :২২০০০/- থেকে ৫৩০৬০/- টাকা |

গ্রেড- ০৯|

০৯/পদের নাম: প্রভাষক,  রসায়ন ডিসিপ্লিন | 

পদ সংখ্যা : ০১টি |

বেতন স্কেল :২২০০০/- থেকে ৫৩০৬০/- টাকা |

গ্রেড- ০৯|

১০/পদের নাম: নির্বাহী প্রকৌশলী ( সিভিল) | 

পদ সংখ্যা : ০১টি |

বেতন স্কেল :৩৫৫০০/- থেকে ৬৭০১০/- টাকা |

গ্রেড- ০৬|

১১/পদের নাম:সেকশন অফিসার | 

পদ সংখ্যা : ০৩টি |

বেতন স্কেল :২২০০০/- থেকে ৫৩০৬০/- টাকা |

গ্রেড- ০৯|

১২/পদের নাম:মেডিকেল অফিসার | 

পদ সংখ্যা : ০১টি |

বেতন স্কেল :২২০০০/- থেকে ৫৩০৬০/- টাকা |

গ্রেড- ০৯|

১৩/পদের নাম:উপ- সহকারি প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) | 

পদ সংখ্যা : ০১টি |

বেতন স্কেল :১৬০০০/- থেকে ৩৮৬৪০/- টাকা |

গ্রেড- ১০|

১৪/পদের নাম:পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর| 

পদ সংখ্যা : ০১টি |

বেতন স্কেল :-১১০০০/- থেকে -২৬৫৯০/- টাকা |

গ্রেড- ১৩|

 ১৫/পদের নাম:এক্স-রে টেকনিশিয়ান| 

পদ সংখ্যা : ০১টি |

বেতন স্কেল :-১১০০০/- থেকে -২৬৫৯০/- টাকা |

গ্রেড- ১৩|

১৬/পদের নাম: ড্রাইভার ( হেভি/ মিডিয়াম)| 

পদ সংখ্যা :০২টি |

বেতন স্কেল :- ৯৭০০/- থেকে -২৩৪৯০/- টাকা |

গ্রেড- ১৫|

১৭/পদের নাম:ল্যাব এটেনডেন্ট| 

পদ সংখ্যা : ০১টি |

বেতন স্কেল :-৮৫০০/- থেকে -২০৪৭০/- টাকা |

গ্রেড- ১৯|

আবেদন ফি প্রদান : 

আবেদন অনলাইন (Online) – এ করতে হবে এবং অনলাইনে পূরণ কৃত আবেদন পত্র ডাউনলোড করে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ ১০ সেট আবেদন পত্র নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করতে হবে| উল্লেখ্য, ক্রমিক ০১ নং থেকে  ১২নং পদের জন্য ৬০০/- টাকা এবং ক্রমিক নং  ১৩ এর জন্য ৫০০/- টাকা , ১৪ ও ১৫ নং ক্রমিকের জন্য  ২০০/- টাকা  এবং  ক্রমিক নং ১৬ ও ১৭ এর জন্য ১০০/- টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিং ( রকেট)এর মাধ্যমে পেমেন্ট করে যে কোন এক সেট আবেদন পত্রের সঙ্গে জমাকৃত স্লিপ সংযুক্ত করতে হবে| অনলাইন (online) – এ আবেদন, পেমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি  এবং নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://career.ku.ac.bd/)অথবা http://ku.ac.bd/career  পাওয়া যাবে| অনলাইনে আবেদন ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য নয় |

আবেদন করার নিয়ম:

যে সকল প্রার্থীগণ খুলনা বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য আগ্রহী তাদেরকে প্রথমে অনলাইন থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে আবেদনপত্র সংগ্রহ করার পর তা পূরণ করে ডাকযোগে অথবা সরাসরি খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসে জমা দিতে হবে| নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আবেদন পত্র সংগ্রহের জন্য অনলাইনে এই-https://career.ku.ac.bd/ অথবা http://ku.ac.bd/career  ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করতে হবে|তারপর অনলাইনে আবেদন ফি প্রদানের পর তারপর আবেদন পত্র জমা দেবে হবে অন্যথায় আবেদন ফি জমা না দিলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না |আবেদন ফরম গ্রহণের জন্য নিম্নে দেওয়া আবেদন করুন বাটনের মাধ্যমে ও আবেদন করতে পারবেন|

 আবেদন করুন

আবেদন শুরুর তারিখ:  ০২ মে ২০২৪ তারিখ থেকে

আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০২৪ তারিখ পর্যন্ত

আবেদন পত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই দাখিল করতে হবে:

 ০১/ সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রতি সেটে একটি|

 ০২/ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি|

 ০৩/ বিজ্ঞপ্তির ক্রমিক নং ১ থেকে ৯ পদের জন্য সকল মার্কশিট/ট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত কপি|

০৪/ বিজ্ঞপ্তি ক্রমিক নং ১০ থেকে ১৪ পদের জন্য কম্পিউটার সনদের সত্যায়িত কপি দিতে হবে|

 ০৫/ জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্বের সনদের সত্যায়িত কপি|

 Khulna university Job Circular 2024অফিসিয়াল নোটিশ-

Khulna university Job Circular 2024অফিসিয়াল নোটিশ-1 Khulna university Job Circular 2024অফিসিয়াল নোটিশ-2 Khulna university Job Circular 2024অফিসিয়াল নোটিশ-3

 খুলনা বিশ্ববিদ্যালয় পদসমূহের নাম এবং শিক্ষাগত যোগ্যতা:

যে সকল প্রার্থীগণ খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রেক্ষিতে আবেদন করতে হবে | এছাড়া ভিন্ন ভিন্ন পদসমূহের বেতন স্কেল, গ্রেট, পদ সংখ্যা, পদের নাম  ও অন্যান্য সুবিধা সমূহ নিম্নে বিস্তারিত ব্যাখ্যা করা হলো-

০১/পদের নাম:পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর | 

পদ সংখ্যা : ০১টি |

 শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/ সমমানের ডিগ্রী সহ কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে|

অন্যান্য যোগ্যতা : প্রার্থীর কে  কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে প্রতি মিনিটে ৪০ ও ৫০ শব্দের গতি সম্পন্ন হতে হবে|

বেতন স্কেল : ১১০০০/- থেকে  ২৬৫৯০/- টাকা |

গ্রেড- ১৩|

বয়স সীমা: অনূর্ধ্ব  ৩৫ বছর

০২/পদের নাম:এক্সরে টেকনিশিয়ান | 

পদ সংখ্যা : ০১টি |

 শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ০৩ অথবা ০৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ( রেডিওলজি এন্ড ইমেজিং) ডিগ্রির অধিকারী হতে হবে | 

অন্যান্য যোগ্যতা : প্রার্থীকে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে/ সরকারি/ আধা সরকারি/স্বায়ত্ত্বশাসিত/তথ্য প্রতিষ্ঠানে এক্সরে টেকনিশিয়ান হিসেবে শিক্ষাগত যোগ্যতা ০৩ বছরের ক্ষেত্রে ০৪ বছরের এবং ০৪ বছরের ক্ষেত্রে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে |

বেতন স্কেল : ১১০০০/- থেকে  ২৬৫৯০/- টাকা |

গ্রেড- ১৩|

বয়স সীমা: অনূর্ধ্ব  ৩৫ বছর

০৩/পদের নাম:ড্রাইভার | 

পদ সংখ্যা : ০২টি |

 শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে এসএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ| 

অন্যান্য যোগ্যতা : বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ( হেভি/ মিডিয়াম) মোটরগাড়ি চালনা ০৩বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে | 

 বেতন স্কেল :৯৭০০/- থেকে ২৩৪৯০/- টাকা |

গ্রেড- ১৫|

বয়স সীমা: অনূর্ধ্ব ৩৫ বছর |

০৪/পদের নাম:ল্যাব এটেনডেন্ট| 

পদ সংখ্যা :১টি |

 শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে| 

অন্যান্য যোগ্যতা :  নির্দিষ্ট কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই|

 বেতন স্কেল :৮৫০০/- থেকে ২০৫৭০/- টাকা |

গ্রেড-১৯|

বয়স সীমা:  অনূর্ধ্ব ৩৫ বছর| 

আবেদন করার নিয়ম:

যে সকল প্রার্থীগণ খুলনা বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য আগ্রহী তাদেরকে প্রথমে অনলাইন থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে আবেদনপত্র সংগ্রহ করার পর তা পূরণ করে ডাকযোগে অথবা সরাসরি খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসে জমা দিতে হবে| নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আবেদন পত্র সংগ্রহের জন্য অনলাইনে এই-https://career.ku.ac.bd/ অথবা http://ku.ac.bd/career  ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করতে হবে|তারপর অনলাইনে আবেদন ফি প্রদানের পর তারপর আবেদন পত্র জমা দেবে হবে অন্যথায় আবেদন ফি জমা না দিলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না |আবেদন ফরম গ্রহণের জন্য নিম্নে দেওয়া আবেদন করুন বাটনের মাধ্যমে ও আবেদন করতে পারবেন|

 আবেদন করুন

আবেদন শুরুর তারিখ:  ০২ মে ২০২৪ তারিখ থেকে

আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০২৪ তারিখ পর্যন্ত

আবেদন ফি প্রদান : 

আবেদন অনলাইন (Online) – এ করতে হবে এবং অনলাইনে পূরণ কৃত আবেদন পত্র ডাউনলোড করে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ ০৩ সেট আবেদন পত্র নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করতে হবে| উল্লেখ্য, ১৩ তম ও ১৫ তম গ্রেডের  পদের জন্য ২০০/- টাকা এবং ১৯তম গ্রেডের এর জন্য ১০০/- টাকা অনলাইনে মোবাইল ব্যাংকিং ( রকেট)এর মাধ্যমে পেমেন্ট করে যে কোন এক সেট আবেদন পত্রের সঙ্গে জমাকৃত স্লিপ সংযুক্ত করতে হবে| অনলাইন (online) – এ আবেদন, পেমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি  এবং নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://career.ku.ac.bd/)অথবা http://ku.ac.bd/career  পাওয়া যাবে| অনলাইনে আবেদন ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য নয় |

আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে-

 ০১/ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি|

 ০২/ নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি|

 ০৩/ কম্পিউটার সনদের সত্যায়িত কপি|

 ০৪/ সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ১০ কপি ছবি|

 ০৫/ আবেদন পত্রের সঙ্গে অনলাইনে জমাকৃত পেমেন্ট স্লিপ|

নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের শর্তবলীঃ

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা কয়েকটি ধাপের মাধ্যমে হবে ধাপগুলো হলােঃ

১. লিখিত পরীক্ষা।
২. মৌখিক পরীক্ষা।
৩. অন্যান্য যোগ্যতার জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)।

খুলনা বিশ্ববিদ্যালয় চাকরির নিয়োগে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ পাবেন। মৌখিক পরীক্ষার সময় সকল প্রার্থীকে নিচে উল্লিখিত কাগজপত্র প্রদর্শন করতে হবে। অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। প্রতিটির ০১ টি করে সত্যায়িত কপিও সঙ্গে নিতে হবে।

  • সকল স্তরের শিক্ষাগত যােগ্যার সনদপত্র।
  • নাগরিকত্বের সনদপত্র।
  • শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা কার্যালয় হতে প্রাপ্ত সনদপত্র।
  • মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধার সনদপত্র।
  • চারিত্রিক সনদপত্র।
  • ভােটার আইডি কার্ড কিংবা জন্ম সনদ।
  • Applicant’s Copy/আবেদনের কপি।

[ সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে ]

নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী যথা সময়ে প্রার্থীদের মােবাইলে SMS এর মাধ্যমে কর্তৃপক্ষ দ্বারা সঠিক সময়ে জানানাে হবে। এছাড়াও  খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট http://ku.ac.bd/career এ প্রকাশ করা হবে।সুতরাং খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

যোগাযোগের মাধ্যম

খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদনের সময় প্রার্থীগণ যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে নিম্নের ঠিকানায় যোগাযোগ করতে পারবেন| 

  • হেল্পলাইন নম্বর: ০২৪৭৭৩৪১৪০ এ কল করুন।
  • ই-মেইল: office@registrar.ku.ac.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট: http://ku.ac.bd/career 

খুলনা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচয়

 সংক্ষিপ্ত পরিচয়: খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়| খুলনা বিশ্ববিদ্যালয় অবস্থিত খুলনা বিভাগে দক্ষিণ আঞ্চলীয় শহরে| খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালের ৪ জানুয়ারি| ১৯৮৭ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হলেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম শুরু হয় ১৯৯১ সালের ২৫ শে নভেম্বর ৮০ জন শিক্ষার্থী নিয়ে এর যাত্রা শুরু হয়| বর্তমান সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থদের  ০৪টি স্কুল এবং ০২ টি ইনস্টিটিউট এর অধীনে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০০ এবং প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী ভর্তি করানো হয় এ বিশ্ববিদ্যালয়| খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন| এবং এর উপচার্য হল ডঃ মোঃ হোসেন| খুলনা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম হল খুবি |খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উন্নয়নমূলক পড়াশোনার মাধ্যমে নিজেদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলছে এবং দেশের কাজে নিজেদেরকে নিয়োজিত করছে| 

সকল নতুন চাকরির খবর

আপনি যদি চাকরির সন্ধান করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি- bdjobgovt.com ভিজিট করবেন | আমাদের ওয়েবসাইটে সরকারি  ও বেসরকারি বিভিন্ন ক্যাটাগরির চাকরির ব্যবস্থা রয়েছে আপনি ওয়েবসাইট থেকে ভিজিট করে বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারেন হতাশা গ্রস্থ না হয়ে অবশ্যই বিভিন্ন ধরনের চাকরিতে আবেদন করবেন  |চাকরিতে আবেদন করার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন | আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে বিজ্ঞপ্তিতে প্রবেশ করে আবেদনে ক্লিক করে আবেদন করতে পারবেন | তাই ওয়েব সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন-bdjobgovt.com |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO