বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-BSBK Job Circular 2024

Contents hide
1/5 - (1 vote)

চাকরির বর্ণনা : বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (BSBK Job Circular 2024)১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ নিয়োগটি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে www.bsbk.gov.bd প্রকাশিত করেছে ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে। ১১ টি পদে মােট ৭৫জন লােক নিয়ােগ দেওয়া হবে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পাবে, আবেদন শুরু হবে ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ হতে। এই পােস্টের মাধ্যমে আমরা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিকে) নিয়োগ ২০২৪ আবেদনর  জন্য সকল যোগ্যতা, অনলাইনে আবেদন ফরম পূরণ করার নিয়ম, পরীক্ষা স্থান বা কেন্দ্র, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করবো বিস্তারিত জানতে অবশ্যই পোস্টটি ভালো করে দেখবেন।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ চাকরির বিজ্ঞপ্তি ২০২৪সংক্ষিপ্ত রূপ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিকে)
নিয়োগ প্রকাশের তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪
পদের সংখ্যা: ৭৫ জন
বয়সসীমা: ১৮-৩০ বছর ( মুক্তিযোদ্ধার কন্যা বা পুত্র এর জন্য সর্বোচ্চ ৩২ বছর )
আবেদনের শুরু তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৪
আবেদনের শেষ তারিখ: ১০ মার্চ ২০২৪
শিক্ষাগত যোগ্যতা: ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন: সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট: www.bsbk.gov.bd
আবেদনের মাধ্যম: অনলাইনে
আবেদনের ঠিকানা: http://bsbk.teletalk.com.bd/

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের অফিসিয়াল  নোটিশ:

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের অফিসিয়াল  নোটিশ:

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের অফিসিয়াল  নোটিশ2 বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের অফিসিয়াল  নোটিশ-3 বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের অফিসিয়াল  নোটিশ-4

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের অফিসিয়াল  নোটিশ-5

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের অফিসিয়াল  নোটিশ-6

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ নিয়োগের আবেদনের শর্তাবলী:

১/কল পদের জন্য প্রার্থীর বয়স ১০-৩-২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে| এর উর্ধ্বে গ্রহণযোগ্য নয়| 

২/বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র ও কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স সর্বোচ্চ ৩২ বছর | উল্লেখ ,বীর মুক্তিযোদ্ধা/  শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র – কন্যাদের  ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে  এফি ডেভিগ্রহণযোগ্য নয় |

৩/ সরকারি আধা, সরকারি ওস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কারী কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূলকপি জমা দিতে হবে |

৪/নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি- বিধানে  কোন সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে|

 লিখিত ও মৌখিক পরীক্ষার বর্ণনা:

১/ প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ( প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র সহ)

২/প্রার্থী যে ইউনিয়ন/ পৌরসভা/  ওয়ার্ডের বাসিন্দা  সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;

 ৩/ কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/ প্রমাণপত্রের সত্যায়িত ছায়া লিপি  প্রদর্শন করতে হবে |

 ৪/ শারীরিক প্রতিবন্ধী, এতিম,  ক্ষুদ্র নি-গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে [  কমপক্ষে ২১ দিনের প্রশিক্ষণ থাকতে হবে] সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী  উপর্যুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র- কন্যাদের  পিতার পিতা-মাতা / মাতার পিতা- মাতার মুক্তিযোদ্ধার সনদপত্র |

৫/ আবেদনকারী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার  পুত্র- কন্যা এবং মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের পুত্র- কন্যা  হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সনদপত্র এবং সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তিক প্রত্যয়ন পত্র  আনতে হবে|

 ৬/প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র আনতে হবে|

৭/জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদের  সত্যায়িত অনলিপি |

৮/ Onlineপুরনকৃত আবেদন  পত্রের কপি (Applicant’s Copy) পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে |

৯/ প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা  বা  ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে | ভুয়া তথ্য/ জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন |

 ১০/কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা  কম/ বেশি এবংবিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে| 

১১/লিখিত/ মৌখিক/ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ / ডিএ প্রদান করা হবে না |  

বাংলাদেশ স্থলবন্দর  কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির  পদ  সম্পর্কিত  তথ্য 

পদের নামঃ সহকারী পরিচালক (ট্রাফিক)
পদ সংখ্যাঃ ০১ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী পাস অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।

পদের নামঃ সহকারী পরিচালক (প্রশাসন)
পদ সংখ্যাঃ ০১ টি।

শিক্ষাগত যোগ্যতাঃযেকোন বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।

পদের নামঃ সহকারী প্রকৌশলী (সিভিল)
পদ সংখ্যাঃ ০১ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে পুর-কৌশল (civil) বিষয়ে স্নাতক ডিগ্রী
মাসিক বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা।

পদের নামঃ জনসংযোগ কর্মকর্তা
পদ সংখ্যাঃ ০১ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।
মাসিক বেতনঃ ১৬০০০-৩৮৬৪০/- টাকা।

পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
পদ সংখ্যাঃ ০১ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার স্বীকৃত বোর্ড হতে SSC পাশসহ  অবশ্যই সরকার স্বীকৃত কারিগরী শিক্ষা বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা।
মাসিক বেতনঃ ১৬০০০-৩৮৬৪০/- টাকা।

পদের নামঃ প্রশাসনিক কর্মকর্তা
পদ সংখ্যাঃ ০৬ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ  নূন্যতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
মাসিক বেতনঃ ১২৫০০-৩০২৩০/- টাকা।

পদের নামঃ ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০১ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিগ্রী।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার পরিচালনায় নূন্যতম ৩ (তিন) বৎসরের বাস্তব অভিজ্ঞতা। কম্পিউটার চরণায় দক্ষ হতে হবে
মাসিক বেতনঃ ১১৩০০-২৭৩০০/- টাকা।

পদের নামঃ ট্রাফিক পরিদর্শক
পদ সংখ্যাঃ ০৯ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ  ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী  পাস করতে হবে।
মাসিক বেতনঃ ১১৩০০-২৭৩০০/- টাকা।

পদের নামঃ অডিটর
পদ সংখ্যাঃ ০১ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী  পাস করতে হবে।
মাসিক বেতনঃ ১১৩০০-২৭৩০০/- টাকা।

পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৭ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ ও কম্পিউটারে word processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।কম্পিউটার  এ  দক্ষ হতে হবে
মাসিক বেতনঃ ১১০০০-২৬৫৯০/- টাকা।

পদের নামঃ ওয়্যারহাউজ/ইয়ার্ড সুপারিনটেনডেন্ট
পদ সংখ্যাঃ ৪৭ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রী।
মাসিক বেতনঃ ১১০০০-২৬৫৯০/- টাকা।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

যে সকল প্রার্থীগণ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিকে) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী সে সকল প্রার্থী কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনেএই অফিশিয়াল ওয়েবসাইট http://bsbk.teletalk.com.bd/  এর মাধ্যমে আবেদন করুন।

আবেদনের শুরু তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১০ মার্চ ২০২৪ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।( এর পরবর্তী সময় গ্রহণযোগ্য নয়)

আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন

আবেদন করুন

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন :http://bsbk.teletalk.com.bd/ 

SMS প্রদানের নিয়মাবলী ও পরীক্ষারফি জমা দেওয়ার পদ্ধতি :

SMS প্রদান : Online এ  আবেদনপত্র (Application From ) যথাযথ ভাবে পূরণপূর্বক নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload  করে  আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে|  আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী User ID ,ছবি এবং স্বাক্ষর যুক্ত একটি Application’s Copy পাবেন|  যদি  Application’s Copy তে  কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্টের ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/   ঘোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন | তবে আবেদন  ফি জামা দানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযোগ্য নয় |

নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসবিকে) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।

  • প্রথম SMS: BSBK <space> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
  • দ্বিতীয়SMS: BSBK <space> Yes <space> PIN লিখে 16222 নম্বরে Send করুন।

 ফি জমা দেওয়ার পদ্ধতি:  Application’s কপিতে একটি User IDনম্বর দেওয়া থাকে এবং  User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid moble   নম্বরের মাধ্যমে দুটি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১ নং হতে ৩ নং এর জন্য ৬০০ টাকা জমা দিতে হবে, ক্রমিক নং ৪ হতে ৫ নং এর জন্য ৫০০ টাকা জমা দিতে হবে, ক্রমিক নং ৬ হতে ৯ এর জন্য ৩০০ টাকা জমা দিতে হবে, ক্রমিক নং ১০ হতে ১২ নং এর জন্য ২০০ টাকা জমা দিতে হবে,  ক্রমিক নং ১৩ এর জন্য ১০০ টাকা জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র Submit  করা হলে পরীক্ষার ফি ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে | “এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, অনলাইন আবেদন পত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online  এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না ’’|

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ নিয়োগে এসএমএস পুন:রুদ্ধার করার নিয়মঃ

যে সকল প্রার্থীগণ আবেদনের পরে SMS কোন সমস্যার কারণে হারিয়ে ফেলবে কিংবা যেকোনো কারণে SMS পুনরুদ্ধার করতে চান  নিম্নের পদ্ধতিতে SMS পুনরুদ্ধার করতে পারবেন 

  1. User ID জানা থাকলে : BSBK <space> Help <space> User ID & Send to 16222.
    Example: BSBK Help ABCDEFGH & send to 16222.
  2. PIN Number জানা থাকলে : BSBK <space> Help <space> PIN <space> PIN Number & Send to 16222.
    Example: BSBK Help PIN 12345678 & send to 16222.

প্রবেশপত্র ডাউনলোড

প্রবেশপত্র ডাউনলোড এর জন্য SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পৰীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই পরীক্ষার কর্তৃপক্ষের নিকট প্রদর্শন করতে হবে | 

হেল্পলাইন/যোগাযোগ

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগে Online-এ আবেদনের সময় প্রার্থীগণ যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

  •  হেল্পলাইন নম্বর: টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন।
  •  ই-মেইল: alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
  •  ফেইসবুক পেজ: www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাইবে।
  •  অফিসিয়াল ওয়েবসাইট: www.bsbk.gov.bd

উপসংহার

বাংলাদেশ স্থল বন্দর ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় । বাংলাদেশ স্থল বন্দর (BSBK) এর প্রধান দায়িত্ব হল সকল প্রকার স্থল বন্দর গুলোকে নিয়ন্ত্রণ করা। স্থলবন্দর মূলত বাংলাদেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি যা বাংলাদেশের সকল নৌপরিবহন মন্ত্রণালয় এবং স্স্থল বন্দরগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্বে নিয়োজিত আছে। বর্তমানে এটি নৌপরিবহন মন্ত্রণালয় এর আওতাধীন একটি সংস্থা।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ নিয়োগের বিগত সালের প্রশ্ন

বঙ্গভঙ্গের সময়ে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

বঙ্গভঙ্গের সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন

Allocation বাংলা পরিভাষা কি ?

বরাদ্দ

What is the noun from the word “defer”?

Deferment

২০২৪ সালের সকল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

আপনি যদি চাকরির সন্ধান করে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে ভিজিট করেছেন | আমাদের ওয়েবসাইটে ২০২৪ সালের আরও নানা ধরনের চাকরির সংবাদ প্রকাশিত হয়েছে |ওয়েবসাইট ভিজিট করে আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি নির্বাচন করতে পারবেন| আমাদের ওয়েবসাইটে চাকরি আবেদনের মাধ্যম পরীক্ষার সময়সূচি আবেদনের শর্তাবলী আবেদনের যোগ্যতা সম্পন্ন বিস্তারিত প্রকাশ করা হয়েছে|ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন bdjodgovt.com |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock