রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪|| PFO Rangamati Job Circular 2024 

Contents hide
Rate this post

পরিবার পরিকল্পনা  বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি  প্রকাশিত হয়েছে ১৫ এপ্রিল ২০২৪ তারিখে | জেলা পরিষদের হস্তান্তরিত জেলা পরিবার পরিকল্পনা বিভাগের -১১ থেকে ২০ গ্রেডের ৮ ক্যাটাগরির ৫০ টি ০৬ টি পদে ৫৮ জন রাজস্ব খাতভুক্ত পদ সমূহ পূরণের জন্য জনবল নিয়োগের লক্ষ্যে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও সর্বসাপেক্ষে নির্ধারিত  ফরমের দরখাস্ত আহবান করা যাচ্ছে| আবেদন শুরুর তারিখ ১৫ এপ্রিল ২০২৪ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ০৮ মে ২০২৪ তারিখ পর্যন্ত| কিছু নির্দিষ্ট শর্তসাপেক্ষে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন| পরিবার পরিকল্পনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে সকল শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং আবেদন করার পদ্ধতি, কর্তৃপক্ষের দেওয়া নির্দিষ্ট শর্ত আবেদনের  অন্যান্য যোগ্যতা, বেতন স্কেল, বিস্তারিত সকল কিছু নিম্নে তুলে ধরা হলো|

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্ষিপ্ত  রূপ:

প্রতিষ্ঠানের নাম: পরিবার পরিকল্পনা বিভাগ
নিয়োগ প্রকাশের তারিখ: ১৫ এপ্রিল ২০২৪ 
নিয়োগ বিজ্ঞপ্তি সংখ্যা: ০৮ টি পদের ৫০ জন এবং  ০৬ টি পদে ৫৮ জন
বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর ( মুক্তিযোদ্ধা কোটায় ১৮ থেকে ৩২ বছর)
শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতকোত্তর ডিগ্রী 
চাকরির ধরন: সরকারি 
অফিসিয়াল ওয়েব সাইট: https://rhdc.gov.bd/
আবেদনের শুরু তারিখ: ১৫ এপ্রিল ২০২৪
আবেদনের শেষ তারিখ: ০৮ মে ২০২৪
আবেদনের মাধ্যম: সরাসরি রেজিস্টার অফিসে অথবা ডাকযোগে 
নিয়োগ প্রকাশের সূত্র: www.rhdc.gov.bd notice

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিভাগের  নোটিশের পিডিএফ:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিভাগের  নোটিশের পিডিএফ-1 রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিভাগের  নোটিশের পিডিএফ-2 রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিভাগের  নোটিশের পিডিএফ-3 রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বিভাগের  নোটিশের পিডিএফ-4

নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা:

পরিবার পরিকল্পনা বিভাগে ২০২৪ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী শূন্য পদ সমূহের জন্য যে সকল শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং  শূন্য পদসমূহের সংখ্যা, পদের নাম, বেতন স্কেল, গ্রেড  সকল তথ্য বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো- 

০১/ পদের নাম: সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার

 পদের সংখ্যা: ০৪ টি |

শিক্ষাগত যোগ্যতা:  কোন স্বীকৃত বোর্ড হতে অথবা প্রতিষ্ঠান হতেএসএসসি পাস হতে হবে|

 অন্যান্য অভিজ্ঞতা :স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল হতে চিকিৎসা সহকারীদের জন্য নির্ধারিত কমপক্ষে ০৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স পাস করতে হবে|

বেতন স্কেল:১২৫০০/-  থেকে ৩০২৩০/- টাকা | 

গ্রেড: ১১

০২/ পদের নাম: পরিবার কল্যাণ পরিদর্শিকা ( এফডব্লিউভি ) 

পদের সংখ্যা: ১৪ টি ( শুধুমাত্র মহিলা প্রার্থী ) 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান এর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |

অন্যান্য অভিজ্ঞতা: কৃতকার্য প্রার্থীগণ প্রশিক্ষণার্থে হিসেবে মৌখিক প্রশিক্ষনের  জন্য নির্বাচিত হবেন| প্রাথমিকভাবে নির্বাচিত নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১৮ মাসের মৌখিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে সনদ প্রাপ্তি সাপেক্ষে শূন্য পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন |

বেতন স্কেল: ১০২০০/-  থেকে ২৪৬৮০/-  টাকা

 গ্রেড: ১৪

০৩/ পদের নাম:অফিস সহকারি কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক 

পদের সংখ্যা: ১ টি 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর কোন স্বীকৃত বোর্ড হতে  অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমান এর  জিপিএ-তে  উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট  বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |

অন্যান্য অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলা সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ হতে হবে |

বেতন স্কেল: ৯৩০০/-  থেকে ২২৪৯০/-  টাকা

 গ্রেড:  ১৬ |

 ০৪/ পদের নাম: অফিস সহায়ক

পদের সংখ্যা: ১ টি 

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী কে কোন স্বীকৃত বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |

অন্যান্য অভিজ্ঞতা:  নির্দিষ্ট কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই|

বেতন স্কেল: ৮২৫০/-  থেকে  ২০০১০/-  টাকা

 গ্রেড: ২০ |

 ০৫/ পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদের সংখ্যা:০৫টি 

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী কে কোন স্বীকৃত বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |

অন্যান্য অভিজ্ঞতা:  নির্দিষ্ট কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই|

বেতন স্কেল: ৮২৫০/-  থেকে  ২০০১০/-  টাকা

 গ্রেড: ২০ |

০৬/ পদের নাম:আয়া ( শুধুমাত্র মহিলা প্রার্থী) 

পদের সংখ্যা:০৩টি 

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী কে কোন স্বীকৃত বোর্ড হতে বা প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |

অন্যান্য অভিজ্ঞতা:  নির্দিষ্ট কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই|

বেতন স্কেল: ৮২৫০/-  থেকে  ২০০১০/-  টাকা

 গ্রেড: ২০ |

০৭/ পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক ( এফপিআই)

পদের সংখ্যা: ১০ টি ( শুধু মাত্র পুরুষ প্রার্থী)

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর কোন স্বীকৃত বোর্ড হতে  অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমান এর  জিপিএ-তে  উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট  বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |

অন্যান্য অভিজ্ঞতা: নির্দিষ্ট কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই| 

বেতন স্কেল: ৯৩০০/-  থেকে ২২৪৯০/-  টাকা

 গ্রেড:  ১৬ |

০৮/ পদের নাম: পরিবার কল্যাণ সহকারী ( এফডব্লিউএ 

পদের সংখ্যা:  ১২ টি (শুধুমাত্র মহিলা প্রার্থী) 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |

অন্যান্য অভিজ্ঞতা:  নির্দিষ্ট কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই

বেতন স্কেল: ৯০০০/-  থেকে ২১৮০০/-  টাকা

 গ্রেড:১৭ |

আবেদন করার পদ্ধতি:

যে সকল প্রার্থীগণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ জেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদনের জন্য আগ্রহী তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি কার্যালয় সরাসরি অথবা ডাকযোগে আবেদন পত্র পৌঁছে দিতে হবে | নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি কিংবা ডাকযোগে পেলিত কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না |

 আবেদন শুরু তারিখ: ১৫ ই এপ্রিল ২০২৪ তারিখ থেকে

 আবেদনের শেষ তারিখ: ৮ মে ২০২৪ তারিখ পর্যন্ত | 

আবেদনের ফরম পূরণ : 

যে সকল প্রার্থীগণ পরিবার পরিকল্পনা বিভাগে আবেদনের জন্য আগ্রহী তারা আবেদন ফরম পূরণ করার জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট- www.rhdc.gov.bd অথবা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ওয়েবসাইট- www.fpo.rangamati.gov.bd হতে ডাউনলোড করা যাবে তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি অফিসে জমা দিতে হবে |আবেদনকারী কে আবেদন পত্রের খামের উপরিভাগে লাল কালিতে আবেদনকৃত পদের নাম স্পষ্ট ভাবে লিখতে হবে এবং আমের বাম পাশে আবেদনকারীর পুরো নাম ও ঠিকানা লিখতে হবে | এছাড়া, আবেদনকারী যদি কোন ফোটায় আবেদন করে থাকে তাহলে খামের ডান পাশের উপরে ভাগে তা উল্লেখ করতে হবে |

আবেদন ফি জমা প্রদান:

আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং- ০১,০২,০৩ ও ০৭ নং পদের জন্য প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা এবং ০৪,০৫,০৬০০ টাকা মাননীয় চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা, রাঙ্গামাটি নামীয় সোনালী ব্যাংক, নিউ কোড বিল্ডিং শাখায় চলিত হিসাব নং- ৫৮১৯২৪০০০০৪৭২ জমা দিতে হবে| জমা স্লিপ এর মূল কপি সংযুক্ত করতে হবে | 

প্রবেশপত্র ডাউনলোড এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য:

প্রবেশপত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা, নোটিশ বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট (www.rhdc.gov.bd )অথবা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ওয়েবসাইটে- www.fpo.rangamati.gov.bd মৌখিক পরীক্ষার স্থান, তারিখ সময় নির্দিষ্ট সময়ে প্রার্থীর নিকট জানিয়ে দেওয়া হবে | মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদন পত্রের সাথে সংযুক্ত সকল সনদপত্র অথবা কাগজপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে| লিখিত/ মৌখিক/ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার  টিএ/ ডিএ প্রদান করতে হবে না |

পরিবার পরিকল্পনা বিভাগ এর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা:

যে সকল প্রার্থীগণ পরিবার পরিকল্পনার বিভাগ এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আগ্রহী তাদেরকে নির্দিষ্ট কিছু যোগ্যতা অনুসরণ করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা, বেতন  স্কেল, গ্রেড  তা নিম্নে তুলে ধরা হলো-

০১/ পদের নাম:কোল্ড চেঞ্জ টেকনিশিয়ান

পদের সংখ্যা: ১ টি 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর কোন স্বীকৃত বোর্ড হতে  রেফ্রিজারেশন বা এয়ারকন্ডিশনিংট্রেডে  উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট  বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |

অন্যান্য অভিজ্ঞতা:কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই | 

বেতন স্কেল: ৯৭০০/-  থেকে ২৩৪৯০/-  টাকা

 গ্রেড:  ১৫ |

 ০২/ পদের নাম:স্টোর কিপার 

পদের সংখ্যা:০৪টি 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট  বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |

অন্যান্য অভিজ্ঞতা:  স্টোর কিপার পদধারী গণ কে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে|

বেতন স্কেল: ৯৩০০/-  থেকে ২২৪৯০/-  টাকা

 গ্রেড:  ১৬ | 

০৩/ পদের নাম: পরিসংখ্যানবিদ

পদের সংখ্যা: ০২টি 

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে|

অন্যান্য অভিজ্ঞতা:  প্রার্থীর কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে|

বেতন স্কেল: ১০২০০/-  থেকে  ২৪৬৮০/-  টাকা

 গ্রেড:১৪ | 

০৪/ পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদের সংখ্যা: ৩৬টি 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট  বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |

অন্যান্য অভিজ্ঞতা:কোন নির্দিষ্ট অভিজ্ঞতার প্রয়োজন নেই|

বেতন স্কেল: ৯৩০০/-  থেকে ২২৪৯০/-  টাকা

 গ্রেড:  ১৬ | 

০৫/ পদের নাম: অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক |

পদের সংখ্যা: ১২টি 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর কোন স্বীকৃত বোর্ড হতে  অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমান এর  জিপিএ-তে  উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট  বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |

অন্যান্য অভিজ্ঞতা:প্রার্থীর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে হবেন এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন  ২০ শব্দ হতে হবে |

বেতন স্কেল: ৯৩০০/-  থেকে ২২৪৯০/-  টাকা

 গ্রেড:  ১৬ | 

০৬/ পদের নাম:  ড্রাইভার |

পদের সংখ্যা:০৩টি 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীর কোন স্বীকৃত বোর্ড হতে   জুনিয়র স্কুল সার্টিফিকেট  বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে |

অন্যান্য অভিজ্ঞতা:ভারি গাড়ি চালানো নাই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা গাড়ি চালোনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে

বেতন স্কেল:৯৭০০/-  থেকে ২৩৪৯০/- এবং ৯৩০০/-  থেকে ২২৪৯০/-  টাকা

 গ্রেড: ভারী ড্রাইভিং লাইসেন্স দের ক্ষেত্রে ১৫  গ্রেড এবং হালকা গাড়ি লাইসেন্সের ক্ষেত্রে ১৬ গ্রেড | 

আবেদন করার পদ্ধতি:

 যে সকল প্রার্থী গণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আবেদনের জন্য আগ্রহী তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী অফিস চলাকালীন সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি কার্যালয় সরাসরি আবেদন পত্র আবেদন পত্রের সাথে সম্পৃক্ত সকল কাগজপত্র জমা দিতে হবে | নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি কিংবা ডান থেকে প্রেরিত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না |

আবেদন শুরুর তারিখ: ১৫ এপ্রিল ২০২৪ তারিখ থেকে

 আবেদনের শেষ তারিখ: ৮ মে ২০২৪ তারিখ পর্যন্ত | 

আবেদনপত্র সংগ্রহ ও ফি প্রদান:

আবেদনপত্র সংগ্রহের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট- www.rhdc.gov.bd হতে ডাউনলোড করতে হবে | আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হতে ০৬ নং পর্যন্ত সকল পদের প্রার্থীদের জন্য ৪০০ টাকা মাননীয় চেয়ারম্যান,  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি এর নামেও সোনালী ব্যাংক, নিউ কোড বিল্ডিং শাখায় চালিত হিসাব  নং-৫৮১৯২৪০০০০৪৭২ জমা দিতে হবে| জমা স্লিপ এর মূল কপি সংযুক্ত করতে হবে | 

প্রবেশপত্র ডাউনলোড:

প্রবেশপত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা, নোটিশ বোর্ড ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে- www.rhdc.gov.bd মাধ্যমে মৌখিক পরীক্ষার স্থান, ও সময় জানানো হবে  অবশ্যই যোগ্য প্রার্থীকে জানানো হবে| লিখিত বা মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ / ডিএ প্রদান করা হবে না |

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: 

০১/আবেদন পত্র দাখিলেন নির্ধারিত শেষ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে  ৩০ বছর|তবে বীর মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর |

০২/ আবেদনকারীর সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি | ০৩ কপি ছবির  ০১ কপি প্রবেশপত্রের সাথে আঠা দিয়ে লাগাতে হবে এবং বাকি ০২ কপি ছবি অফিসের ব্যবহারের জন্য আবেদন ফরম এর সাথে ক্লিপ বা পিন দিয়ে সংযুক্ত করে দাখিল করতে হবে |

০৩/ নির্দিষ্ট বোর্ড বা বিশ্ববিদ্যালয় কতৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সকল মূল কপি বা সাময়িক সনদ ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদ ( প্রযোজ্য ক্ষেত্রে) সংযুক্ত করতে হবে |

 ০৪/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ| ইউনিয়ন ও ওয়ার্ড পদ ভিত্তিক পদপ্রার্থীদের ক্ষেত্রে  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদে গ্রাম এবং ওয়ার্ডের নাম সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে | অন্যথায় আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে |

০৫/ রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ সংযুক্ত করতে হবে \

 ০৬/ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে |

 ০৭/ প্রার্থীর জাতীয় পরিচয় পত্র এবং অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে তা সংযুক্ত করতে হবে |

০৮/ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনের সাথে বিল মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সনদপত্র ( সরকারি নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত হতে হবে )| পৌরসভা মেয়র/ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক মুক্তিযোদ্ধাদের সাথে প্রার্থীর সম্পর্ক সনদ ( যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রতি স্বাক্ষরিত) সংযুক্ত করতে হবে | এতিমখানা নিবাসী, প্রতিবন্ধ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ইত্যাদি প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের প্রদত্ত সনদ সংযুক্ত করতে হবে |

 ০৯/ আবেদনপত্রের সাথে প্রেরিত কোন কাগজপত্র ফেরত প্রদান করা হবে না |

 ১০/ চাকরিরও তো প্রার্থীদের আবেদন প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে পৌঁছাতে হবে আবেদনপত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে |

১১/ অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে| আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয় নিয়োগ কারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য | এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণ হবে না |

১২/ আবেদনপত্রে কোন অসত্য তথ্য পরিবেশন করলে এবং দাখিলকৃত কাগজপত্র দিয়ে অসত্য বা গুয়া বলে প্রমাণিত হলে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া যে কোন পর্যায়ে আবেদন বা নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে | 

১৩/ নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের  সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে গণ্য হবে | 

যোগাযোগের মাধ্যম

 প্রার্থী যদি কোন সমস্যার সম্মুখীন হয় আবেদনের সময়  তখন নিম্নে দেওয়া যোগাযোগ এর মাধ্যমে কর্তৃপক্ষের পরামর্শের সমস্যার সমাধান করতে পারবেন |

  • হেল্পলাইন নম্বর: ০৩৫১৬৩১৩২ ,৬৩১৪৭ এ কল করুন।
  •  ই-মেইল: cht.rhdc@yahoo.com    ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট:www.rhdc.gov.bd 

২০২৪ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

 ২০২৪ সালের সকল প্রকার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এই –bdjobgovt.com ওয়েবসাইটটি ভিজিট করুন | ওয়েবসাইটের মধ্যে সরকারি, বেসরকারি, এনজিও, ব্যাংক, বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | এবং সকল চাকরির মধ্যে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় সকল বিষয়বস্তু বিস্তারিত রয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock